বাজারে বিক্রি হচ্ছে আলু

Potato Price: লাগাম ছাড়া আলুর দাম, নিয়ন্ত্রণে আনতে ময়দানে টাস্ক ফোর্স 

মালদহ: আলুর দামে লাগাম টানতে ফের ময়দানে প্রশাসন। মাঝেমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আলুর দাম। শুধুমাত্র সদর শহর নয়, জেলার গ্রামীণ বাজার গুলিতেও আলুর দামে নাজেহাল আমজনতা। প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক এমনকি বাজারগুলিতে হানা দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করার পরেও লাগাম ছাড়া হচ্ছে আলুর দাম। তাই এবার কড়া হাতে পদক্ষেপ নিতে একাধিক উদ্যোগ মালদহ জেলা প্রশাসনের।

মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামীণ বাজার গুলিতে হানা দেওয়া হচ্ছে। সঠিক আলুর দাম নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। কোথাও আলুর দাম বেশি নেওয়া হলে বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে। নিয়মিত এই অভিযান চলবে এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। টাক্সফোর্স সদস্য ডক্টর জিয়াউল হাসান বলেন, বিভিন্ন বাজার আমরা ঘুরে দেখছি। আলুর দাম বেশি রয়েছে খুচর বাজারে। বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: ১-২ হাজার নয়, আয় হবে লক্ষ লক্ষ টাকা ! দেখে নিন কী করতে হবে

কোথায় আলুর দাম বৃদ্ধি হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলার খুচরা বাজার গুলিতে সর্বাধিক ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় জেলার লোকাল আলুর দাম সর্বাধিক ২৫ টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি করতে হবে। বাইরে থেকে আসা জ্যোতি আলু সর্বোচ্চ ২৮ টাকা কেজি দরে বিক্রি করতে হবে খুচরো বাজারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