অনুব্রত মণ্ডল তাঁর মেয়েকে রাজনীতিতে কখনও আনতে চাননি। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তাঁর মেয়েকে কোনও রাজনৈতিক প্রচার এবং কোনও রাজনৈতিক জনসভায় দেখা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের যে সক্রিয়তা দেখা গিয়েছে তাতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কী এবার অনুব্রত মণ্ডলের রাশ মেয়ে সুকন্যা মণ্ডলের হাতে? (রিপোর্টার-- সৌভিক রায়)

Anubrata Mondal: জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত মণ্ডল! এমন প্ল্যান সাজিয়েছেন, শুনে চমকে যাচ্ছে সবাই

কলকাতা: জামিন পেয়েই কি পুরনো দাপটে ফিরছেন অনুব্রত মণ্ডল? সূত্রের খবর, ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে তাঁর দাবি, তিহাড় থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চাই তাঁর। দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই, বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট-এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

আরও পড়ুন: এবার ১৭৫ কিলোমিটারের মানববন্ধন! চমকে দিতে চলেছে তৃণমূল, মহিলা শাখার ডাকেই হবে ‘রেকর্ড’

সব ঠিক থাকলে, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরের দিকেই রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তার চেষ্টা করা হচ্ছে।

অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন প্রাপ্ত তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লিতেই গোপন ঠিকানায় আছেন সুকন্যা।