Tag Archives: Ganesh Chaturthi 2024

Number Of Diya Brings Luck: গণপতির জন্যে প্রদীপ জ্বালছেন, সঠিক সংখ্যক প্রদীপ না জ্বাললে আপনার ভাগ্যে ঘোর দুর্ভোগ

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ষষ্ঠ মাস ভাদ্র৷ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে গণেশ উৎসব শেষ হয় এবং দশ দিন ধরে বাড়িতে স্থাপিত ভগবান গণপতিকে বিসর্জন দেওয়া হয়। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর অসীম রূপের পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পুজো সংসারে  অসীম সুখ নিয়ে আসে। Photo- Representative
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ষষ্ঠ মাস ভাদ্র৷ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে গণেশ উৎসব শেষ হয় এবং দশ দিন ধরে বাড়িতে স্থাপিত ভগবান গণপতিকে বিসর্জন দেওয়া হয়। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর অসীম রূপের পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পুজো সংসারে  অসীম সুখ নিয়ে আসে। Photo- Representative
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, এই দিনে একটি প্রদীপ জ্বালানো খুব শুভ, এটি আপনার জীবন থেকে সমস্ত ধরনের ঝামেলা দূর করে, তবে এই প্রদীপের সংখ্যা কত হওয়া উচিত, আসুন এতে জেনে নেওয়া যাক। Photo- Representative
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, এই দিনে একটি প্রদীপ জ্বালানো খুব শুভ, এটি আপনার জীবন থেকে সমস্ত ধরনের ঝামেলা দূর করে, তবে এই প্রদীপের সংখ্যা কত হওয়া উচিত, আসুন এতে জেনে নেওয়া যাক। Photo- Representative
অনন্ত চতুর্দশীর দিনে মোট ৪টি প্রদীপ জ্বালান।অনন্ত চতুর্দশীর দিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। এটি আপনার ঘরে উপস্থিত নেতিবাচকতা দূর করে এবং সুখ এবং সমৃদ্ধি আনে, তবে মনে রাখবেন যে আপনাকে একটি ঘি প্রদীপ জ্বালাতে হবে। Photo- Representative
অনন্ত চতুর্দশীর দিনে মোট ৪টি প্রদীপ জ্বালান।
অনন্ত চতুর্দশীর দিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। এটি আপনার ঘরে উপস্থিত নেতিবাচকতা দূর করে এবং সুখ এবং সমৃদ্ধি আনে, তবে মনে রাখবেন যে আপনাকে একটি ঘি প্রদীপ জ্বালাতে হবে। Photo- Representative
 এই দিনে, আপনার বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালানো উচিত। এই প্রদীপে শুধু সরিষার তেল বা তিলের তেল দিতে হবে। এইভাবে প্রদীপ জ্বালালে আপনার ঘরের বাস্তু দোষ দূর হয়ে ঘরে শান্তি বজায় থাকবে। Photo- Representative
এই দিনে, আপনার বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালানো উচিত। এই প্রদীপে শুধু সরিষার তেল বা তিলের তেল দিতে হবে। এইভাবে প্রদীপ জ্বালালে আপনার ঘরের বাস্তু দোষ দূর হয়ে ঘরে শান্তি বজায় থাকবে। Photo- Representative
অনন্ত চতুর্দশীর বিশেষ দিনে, আপনার রান্নাঘরে একটি প্রদীপ জ্বালানো উচিত। যেহেতু এখানে দেবী অন্নপূর্ণা বাস করেন তাই এখানে প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়িতে অর্থ ও শস্যের অভাব হবে না। Photo- Representative
অনন্ত চতুর্দশীর বিশেষ দিনে, আপনার রান্নাঘরে একটি প্রদীপ জ্বালানো উচিত। যেহেতু এখানে দেবী অন্নপূর্ণা বাস করেন তাই এখানে প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়িতে অর্থ ও শস্যের অভাব হবে না। Photo- Representative
 তুলসী গাছকে পবিত্র, শ্রদ্ধেয় এবং ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে অনন্ত চতুর্দশীর দিন তুলসী গাছের কাছেও প্রদীপ জ্বালানো উচিত। এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। Photo- Representative
তুলসী গাছকে পবিত্র, শ্রদ্ধেয় এবং ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে অনন্ত চতুর্দশীর দিন তুলসী গাছের কাছেও প্রদীপ জ্বালানো উচিত। এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। Photo- Representative

