ভারতের বাজারে লঞ্চ হল iphone 16

Apple iPhone 16 : লঞ্চ হল iPhone 16, দাম থেকে ফিচার্স চমকে দেবে! কিনবেন না কি?

নয়াদিল্লি : অবশেষে অপেক্ষার অবসান৷ বাজারে চলে এলো iPhone 16৷ লঞ্চের আগেই এই ফোন নিয়ে আইফোন লাভারদের উৎসাহ ছিল তুঙ্গে৷ অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত ফিচার্সগুলি iPhone 15 এবং 15 প্লাসে নেই সেগুলি এবার সংযুক্ত করা হয়েছে iPhone 16-তে৷ যার মধ্যে অন্যতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ফিচার্স৷

কী কী ফিচার্স রয়েছে iPhone-এর নতুন এই সিরিজে? iPhone 16 এবং 16 প্লাসে এখন একটি বড় স্ক্রীন রয়েছে৷ এছাড়াও আছে 8-কোর নিউরাল ইঞ্জিন সহ নতুন A18 চিপসেট৷ যাতে Siri দ্রুত আপনার যাবতীয় কৌতুহলের প্রাসঙ্গিক উত্তর বা প্রতিক্রিয়া দিতে পারবে। তবে আপগ্রেডগুলি সেখানে শেষ নয়, AAA গেমগুলিও এখন iPhone 16-এ কাজ করবে।

আরও পড়ুন : বাজারে আসছে iPhone 16, দাম আপনাকে চমকে দেবে! তাহলে কি এই পুজোতে কিনবেন নাকি?

এবার আসা যাক দামের কথায়৷ iPhone 16 ভারতে কিনতে গেলে এই মুহূর্তে আপনাকে খরচ করতে হবে ৭৯,৯৯০ টাকা৷ iPhone 16 Plus-এর দাম সেখানে ৮৯,৯০০ টাকা থেকে শুরু। দুটি iPhone-এর মডেলই দেশে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে। Apple ভারতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে iPhone 16 সিরিজ বিক্রি করছে।

iPhone 16-এ ৬.১-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, সেখানে 16 Plus-এ রয়েছে ৬.৭-ইঞ্চি স্ক্রীন। এছাড়াও রয়েছে সুপার রেটিনা XDR ডিসপ্লে। অ্যাপলের ইন্টেলিজেন্স ফিচার্সগুলি চালানোর জন্য থাকছে A18 চিপসেট।

আরও পড়ুন : ফোনে আছে দু’টোই, বলুন তো ওয়াইফাই ও হটস্পটের মধ্যে পার্থক্য কী? ৯৯%শতাংশই ভুল উত্তর দিয়েছেন

ফোনের ক্য়ামেরায় কী কী ফিচার্স রয়েছে? নতুন iPhone 16 মডেলে 12MP আল্ট্রাওয়াইড লেন্সের সাথে একটি 48MP প্রাথমিক সেন্সর থাকছে। ফেসটাইম এবং সেলফির সাথে ফেস আইডি প্রযুক্তির জন্য মডেলগুলিতে একটি 12MP ফ্রন্ট শ্যুটার রয়েছে। থাকছে USB C চার্জার ছাড়াও থাকছে 25W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং-এর সুবিধা৷