দারকি

Indian Fishing Equipment: বর্ষা আসতেই দারকি বানাতে ব্যস্ত এই গ্রামের শিল্পীরা! কী কাজে লাগে জানেন? 

উত্তর দিনাজপুর: প্রথমেই বাজার থেকে বাঁশ কিনে নিয়ে এসে তারপর ভালভাবে সেই বাঁশটি টুকরো টুকরো করে ধারালো দা দিয়ে কাটা হয়। এরপর সেই বাঁশের শলার সঙ্গে সুতোর গাঁথুনিতে তৈরি করা হয় এক বিশেষ ধরনের যন্ত্র যা গ্রামবাংলায় দারকি নামে পরিচিত। বর্ষা আসলেই দারকি তৈরিতে ব্যস্ততা বেড়ে যায় গ্রামীণ কুটির শিল্পীদের। বর্ষা আসলে ব্যাপক চাহিদা বেড়ে যায় বাঁশের তৈরি দারকি বা খোলসানি তৈরিতে।

তাই নাওয়া খাওয়া ভুলে কালিয়াগঞ্জ এর সুরশা গ্রামের শিল্পীরা ভীষণ ব্যস্ত এই দারকি বানাতে। বর্ষায় নদী নালা খাল-বিলে পুঁটি,শিং,কৈ, গোচিসহ নানা প্রজাতির মাছ ধরতে এই দারকির ব্যবহার করা হয়। ১০০ থেকে দেড়শ টাকা দামে বিক্রি করা হয় এই দারকি। দারকি বানানোর এক শিল্পী দেবু বৈশ্য জানান, আগেকার দিনে বাঁশের শলা বেত দিয়ে বুনিয়ে দারকি বানানো হতো। এখন বেত তেমন পাওয়া যায় না।

আরও পড়ুন:সপ্তাহের এই দিনগুলিতে ভুলেও শ্যাম্পু করবেন না! মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে শুধু এই সময়েই মাথা ঘষুন

সারা বছর বিশেষ বিক্রি না হলেও বর্ষাকালে দারকির বাজার থাকে তুঙ্গে। সুরশা গ্রামের বহু মহিলারাই বেকার সময় বসে না থেকে অবসর সময় দারকির শলা কেটে জমিয়ে রাখেন। বর্ষার আগেই পাইকাররা এসে দারকি তৈরির আগাম টাকা দিয়ে যায়। দারকি বানিয়ে পাইকারদের কাছেই বিক্রি করা হয়। তাই বর্ষা নামতেই মাছ শিকারের জন্য এই দারকির বিশেষ ব্যবহার করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা