All posts by Debalina Datta

Senior Sub Editor, News 18 Bangla Digital সাংবাদিকতার সঙ্গে যুক্ত ২০ বছর, টেলিভিশন মিডিয়ায় দীর্ঘ সময় স্পোর্টস জার্নালিস্ট হিসেবে রিপোটিং -র দায়িত্ব সামলানোর পর ৮ বছরের ডিজিটাল মিডিয়ায় কাজ৷ মূলত স্পোর্টস নিয়ে লেখালেখিতে আগ্রহী হলেও নানা ধরণের বিষয় নিয়ে লিখতেই আগ্রহী৷ ভূগোল নিয়ে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো৷ Email. ID- Debalina.Datta@nw18.com

Sandip Ghosh Arrest: RG Kar কাণ্ডে CBI নজরে চাঞ্চল্যকর ‘ডায়েরি’, কী আছে এই ডায়রিতে? ফাঁস হবে বড় সত্য?

RG Kar Arrest: RG Kar News : আর জি করে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলা তদন্ত। এবার CBI নজরে কেস ডায়েরিও। CBI স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার। তদন্ত ভুল পথে চালনার অভিযোগ। CBI-কেও বিভ্রান্ত করার অভিযোগ। টালা থানার বিরুদ্ধে অভিযোগ CBI-এর। জিডি-তেও একাধিক গরমিলের অভিযোগ। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video)৷

Sandip Ghosh: আরজি করের প্রাক্তন অধ্যক্ষের রমরমিয়ে চেম্বারে প্র্যাকটিশ! মোবাইল লোকেশনেই রহস্যভেদ, দেখুন

আর জি কর কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক নতুন সূত্র। ক্রমশ জল্পনা বাড়াচ্ছে নতুন নতুন প্রশ্ন। চিকিৎসক তরুণীর ভয়াবহ খুনের ঘটনার পর কেটে গিয়েছে একমাস এক দিন। এখনও সে ভাবে কোনও গ্রেফতারি বা আটক না হলেও সিবিআই তদন্তে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার প্রশ্নের মুখে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন। ঘটনার দিন কোথায় ছিল তাঁর মোবাইল লোকেশন? সিবিআইয়ের দাবি, বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় ছিল সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন। ৮ অগাস্ট অর্থাৎ যেদিন রাতে এই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেদিন ঠিক কোথায় ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? উত্তর খুঁজতে গিয়ে সিবিআইয়ের নজরে এবার ‘নমিতা সেবায়াতন’! দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

RG Kar Hospital: আরজি করে সিবিআই আধিকারিকরা, কান্না ভেজা গলায় চরম বিক্ষোভের ঝাঁঝ, ডাক্তারদের বিক্ষোভের মুখে CBI

R G Kar এ CBI আধিকারিকদের ঘিরে বিক্ষোভ৷  ৯ অগাস্টের রাতে মর্মান্তিক মৃত্যু হয় আরজি করে ডিউটিরত পড়ুয়া চিকিৎসকের৷ ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সঞ্জয় রাইকে গ্রেফতার করে৷ কিন্তু তারপর ৯ সেপ্টেম্বর এক মাস কেটে গেলেও আর কোনও গ্রেফতার নেই, এমনকি সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে তা নিয়েও কোনও খবর এখনও সামনে আসেনি৷ সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খামে নিজেদের তদন্তের প্রগতির খবর দিয়েছে সিবিআই৷ এবার সিবিআই আরজি করে আসতে তীব্র বিক্ষোভ দেখান আন্দোলনরত চিকিৎসকরা৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

Sandeep Ghosh: সকাল ১০টা নয়, তার আগেই ঘটনার কথা সব জানতেন সন্দীপ ঘোষ ? CBI-এর হাতে বড় তথ্য!

RG Kar Hospital News LIVE | সকাল ১০টা নয় তার আগেই ঘটনার কথা সব জানতেন Sandip? CBI-এর হাতে বড় তথ্য! সিবিআই কাস্টডিতে রয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ | সন্দেহ ঘুরছে নানাদিকে ,  এর মধ্যেই খবর এল আরজিকরে চিকিৎসকের মৃত্যুর খবর৷ ড্রাইভারকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ (Watch bangla news video)

Ganesh Chaturthi: দেশ জুড়ে গণেশ চতুর্থী পালন, আম্বানি পরিবারের গণপতি আরাধনায় চাঁদের হাট, দেখুন

