হাড়োয়ায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা 

North 24 Parganas News: নির্বাচন ঘোষণা হতেই নিরাপত্তায় তৎপর কমিশন, হাড়োয়া মুড়ল সিসি ক্যামেরায় 

উত্তর ২৪ পারগানা: নির্বাচন ঘোষণা হতেই নিরাপত্তা জোরদার করতে তৎপর কমিশন, বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ভোট গ্রহণ হতে চলেছে ইতিমধ্যে দিন ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যের পাঁচটি কেন্দ্রের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ১২১নম্বর আসন তথা হাড়োয়া বিধানসভা উপনির্বাচন ভোটগ্রহণ হবে আগামী ১৩ ই নভেম্বর, ফলাফল ঘোষণা হবে ২৩ শে নভেম্বর। আর ভোট গ্রহণের আগে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন: কালীপুজোয় নৈহাটিতে বড়মার পুজো দিতে যাবেন? ঠিক কখন শুরু পুজো, কখন অঞ্জলি, কখন বিসর্জন? জানুন নির্ঘণ্ট

ইতিমধ্যে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে বিজেপি মধু ব্যবসায়ী বিমল মন্ডল ও অপরদিকে সদ্য প্রয়াত বসিরহাটের সাংসদেরপুত্র শেখ রবিউল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন কমিশন তথা হাড়োয়া ব্লক প্রশাসন এবং হাড়োয়া থানার যৌথ উদ্যোগে হাড়োয়া প্রাণকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা পাশাপাশি নাকা চেকিং করা হচ্ছে এবং নির্দিষ্ট কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদকরা হচ্ছে কে কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন সমস্তটা তৎপরতার সঙ্গে তদারকি করছেন। নির্বাচন কমিশনের নির্দেশে হাড়োয়া থানার পুলিশ এই তৎপরতা দেখে খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা।

জুলফিকার মোল্লা