Laddoo Prasad for Ganesh: গণপতি পুজোর শেষ দিন, মহিলারা নিজেদের হাতেই ভক্তিভরে করলেন এই কাজ, বানালেন ‘এত’ কেজির বিশাল লাড্ডু

গণেশ পুজোর শেষ দিনে কালচিনির গণেশ মহারাজকে দেওয়া হল বিশাল আকারের লাড্ডু ভোগ৷
“গণেশ পুজোর শেষ দিনে কালচিনির গণেশ মহারাজকে দেওয়া হল বিশাল আকারের লাড্ডু ভোগ৷
এই লাড্ডুটি ৭৫১ কেজির। এই বছরই এখানকার পুজোয় প্রথম দেওয়া হল এই লাড্ডু ভোগ।
এই লাড্ডুটি ৭৫১ কেজির। এই বছরই এখানকার পুজোয় প্রথম দেওয়া হল এই লাড্ডু ভোগ।
এই বিশাল আকারের লাড্ডুটি দেখতে ভিড় জমান সকলে। বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় উৎসাহ।
এই বিশাল আকারের লাড্ডুটি দেখতে ভিড় জমান সকলে। বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় উৎসাহ।
পুজোর শেষ দিন উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মহিলারাই এই লাড্ডু বানিয়েছেন৷
পুজোর শেষ দিন উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মহিলারাই এই লাড্ডু বানিয়েছেন৷
এই বিশাল আকারের লাড্ডুটি বিতরণ করা হবে কালচিনি, হামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দাদের।
এই বিশাল আকারের লাড্ডুটি বিতরণ করা হবে কালচিনি, হামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দাদের।

Ganesh Chaturthi: দেশ জুড়ে গণেশ চতুর্থী পালন, আম্বানি পরিবারের গণপতি আরাধনায় চাঁদের হাট, দেখুন

সারা দেশে গণপতির পুজো পালিত হচ্ছে৷ শনিবার ছিল গণেশ চতুর্থী৷  আম্বানি পরিবারেও শ্রদ্ধা সহকারে রীতিনীতি মেনে পালিত হল গণপতি পুজো৷ গণেশ চতুর্থী উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট৷ সলমান খান, শ্রদ্ধা কাপুর , রাজকুমার রাওয়ের মতো একাধিক বলিউড তারকা৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Ganesh Chaturthi 2024: রানাঘাট টক্কর দিল মহারাষ্ট্রকেও! ১৫ ফুটের গণেশ মূর্তির পুজো, পাশাপাশি চলছে আরজি করের প্রতিবাদও

রানাঘাট: গণপতি পুজোর মণ্ডপেও থাকছে প্রতিবাদের ছাপ। ১৫ ফুট উচ্চতার সর্ববৃহৎ গণপতি এবার নদিয়ায়। মহারাষ্ট্রের মুম্বাইয়ের জনপ্রিয় পুজো গণপতি বাপ্পার পুজো এখন এই পশ্চিমবঙ্গ-সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে এবং রানাঘাটেও চোখে পড়ে। এর মধ্যে পাঁচ নম্বর ওয়ার্ডের ভাংড়া পাড়া এলাকায় দ্বিতীয় বর্ষে এবার মূর্তির উচ্চতা প্রায় ১৫ ফুট। শোনা যায়, এত বড় গণপতি প্রতিমা শুধুমাত্র এখানেই আছে।

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, তবে এই বছর আর জি কর ঘটনার প্রতিবাদে পুজো উদ্যোক্তারা একদিকে যেমন মণ্ডপ সজ্জায় সেই ছাপ রেখেছেন, তেমনই প্রতিবাদে মুখরও হয়েছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বহাল থাকলেও সে সবের মধ্যে থাকছে প্রতিবাদ।

উল্লেখ্য বছরের পর বছর বেড়েই চলেছে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পার পুজো। এই পুজো আগে মূলত মহারাষ্ট্রে ব্যাপক পরিমাণে প্রচলন থাকলেও এখন সে রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলার মাটিতেও শুরু হয়েছে। বড় প্যান্ডেল এবং বিশালাকার গণেশ ঠাকুরের মূর্তি দেখা যায় বিভিন্ন পুজো মণ্ডপে। সুতরাং বলা যেতে পারে দুর্গাপুজোর আগে গণেশ চতুর্থীতে কিছুটা হলেও উষ্ণ অনুভূতি জেগে উঠল।

Mainak Debnath

Ganesh Chaturthi 2024: মহারাষ্ট্রের রত্নাগিরি গণেশ মন্দিরের আদলে পুজো মণ্ডপ, সঙ্গে স্বাস্থ্যপরীক্ষাও

শিলিগুড়ি: মহারাষ্ট্রের রত্নাগিরির গণপতি মন্দিরের আদলে শিলিগুড়িতে গণেশ পুজো মণ্ডপ। ধুমধাম করে শিলিগুড়িতে গণেশ পুজোর সূচনা হয় এদিন। প্রতিবছরই শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন গণেশ পুজো করে থাকে।

শিলিগুড়ির বিধান মার্কেটে শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির এবছর ১৮তম বর্ষপূর্তি। শিলিগুড়ি বিগ বাজেটের গণেশ পুজোগুলোর মধ্যে এই পুজো অন্যতম। রত্নাগিরির গণপতি মন্দিরের আদলে গণেশ পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। এমনকি প্রতিমাও থিমের আদলে রাখা হয়েছে। গণেশ পুজো চার দিন ধরে অনুষ্ঠিত হবে।

গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাপি বলেন, ”শিলিগুড়ি অন্যতম পুরনো গণেশ পুজোগুলির মধ্যে এটি অন্যতম। আমরা দীর্ঘদিন ধরেই এই পুজো ক্লাবের সদস্যদের মধ্যেই চাঁদা সংগ্রহ করে করি। এবছর গণেশ পুজোর বিশেষ আকর্ষণ রত্নাগিরির গণপতি মন্দির ৷ আমরা ওই মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করেছি৷ নিজেরা উদ্যোগ নিয়ে করি পুজোটা৷ এখানে বাজেটের কোনও ব্যাপার নেই৷ প্রতি বছরই যতটা ভাল করা যায়, সেই চেষ্টাই করি৷ সকলের সহযোগিতার মাধ্যমেই আমাদেরই পুজো হয়৷”

গণেশ পুজোর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা সহ দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয়। গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা , লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী। শুধু তাই নয়, বাড়িতে বা কর্মস্থলে কোনও শুভ কাজে গণেশকেই সবার আগে স্মরণ করে পুজো করা হয়। দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে।

অনির্বাণ রায়

Ganesh Chaturthi 2024: জঙ্গলমহলের ১০ ফুটের গণেশ পাড়ি দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 

