Tag Archives: Uber

App Cabs: অ্যাপ ক্যাবে ১ কিলোমিটারের ভাড়া ৭০০ টাকা! ভাড়া শুনে আঁতকে উঠলেন যাত্রী, তারপর?

নয়াদিল্লি: যাতায়াতের ক্ষেত্রে আমরা অনেকেই উবের ব্যবহার করে থাকি। শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এই অ্যাপ ক্যাব সংস্থা। কিন্তু এবার এই সংস্থার বিরুদ্ধেই অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ তুললেন দিল্লির বাসিন্দা এক যুবক। সোশ্যাল মাধ্যম লিংকডইনে সেই ছবি পোস্ট করতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। খারাপ আবহাওয়া হলে কিংবা দিনের ব্যস্ত সময়ে এই ধরনের ভাড়া নাকি নিত্যনৈমিত্তিক ঘটনা বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।
সুরজ পাণ্ডে নামে ওই ব্যক্তি ওই অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি ও অটোর ভাড়ার ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় ১.৮ কিলোমিটার যাওয়ার জন্য ৭০০টাকা ভাড়া!

আরও পড়ুন : সাংঘাতিক ত্রাস, বেরোলেই কী হয়, কী হয়! ত্রস্ত হয়ে রাস্তায় বেরোতেই ভয় এলাকাবাসীর
এই প্রসঙ্গে যুবক লেখেন, ” উবেরের এই সারজ প্রাইজের জায়গায় আমি যদি স্টক মার্কেটে টাকা জমিয়ে তা বিনিয়োগ করতাম তবে এতদিনে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম।”
তিনি আরও বলেন, “এইসব অ্যাপ ক্যাব সংস্থা তা ওলা হতে পারে র‍্যাপিডো হতে পারে উবের হতে পারে, যাই ব্যবহার করুন, আপনি গুরুগ্রাম ছাড়ালেই দেখবেন ভাড়া প্রায় ৩০০% ছুঁয়ে গেছে।” এর সমাধানও দিয়েছেন ওই যুবক, তিনি বলেন, “বাড়ি ফেরার জন্য অন্যান্য ব্যক্তিদের থেকে লিফট চান।”

Uber Ride: ‘উবার’ বুক করে বিপাকে যুবক, বিল এল ৭.৬৬ কোটি

নয়ডা: নিত্যদিনের অফিস জাতায়াত হোক কি অন্য কোন-ও কাজ, অনেকেই ?উবার রাইড? বুক করে থাকেন। একবার ভেবে দেখুন তো, আচমকাই যদি একদিন দেখেন, আপনার ?উবার রাইড?-এর বিল এসেছে কয়েক কোটি টাকা? নাহ! গল্পকথা নয়! বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি এক ?উবার? ব্যবহারকারীর বিল এল ৭.৬৬ কোটি টাকা!

তবে গোড়া থেকেই বলা যাক! জানা যায়, ?উবার ইন্ডিয়া? অ্যাপে দীপক টেঙ্গুরিয়া নামে নয়ডার এক ব্যক্তি একটি ?অটো রাইড? বুক করেন। তাঁকে অ্যাপে দেখায়, তাঁর বিল হয়েছে ৬২ টাকা। কিন্তু যখন গন্তব্যে পৌঁছলেন, তখন তো দীপকের চোখ কপালে ওঠা দশা! পা কাঁপছে, মাথায় বিন্দুবিন্দু ঘাম! এ কী দেখাচ্ছে অ্যাপ-এ? গন্তব্যে পৌঁছনোর পর দীপকের বিলের অঙ্ক দেখায় ৭.৬৬ কোটি টাকা।

গোটা ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেন দীপকের এক বন্ধু আকাশ মিশ্র। ভিডিওতে দেখা যায়, দীপকের ট্রিপের খরচ বাবদ উঠেছে ১,৬৭,৭৪,৬৪৭ কোটি, ও অপেক্ষা করানোর জন্য তাঁকে মাশুল গুনতে হবে ৫,৭৭,০৯১৮৯ কোটি।

