আষাঢ় অমাবস্যা

Amavasya: আষাঢ় অমাবস্যা আসছে… এদিন কী করবেন, কী একেবারেই নিষেধ? অনিয়ম করলে মহাবিপদ

*শুরু হয়েছে আষাঢ় মাস। আগামী কয়েকদিন পরেই জগন্নাথদেবের রথযাত্রা। কিন্তু তার আগে রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা। রথযাত্রার আগে এই দিনটিও জ্যোতিষ বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
*শুরু হয়েছে আষাঢ় মাস। আগামী কয়েকদিন পরেই জগন্নাথদেবের রথযাত্রা। কিন্তু তার আগে রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা। রথযাত্রার আগে এই দিনটিও জ্যোতিষ বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
*জ্যোতিষ ও পঞ্জিকাবিদ পরান ঠাকুর জানিয়েছেন, আগামী ৫ জুলাই শুক্রবার আষাঢ় মাসের অমাবস্যা তিথি লাগছে, থাকবে শনিবার পর্যন্ত। এদিন কয়েকটি নিয়ম পালন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায় শনির রোষ থেকেও।
*জ্যোতিষ ও পঞ্জিকাবিদ পরান ঠাকুর জানিয়েছেন, আগামী ৫ জুলাই শুক্রবার আষাঢ় মাসের অমাবস্যা তিথি লাগছে, থাকবে শনিবার পর্যন্ত। এদিন কয়েকটি নিয়ম পালন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায় শনির রোষ থেকেও।
*আষাঢ় মাসের অমাবস্যায় নদী অথবা পুকুরে সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা উচিত। স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলে কালো তিল নিবেদন করতে হয়। তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে হবে। তারপর এদিন পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমত দান-ধ্যান করতে হয়। তাহলে পিতৃদোষ থেকে মুক্তি মেলে।
*আষাঢ় মাসের অমাবস্যায় নদী অথবা পুকুরে সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা উচিত। স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলে কালো তিল নিবেদন করতে হয়। তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে হবে। তারপর এদিন পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমত দান-ধ্যান করতে হয়। তাহলে পিতৃদোষ থেকে মুক্তি মেলে।
*পরান ঠাকুর জানিয়েছেন, এদিন নিয়ম মেনে পুজো করলে শনিদেবের রোষ থেকেও রক্ষা পাওয়া যায়। যাদের শনির দশা চলছে, তারা এদিন সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন। তারপর পাঁচবার হনুমান চালিশা পাঠ করবেন। এতে বড় ঠাকুরের রোষ থেকে মুক্তি পাবেন।
*পরান ঠাকুর জানিয়েছেন, এদিন নিয়ম মেনে পুজো করলে শনিদেবের রোষ থেকেও রক্ষা পাওয়া যায়। যাদের শনির দশা চলছে, তারা এদিন সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন। তারপর পাঁচবার হনুমান চালিশা পাঠ করবেন। এতে বড় ঠাকুরের রোষ থেকে মুক্তি পাবেন।
*এদিন কয়েকটি কাজ ভুলেও করা উচিত নয়। সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন এই জ্যোতিষবিদ। তিনি জানিয়েছেন এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনটিতে অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। এদিন নতুন বস্ত্র বা নতুন গয়না পরা উচিত নয়। কোনও শুভ কাজ শুরু না করাই ভাল।
*এদিন কয়েকটি কাজ ভুলেও করা উচিত নয়। সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন এই জ্যোতিষবিদ। তিনি জানিয়েছেন এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনটিতে অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। এদিন নতুন বস্ত্র বা নতুন গয়না পরা উচিত নয়। কোনও শুভ কাজ শুরু না করাই ভাল।