জঙ্গলমহলের ১০ ফুটের গনেশ পাড়ি দিতে চলেছে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড রাজ্যে। রাত পোহালেই গণেশ পূজা চলছে কাজ শেষ মুহূর্তের প্রস্তুতি।
জঙ্গলমহলের ১০ ফুটের গণেশ পাড়ি দিতে চলেছে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। রাত পোহালেই গণেশপূজো, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঝাড়গ্রাম শহরের নতুন এলাকায় রয়েছে জয় কালী মৃৎশিল্পালয়। শুক্রবার সকাল থেকেই জোর কদমে চলছে গণেশ ঠাকুরের সাজগোজের শেষ মুহূর্তের কাজ।
ঝাড়গ্রাম শহরের নতুন এলাকায় রয়েছে জয় কালী মৃৎশিল্পালয়। শুক্রবার সকাল থেকেই জোর কদমে চলছে গণেশ ঠাকুরের সাজগোজের শেষ মুহূর্তের কাজ।
জয় কালী মৃৎশিল্পালয়ের প্রধান শিল্পী সঞ্জিত দাস ওরফে বুবাই জানিয়েছেন প্রায় ৪৫ দিন আগে থেকে গণেশ ঠাকুর গড়ার কাজ চলছে। এই বছর ১৮টি গণেশ তৈরি করা হয়েছে তাদের মৃৎশিল্পালয়ে।
জয় কালী মৃৎশিল্পালয়ের প্রধান শিল্পী সঞ্জিত দাস ওরফে বুবাই জানিয়েছেন প্রায় ৪৫ দিন আগে থেকে গণেশ ঠাকুর গড়ার কাজ চলছে। এই বছর 18 টি গণেশ তৈরি করা হয়েছে তাদের মৃৎশিল্পালয়ে।
জয় কালী মৃৎশিল্পালয়ে সর্বোচ্চ ১০ ফুট উচ্চতার গণেশ তৈরি করা হয়েছে এই বছর। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বিনপুর, শিলদা, মানিকপাড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পূজা মন্ডপে এখন থেকে ঠাকুর নিয়ে যাওয়া হয়।
জয় কালী মৃৎশিল্পালয়ে সর্বোচ্চ ১০ ফুট উচ্চতর গণেশ তৈরি করা হয়েছে এই বছর। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বিনপুর, শিলদা, মানিকপাড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পূজা মন্ডপে এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হয়।
মৃৎশিল্পী সঞ্জীব দাস জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের নতুনডিহিতে অবস্থিত জয় কালী মৃৎশিল্পালয়ের গণেশ ঠাকুর ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এবং ধলভূঙ্গগড়ে যেতে চলেছে।
মৃৎশিল্পী সঞ্জীব দাস জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের নতুনডিহিতে অবস্থিত জয় কালী মৃৎশিল্পালয়ের গণেশ ঠাকুর ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এবং ধলভূঙ্গগড়ে যেতে চলেছে ।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই মৃৎশিল্পালয় খালি করে মন্ডপে মন্ডপে চলে যাবে গণেশ ঠাকুর গুলি। মূর্তি গড়া থেকে শুরু করে আজ প্রায় দীর্ঘ ৪৫ দিন পর শূন্য হয়ে যেতে চলেছে মৃৎশিল্পালয়। মুখে হাসি নিয়েই গণেশ গুলিকে বিদায় জানাচ্ছে জয় কালী মৃৎশিল্পালয়ের মৃৎশিল্পীরা।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই মৃৎশিল্পালয় খালি করে মন্ডপে চলে যাবে গণেশ ঠাকুর গুলি। মূর্তি গড়া থেকে শুরু করে ৪৫ দিন পর শূন্য হয়ে যেতে চলেছে মৃৎশিল্পালয় । মুখে হাসি নিয়ে গণেশগুলিকে বিদায় জানাচ্ছে জয় কালী মৃৎশিল্পালয়ের মৃৎশিল্পীরা।

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর জাঁকজমক ধরা পড়েছে রুপোলি পর্দাতেও! রইল এমনই ৭টি ছবির তালিকা

সারা দেশে মহাসমারোহে পালন করা হয় গণেশ চতুর্থী। সারা দেশে মহাধুমধাম করে এই উৎসব পালন করা হলেও মহারাষ্ট্রে এই উৎসবের জাঁকজমকই আলাদা থাকে। চলতি বছর দশ দিনব্যাপী এই উৎসব চলবে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় ঐতিহ্য এবং গণেশ দেবের ভক্তদের মনে এই উৎসবের তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে। ফলে এই উৎসবের জাঁকজমক প্রতিফলিত হয়েছে রুপোলি পর্দাতেও। দেখে নেওয়া যাক, সেই সব ছবির তালিকা।

মাই ফ্রেন্ড গণেশা:
গণেশ চতুর্থী যেন সম্পূর্ণই হবে না মিষ্টি এই ছবিটি ছাড়া! মূলত ছোট্ট একটা শিশু এবং ভগবান গণেশকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটি। রাজীব এস রুইয়া দ্বারা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এহসাস চন্না, কিরণ জঞ্জানি এবং শীতল শাহকে।

আরও পড়ুন: ঘণ্টাখানেকেই আসছে বৃষ্টি! কাঁপবে দক্ষিণের ২ জেলা, নিম্নচাপের খেল শুরু কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস

অতিথি তুম কব জাওগে:
২০১০ সালের এই কমেডি-ড্রামা ধারার ছবিটিতে ফুটে উঠেছে অপ্রত্যাশিত অতিথির আগমনের কাহিনি। আর ছবির প্রেক্ষাপটে এক দারুণ ট্যুইস্ট যোগ করেছিল ভগবান গণেশ। অশ্বিনী ধীর পরিচালিত ছবিটিতে দেখা গিয়েছিল অজয় দেবগন, কঙ্কণা সেনশর্মা এবং পরেশ রাওয়াল।

অগ্নিপথ:
২০১২ সালের অ্যাকশন থ্রিলার ছবিটিতে গণপতি বিসর্জনের দৃশ্য ছিল দেখার মতো। এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেবা শ্রী গণেশা’ গানের মধ্যে ধরা পড়েছিল গণেশ চতুর্থীর জাঁকজমকপূর্ণ উৎসব। করণ মালহোত্রা পরিচালিত ছবিটিকে সমর্থন করেছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

ডন:
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ‘ডন’-এ বলিউড বাদশা শাহরুখ খানের এন্ট্রিতে বেজে উঠেছিল মোরিয়া মোরিয়া গান। কেউ হয়তো সেই দৃশ্য ভুলতে পারবেন না। ফারহান আখতার পরিচালিত ছবিটিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড সুপারস্টারকে। এর পাশাপাশি দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি এবং করিনা কাপুর খানকে।

বাস্তব:
এই গ্যাংস্টার ড্রামা ফিল্মেও উঠে এসেছিল গণেশ চতুর্থীর উৎসব। সঞ্জয় দত্ত অভিনীত ‘বাস্তব: দ্য রিয়েলিটি’ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। মহেশ মঞ্জড়েকর পরিচালিত ছবিটিতে দেখা গিয়েছিল নম্রতা শিরোদকর, মণীশ বেহল এবং রিমা লাগুকে।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ‍্যুত এক্সপ্রেস ট্রেনের ২ কামরা, সাত সকালেই ভয়ঙ্কর কাণ্ড

এবিসিডি২:
বরুণ ধওয়ান, শ্রদ্ধা কাপুর এবং প্রভুদেবা অভিনীত ‘এবিসিডি২’ ছবিটিতে ধরা পড়েছিল গণেশ চতুর্থীর দুর্দান্ত আড়ম্বর। এই ছবিটি পরিচালনা করেছিলেন রেমো ডিসুজা।

শোর ইন দ্য সিটি:
ছবির প্রেক্ষাপটে প্রকাশ্যে আসছে গণেশ চতুর্থী উদযাপনের মাঝেই। রাজ এবং ডিকে পরিচালিত এই ছবিতে দেখা গিয়েছিল তুষার কাপুর, রাধিকা আপ্তে, সেন্ধিল রামামূর্তি, নিখিল দ্বিবেদী, প্রীতি দেশাই এবং অন্যান্যদের।

Ganesh Chaturthi 2024: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! সিদ্ধিদাতাকে রাখুন ঠিক এই জায়গায়, তবে ভুলেও করবেন না ‘এই’ কাজ…

পশ্চিম বর্ধমান : বাড়িতে অনেকেই নানান পুজো উপলক্ষে প্রতিমা নিয়ে আসেন। পুজো করান।  শনিবার পালিত হচ্ছে গণেশ উৎসব। অনেকের বাড়িতেই সিদ্ধিদাতার পুজো হয়। কিন্তু প্রতিমা নিয়ে আসার পর কোথায় তাকে স্থান দেবেন? কিভাবে পুজোর জায়গাটি সাজিয়ে তুলবেন, তা বুঝে উঠতে পারেন না সবাই। বাড়িতে মন্ডপ সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পরিবারে সদস্যদের।