আকাশের পোস্টটি নিমেষে ভাইরাল হয়। নেটিজেনরাও এই ঘটনা দেখে আকাশ থেকে পড়েন। নড়েচড়ে বসে ?উবার? কর্তৃপক্ষ-ও। কিছুক্ষণের মধ্যেই ?উবার ইন্ডিয়া?-র গ্রাহক পরিষেবার তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং জানানো হয়, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

মাস্ক পরতে বলায় অসভ্যতা, Uber চালকের গায়ে কেশে দিলেন মহিলা; ভাইরাল ভিডিও

#সান ফ্রান্সিসকো: Uber চালক অশালীন ব্যবহার করেছেন, এমন খবর সংবাদের শিরোনামে বড় কম উঠে আসে না। এই খবরটিরও কেন্দ্রে রয়েছেন শুভাকর খড়কা (Subhakar Khadka) নামে এক Uber চালক। কিন্তু তিনি কোনও যাত্রীর সঙ্গে অভদ্রতা করেননি। বরং, তিনিই চূড়ান্ত রকমের নাজেহাল হয়েছেন জনৈক যাত্রিণীর ব্যবহারে। ওই মহিলা অশালীনতার মিথ্যা দায় চাপিয়েছেন শুভাকরের ঘাড়ে, যত রকম ভাবে সম্ভব অসহযোগিতার চূড়ান্ত করেছেন!

ডিয়ন লিম (Dion Lim) নামের সান ফ্রান্সিসকোর এক সাংবাদিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খবর ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। জানা গিয়েছে যে শুভকর বেভিউ থেকে তিন যাত্রিণীকে তুলেছিলেন। তাঁদের মধ্যে দু’জন ফেস মাস্ক পরে থাকলেও তৃতীয় জনের মুখে মাস্ক ছিল না। আমরা সবাই এখন জানি যে করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের সব দেশেই যাত্রীদের ফেস মাস্ক পরে গাড়িতে ওঠা বাধ্যতামূলক করে দিয়েছে Uber। গাড়ি বুক করার আগে সেই মর্মে একটা অনলাইন সম্মতিও পেশ করতে হয়।

20

কিন্তু এই যাত্রিণী সে সবের ধার দিয়ে যাননি। তিনি গাড়িতে ওঠার পর তাই শুভাকর তাঁকে মাস্ক পরে নেওয়ার জন্য অনুরোধ জানান। এর পরেই তাঁর সঙ্গে অভব্যতা শুরু করেন ওই মহিলা। তিনি চালকের ঘাড়ে অশালীনতার অভিযোগ চাপিয়ে দেন। একটা সময়ে ওই মহিলা শুভাকরের মাস্কটাও পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে খুলে নেন, ভেঙে দেওয়ার চেষ্টা করেন তাঁর সেলফোন। কেশে দেন তাঁর গায়ের উপরে! আর গোটা ঘটনায় অন্য যাত্রিণীরা হেসে কুটোপাটি হন!

ঘটনাটি নিয়ে সান ফ্রান্সিসকো পুলিশে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। পুলিশ ওই মহিলাটির খোঁজ করছে বলে জানা গিয়েছে। শুভাকরের শারীরিক স্বাস্থ্য ভালো আছে। তবে ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তিনি দিন কয়েকের ছুটি নিয়েছেন বলে জানা গিয়েছে। সঙ্গত কারণেই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি- শুভাকরের গাড়ি নিয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির হওয়া উচিৎ ছিল, তাহলেই জব্দ হতেন ওই মহিলা! অনেকে আবার ওই মহিলার মানসিকতার সমালোচনা করে এটা বলতেও ছাড়েননি যে তিনি চালকের ভদ্রতার সুযোগ নিয়েছেন!