মমতাকে দেখতে হাসপাতালে মিমি-নুসরত, কর্মীদের নিয়ে পথে নামলেন মদন মিত্র

#কলকাতা: নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের সুপ্রিমোর পাশেই রয়েছেন তাঁর কর্মীরা৷ গতকাল থেকেই মমতাকে দেখতে একের পর এক হেভিওয়েটরা হাসপাতালে এসেছেন৷

বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম-এ এলেন দুই সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)৷ এসেছেন টিএমসি নেতা ও মমতার দীর্ঘদিনের যোদ্ধা মদন মিত্রও (Madan Mitra)৷ সংবাদ সংস্থা এএনআই সেই ছবি ট্যুইট করেছে৷

নন্দীগ্রামে মমতা ‘আক্রান্ত’ হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনার প্রতিবাদে মিছিল বেরিয়েছে৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, ষড়যন্ত্র করেই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে ষড়যন্ত্র নাকি নিছকই দুর্ঘটনা! তা এখনও তদন্তাধীন৷ এদিন দুপুরে মদন মিত্রের নেতৃত্বে বেলঘড়িয়াতেও একটি প্রতিবাদ মিছিল বার হয়৷

পরিচালক তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজ চক্রবর্তী মমতা রছবি পোস্ট করে ট্যুইট করেন, “অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। জয় জগন্নাথ। সঙ্গে তিনি বাংলা নিজের মেয়েরে চায় ট্যাগ ব্যবহার করেন।”

অভিনেত্রী তথা বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও ট্যুইট করেন। তিনি লেখেন, “নন্দীগ্রামে প্রচারের সময়ে দিদির আহত হওয়ার খবরে খুব চিন্তা ও উদ্বেগে রয়েছি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার কড়া তদন্ত হওয়া উচিত। দিদির দ্রুত আরোগ্য কামনা করছি।”