সারা দেশে গণপতির পুজো পালিত হচ্ছে৷ শনিবার ছিল গণেশ চতুর্থী৷  আম্বানি পরিবারেও শ্রদ্ধা সহকারে রীতিনীতি মেনে পালিত হল গণপতি পুজো৷ গণেশ চতুর্থী উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট৷ সলমান খান, শ্রদ্ধা কাপুর , রাজকুমার রাওয়ের মতো একাধিক বলিউড তারকা৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Sandeep Ghosh: CBI জেরায় ‘বড় মাথার’ নাম বলে দিলেন সন্দীপ ঘোষ? এল কি বড় ব্রেক থ্রু, দেখুন

RG Kar Hospital News LIVE | CBI জেরায় ‘বড় মাথার’ নাম বলে দিলেন Sandip? এল বড় খবর! সন্দীপ ঘোষের বিরুদ্ধে  CBI বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে চমকে যায়৷ আর সেখানেই খুঁজে পান অসংখ্য অভিযোগের কাগজ৷ যে অভিযোগ স্বাস্থ্য দফতরে তাঁর নামে জমা পড়ত সেই আসল কাগজগুলি সব তাঁর বাড়িতেই চলে যেত আশ্চর্যভাবে৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

Sandeep Ghosh Wife: চোখ ঢাকা সানগ্লাসে, মুখে মাস্ক, কেউ যাতে চিনে না ফেলে, এদিকে গলায় চিৎকারের সুর, ‘কী হচ্ছে, বুঝতে পারছেন…’ বিস্ফোরক সন্দীপের স্ত্রী!

Sandeep Ghosh Wife: মুখে মাস্ক পরে, শাড়ির আঁচলে মাথা পুরো ঢেকে, চোখ ঢাকা সানগ্লাস পরে আসেন সন্দীপের স্ত্রী। CBI – ED র সাঁরাশি চাপে সন্দীপ ঘোষ। এবার আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ইডি তল্লাশি। আজ সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়ি তালা বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা ED আধিকারিকদের। প্রায় তিন ঘণ্টা পর তালা খোলেন সন্দীপের স্ত্রী। তারপর শুরু হয় তল্লাশি অভিযান।

সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখে ফেটে পড়েন সঙ্গীতা। স্পষ্ট বলেন, “সব মিথ্যা! প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” বার বার বলতে থাকেন, “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। কিছু পাবেও না। আমার স্বামী কিছু করেননি।” প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই ময়দানে ইডি। সাতসকালে ইডির বাহিনী পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়ি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এদিন সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে শুরু করেন। যদিও বাহিনী মোতায়েন ছিল বাড়ির বাইরে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video )

Sandeep Ghosh Slapped: সপাটে ধেয়ে এল চড়! সন্দীপ ঘোষকে কোর্টে পেশ করার সময় উঠল চোর চোর আওয়াজ

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধষর্ণ ও খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে ক্ষোভের পারদ বাড়ছে, রাগে ফুঁসছে গোটা রাজ্য। এবার সন্দীপ ঘোষকে আদালত চত্বরে সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী।

মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে আসে সিবিআই। সেইসময় আদালত চত্বরে হুলুস্থুল পরিস্থিতি বেঁধে যায়।আইনজীবীরা বিক্ষোভ দেখান। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন।  ধাক্কাধাক্কি করা হয় সন্দীপের গাড়ি।  এর পরে আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সন্দীপকে আদালত থেকে বার করার সময়েই ধুন্ধুমার বেঁধে যায়। আদালত চত্বরের চতুর্দিকে তখন ‘চোর চোর’ স্লোগান। কার-ও বা মুখে ‘মর-মর’ অভিশাপ। একদল মানুষ সন্দীপের দিকে তেড়ে যান। শুরু হয় হুড়োহুড়ি। সেই সময়েই কোনও এক বিক্ষোভকারী সন্দীপের মাথায় পিছন থেকে চড় মারে। যদিও দ্রুত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কড়া ঘেরাটোপে সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাঁকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। দেখুন বাংলা নিউজ ভিডিও  (Watch bangla news video)৷

RG Kar Hospital News : আরজি করের নৃশংস ঘটনার রাতে ঠিক কোথায় কোথায় ঘুরছিল সঞ্জয় রাই, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, দেখুন

R G Kar Hospital News : আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় মৃত্যু হয়৷ সেই  ঘটনার রাতে সেমিনার হলের করিডরে সঞ্জয়! নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ফুটেজ। সিসিটিভি ক্যামেরায় সেমিনার হলে সঞ্জয়ের ঢোকার ছবি । আর জি করের চার তলার করিডরে সঞ্জয় রাই। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে সঞ্জয়ের গতিবিধি। ঘটনার রাতে সেমিনার হলের করিডরে Sanjay! চাঞ্চল্যকর CCTV ফুটেজ প্রকাশ্যে দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