দার্জিলিং টয়ট্রেন

Darjeeling Toy Train: পুজোয় দার্জিলিং উঠুন টয়ট্রেনে চড়ে, কত টাকায় টিকিট বুকিং শুরু? জানুন বিস্তারিত

*বর্তমানে পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যেই টয়ট্রেনের পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। ডিএইচআর কর্তাদের দাবি, এখন যা পরিস্থিতি তাতে এবারও পুরোনো রেকর্ড ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই পুজোর চারদিনের টিকিটের প্রায় ৮৫ শতাংশ বুকিং শেষ।
*বর্তমানে পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যেই টয়ট্রেনের পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। ডিএইচআর কর্তাদের দাবি, এখন যা পরিস্থিতি তাতে এবারও পুরোনো রেকর্ড ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই পুজোর চারদিনের টিকিটের প্রায় ৮৫ শতাংশ বুকিং শেষ।
*ডিএইচআর-এর ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্রর বক্তব্য, 'প্রতিবছর পুজোর সময় ভালো চাহিদা থাকে। এবছরও ব্যতিক্রম হয়নি। এখন অনলাইনে টিকিট বুকিং চলছে।'
*ডিএইচআর-এর ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্রর বক্তব্য, ‘প্রতিবছর পুজোর সময় ভালো চাহিদা থাকে। এবছরও ব্যতিক্রম হয়নি। এখন অনলাইনে টিকিট বুকিং চলছে।’
*পাগলাঝোরার কাছে জাতীয় সড়কে ধসের কারণে টয়ট্রেনের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে প্রায় দেড় মাস ধরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ। তাই তাড়াতাড়ি মেরামত শেষ করে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা পুনরায় চালু করাই রেলের একমাত্র লক্ষ্য।
*পাগলাঝোরার কাছে জাতীয় সড়কে ধসের কারণে টয়ট্রেনের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে প্রায় দেড় মাস ধরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ। তাই তাড়াতাড়ি মেরামত শেষ করে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা পুনরায় চালু করাই রেলের একমাত্র লক্ষ্য।
*দেশ-বিদেশ থেকে অনলাইনে পুজোর বুকিং করা হচ্ছে। গত দু’বছর ধরে পুজোর সময় টয়ট্রেনের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যায়। মাসখানেক আগেই সমস্ত টিকিট বুকিং শেষে ওয়েটিং লিস্ট লম্বা হতে থাকে। এবারও পরিস্থিতিতে সেদিকে এগোচ্ছে, জানালেন কর্তারা।
*দেশ-বিদেশ থেকে অনলাইনে পুজোর বুকিং করা হচ্ছে। গত দু’বছর ধরে পুজোর সময় টয়ট্রেনের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যায়। মাসখানেক আগেই সমস্ত টিকিট বুকিং শেষে ওয়েটিং লিস্ট লম্বা হতে থাকে। এবারও পরিস্থিতিতে সেদিকে এগোচ্ছে, জানালেন কর্তারা।
*খুব বেশি চাহিদা থাকলে এনজেপি থেকে দার্জিলিং রুটে যাতে আরও একটি ট্রেন চালানো যায়, সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দার্জিলিং থেকে ঘুম রুটে বাড়তি জয়রাইড চালানোরও চিন্তাভাবনা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
*খুব বেশি চাহিদা থাকলে এনজেপি থেকে দার্জিলিং রুটে যাতে আরও একটি ট্রেন চালানো যায়, সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দার্জিলিং থেকে ঘুম রুটে বাড়তি জয়রাইড চালানোরও চিন্তাভাবনা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।