Arijit Singh: ‘সঠিক জায়গা নয়…’! ‘আর কবে’ গাওয়ার অনুরোধ অরিজিৎকে! সপাট উত্তর গায়কের, কী বললেন

আরজি কর কাণ্ড নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন ক্ষতবিক্ষত তাঁর হৃদয়ও। প্রতিবাদী সত্তা আর  শিল্পী সত্তা যেন অনায়াসেই মিলে গিয়েছিল। গিটারে উঠেছিল সুর, কণ্ঠে দ্রোহ। গান বেঁধেছিলেন অরিজিৎ সিং।
আরজি কর কাণ্ড নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন ক্ষতবিক্ষত তাঁর হৃদয়ও। প্রতিবাদী সত্তা আর শিল্পী সত্তা যেন অনায়াসেই মিলে গিয়েছিল। গিটারে উঠেছিল সুর, কণ্ঠে দ্রোহ। গান বেঁধেছিলেন অরিজিৎ সিং।
নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাঁর গলায় জন্ম নেয় 'আর কবে'। সেই গানই এখন শহর কলকাতার প্রতিবাদের গান। নেটমাধ্যম থেকে মিছিল, সবেতেই ধ্বনিত 'আর কবে'র সুর।
নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাঁর গলায় জন্ম নেয় ‘আর কবে’। সেই গানই এখন শহর কলকাতার প্রতিবাদের গান। নেটমাধ্যম থেকে মিছিল, সবেতেই ধ্বনিত ‘আর কবে’র সুর।
শোকের আবহের মাঝেই কাজের জন্য লন্ডনে পৌঁছে যান অরিজিৎ। আমেরিকান পপ গায়ক এড শিরানের সঙ্গে একটি শো করেন তিনি। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, সেখানেই এক অনুরাগী তাঁকে মঞ্চে 'আর কবে' গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন।
শোকের আবহের মাঝেই কাজের জন্য লন্ডনে পৌঁছে যান অরিজিৎ। আমেরিকান পপ গায়ক এড শিরানের সঙ্গে একটি শো করেন তিনি। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, সেখানেই এক অনুরাগী তাঁকে মঞ্চে ‘আর কবে’ গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন।
সেখানেই তাঁকে সপাট উত্তর দেন বাঙালি গায়ক। ইংরেজিতে অরিজিৎ যা বলেন, তার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায়, তা হল, 'সঠিক জায়গা এটা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা ('আর কবে') আমার শিল্প। ওই গান গাওয়ার সঠিক সময় না এটা। আপনি যদি সত্যিই প্রতিবাদ করতে চান, কলকাতায় যান।"
সেখানেই তাঁকে সপাট উত্তর দেন বাঙালি গায়ক। ইংরেজিতে অরিজিৎ যা বলেন, তার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায়, তা হল, ‘সঠিক জায়গা এটা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা (‘আর কবে’) আমার শিল্প। ওই গান গাওয়ার সঠিক সময় না এটা। আপনি যদি সত্যিই প্রতিবাদ করতে চান, কলকাতায় যান।”
অরিজিতের পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রকে আলাদা রাখার প্রবণতার প্রশংসা করেছেন অনেকেই। দিন কয়েক আগে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন অরিজিৎ। প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়, সেটা মনে রাখতে বলেছেন জনপ্রিয় গায়ক৷
অরিজিতের পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রকে আলাদা রাখার প্রবণতার প্রশংসা করেছেন অনেকেই। দিন কয়েক আগে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন অরিজিৎ। প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়, সেটা মনে রাখতে বলেছেন জনপ্রিয় গায়ক৷