Hair Theft: ট্রেন যাত্রী তরুণীর খোলা চুল কেটে নিল কে? শিয়ালদহ-বিধাননগরে হঠাৎ আতঙ্ক মহিলাদের

কলকাতা: অদ্ভুত কাণ্ড শিয়ালদহ লাইনের ট্রেনে! ট্রেনের ভিড়ের মধ্যেই মহিলাদের চুল অজান্তে কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা৷ আর তাতেই আতঙ্ক বেড়েছে৷ এই ঘটনার প্রতক্ষ্য অভিজ্ঞতা হয়েছে বারুইপুরের বেসরকারি কলেজে পাঠরতা বাগুইআটির বাসিন্দা ২২ বছরের এক তরুণীর৷ তিনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, কী হয়েছিল সেদিন তাঁর সঙ্গে৷

গতকাল, অর্থাৎ বুধবার বাড়ি ফেরার সময় শিয়ালদহ স্টেশন থেকে ছ’টা পাঁচ মিনিটের নৈহাটি লোকাল ধরেছিলেন বাগুইহাটির বাসিন্দা ওই তরুণী৷ তিনি উল্টোডাঙায় নেমে যাবেন বাড়িতে৷ ট্রেনের সামনের দিকের লেডিজ কম্পার্টমেন্টে ওঠেন তিনি৷ তিনি পরবর্তীতে জানিয়েছেন, ওই কম্পার্টমেন্টের ভিতরের হঠাৎ-হঠাৎ তাঁর চুলে টান লাগছিল৷ তিনি ভেবেছিলেন ভিড় ট্রেনে কারওর হাত লেগে হয়ত চুলে টান লাগছে৷

এর পর বিধাননগর স্টেশনে নেমে তিনি এক নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে হাঁটতে শুরু করেন৷ এবং হাঁটার সময়ও তিনি টের পেতে থাকেন, তাঁর চুলে তখনও অল্প অল্প টান লাগছে৷ এ বারে বেশ ঘাবড়ে যান তিনি৷ পিছনে ঘুরে দেখতে পান একটি অল্প বয়সের যুবককে৷ তাঁকে জিজ্ঞাসা করলে এমন কিছুর কথা সেই যুবক অস্বীকার করে৷

এই অজানা আতঙ্ক নিয়ে বাড়ি ফেরেন ওই মহিলা৷ চুলে হাত দিয়ে এর আগেই তিনি টের পেয়েছেন, মাথার গোছা-গোছা চুল উঠে আসছে৷ আতঙ্কে রাতে ঘুম আসতে চায়নি তাঁর৷ সকালে তাঁর জামাইবাবু, যিনি পেশা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট রেল দফতরের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন৷ তারপরই তাঁরা বিধাননগর আরপিএফ-এ তাঁরা অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে অনুপমাকে চিহ্নিত করা গেলেও, অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি৷ তবে অনুপমার তরফ থেকে বলা হয়েছে, রেলের তরফ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন৷