WhatsApp ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে আমাদের এই ফিচারটির কার্যকারিতা দেখিয়েছে এবং এখন আইফোনেও এই প্রোফাইল ছবির ফিচার নিয়ে হাজির হয়েছে। এছাড়াও বিটামালীকাধীন ফেসবুক একটি অনন্য প্রোফাইল পিকচার গার্ড টুল প্রদান করেছে যা অন্যদের ছবির স্ক্রিনশট নিতে বাধা দেয়।

নতুন কোন কোন আকর্ষণীয় ফিচার আসছে iPhone-এ? দেখে নিন তালিকা

অবশেষে Apple রিলিজ করেছে iOS 17.3। বিটা টেস্টার এবং ডেভলপার—উভয়ের ক্ষেত্রেই এটি কাজ করবে। এক সপ্তাহ আগে টেক জায়ান্ট Apple-এর বিটা 3-তে রিলিজ করে iOS 17.3। লেটেস্ট আপডেটটি একাধিক নতুন ফিচার আনবে। সঙ্গে থাকবে ‘বাগ ফিক্স’।

Stolen Device Protection—

iOS 17.3-এর ক্ষেত্রে সব থেকে আলোচিত ফিচারগুলির মধ্যে একটি হল ‘Stolen Device Protection’। ব্যবহারকারীদের সুরক্ষা এবং তথ্যের নিরাপত্তার জন্য Apple প্রথম iOS 17.3 বিটা 1-এ সিকিওরিটি এক্সটেনশন চালু করেছে। এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীরা আরও একটি অতিরিক্ত নিরাপত্তার স্তর পাবেন। ফোন চুরি গেলেও, সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: Gmail ব‍্যবহার করেন? নতুন সুবিধা নিয়ে আসছে Google! জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন?

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংরক্ষিত পাসওয়ার্ডগুলি অ্যাক্সেস করার ক্ষেত্রে একটি অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করা হবে। যেমন ফেস আইডি বা বায়োমেট্রিক প্রয়োজন হবে। শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করতে পারবেন। Apple ID পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করা যাবে না সহজে। সব থেকে বড় বিষয় হল অবস্থান চিহ্নিতকরণ। iPhone যখন বাড়ি বা অফিসের মতো পরিচিত স্থানে থাকবে তখন কোনও অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হবে না। অচেনা স্থানে নিয়ে গেলেই শুরু হবে এই ফিচারের কাজ।

যাঁরা তাদের iPhone-এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাঁদের জন্য, Apple-এর ‘Stolen Device Protection’ ফিচারটি খুবই কাজে লাগবে। ব্যবহারকারীরা Settings-এর Face ID and Passcode-এ গিয়ে এই অপশনটি খুঁজে পেতে পাবেন। এখান থেকেই ফিচারটি অ্যাক্টিভ করা যাবে। তাঁর Secueity Settings কাস্টমাইজ করতে পারবেন।

Unity Bloom—

Apple iOS 17.3-তে একটি নতুন ওয়ালপেপার আসছে যার নাম ‘Unity Bloom’। এতে ফুলেল নকশা এবং রঙিন ডিসপ্লে পাওয়া যাবে।

Apple Music—

Apple iOS 17.3 আপডেট হলেই Apple Music-এ কোলাবরেটিভ প্লেলিস্ট নতুন করে আসবে৷ প্রাথমিকভাবে এটা গত জুন মাসে WWDC 2023-এ চালু করা হয়েছিল। 17.2 এর কিছু বিটা সংস্করণেও কোলাবরেটিভ প্লেলিস্ট iOS অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর অজানা কারণে তা বাদ দেওয়া হয়। iOS 17.3-এর বিটা 2-তে কোলাবরেটিভ প্লেলিস্ট-এ রিঅ্যাকশন দেওয়া যাবে ইমোজির সাহায্যে।

সর্ব সাধারণের জন্য কবে iOS 17.3 রিলিজ করবে তা এখনও জানায়নি সংস্থাটি। তবে অনুমান করা যায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা সকলে ব্যবহার করতে পারবেন।