তারই সহজ উপায় দেখিয়ে দিলেন এক শিল্পী। DIY পদ্ধতি অর্থাৎ ডু ইট ইওরসেলফ পদ্ধতিতে বাড়িতে সহজেই মন্ডপ সাজিয়ে তুলতে পারবেন। কিছু সামান্য জিনিসপত্র ব্যবহার করে পুজোর জায়গাটিকে অসাধারণ ভাবে সাজিয়ে তোলা যাবে। পেশাদারদের ক্ষেত্রে যে সময় লাগে, হয়তো অপেশাদারদের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। তবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা যাবে মন্ডপ। তিনি বলছেন, এক্ষেত্রে প্রথমেই আপনাকে পুজোর জন্য স্থান নির্বাচন করতে হবে। সেখানে প্রতিমা রাখার জন্য একটি স্থান তৈরি করতে হবে।

আরও পড়ুন-      বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

এক্ষেত্রে টেবিল অথবা পুজোর চৌকি ব্যবহার করতে পারেন। তারপর চারিদিকে পিভিসি পাইপ দিয়ে একটি কাঠামো তৈরি করতে হবে। এই কাঠামের উপরেই আপনি বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করে মন্ডপটি সাজিয়ে তুলতে পারবেন। চাইলে শুধু প্রতিমার পিছনের দিকের অংশ সাজিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে চতুর্দিকে পিভিসি পাইপের কাঠামো না করে একদিকে কাঠামো করলেও হবে। এছাড়াও কাঠামো তৈরি নিয়ে আপনার অন্য চিন্তা ভাবনা থাকলে সেটিও প্রয়োগ করতে পারেন।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

কাঠামো তৈরি হয়ে গেলে তার উপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, থার্মোকলের কাজ অথবা প্যান্ডেল সাজানোর বিভিন্ন রঙিন কাপড় দিয়ে পুরো জায়গাটিকে সাজিয়ে তুললে, সেটি সুদৃশ্য হবে। এছাড়াও আপনি মূর্তির সামনের জায়গা বিভিন্ন ফুল দিয়ে রঙ্গোলি আকারে সাজিয়ে তুলতে পারেন। সেখানে ব্যবহার করতে পারেন প্রদীপ অথবা মোমবাতি। এছাড়াও পুরো জায়গাটিকে রং-বেরঙের নানান লাইট দিয়ে সাজিয়ে তুলুন। তাহলে বাড়িতে তৈরি হয়ে যাবে গণেশ পুজোর সুন্দর একটি মন্ডপ।

নয়ন ঘোষ

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীতে নিজের রাশির সঙ্গে মিলিয়ে আনা উচিত ভগবান গণপতির মূর্তি; পরামর্শ দিচ্ছেন জ্যোতিষী

কলকাতা: প্রত্যেক বছরই বিভিন্ন উৎসবের সময় দেবদেবীদের আরাধনায় মেতে ওঠেন মানুষ। আবার অনেক সময় কেউ কেউ দেবদেবীর মন্দিরে যান দর্শন করতে কিংবা পূজা দিতে। বছরের সমস্ত দিনই এই নিয়ম পালন করে তাঁরা। কিন্তু ভাদ্র মাস এলে প্রায় সকলেই ভগবান শ্রীগণেশের আরাধনায় ব্রতী হন। ভগবান গণেশের মূর্তি স্থাপন থেকে শুরু করে তাঁর পূজার্চনা করা হয় ভক্তি ভরে। গণেশ উৎসব দশ দিন ধরে চলে। ভাদ্র সুদ চৌথ থেকে শুরু করে ভাদ্র সুদ চোদ্দো পর্যান্ত পূজা বিধি এবং মূর্তি বিসর্জন সম্পন্ন হয়।
ভাদ্র মাসে যাঁরা বাড়িতে ভগবান গণপতির পূজা করেন, কিংবা তাঁর নতুন মূর্তি স্থাপন করেন, তাঁদের কিছু নিয়ম মেনে চলা উচিত। এমনটাই জানাচ্ছেন গুজরাতের ভাদোদরা শহরের জ্যোতিষী বিজয়া রাজ। তাঁর মতে, নিজের রাশির সঙ্গে তাল মিলিয়ে নির্দিষ্ট রঙের ভগবান গণেশের মূর্তি স্থাপন করা উচিত। এটি তাঁদের বিশেষ সুবিধা দেবে।

ধনু রাশি:

ভগবান গণেশের হলুদ বা লাল মূর্তি আনয়ন করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের। এর পাশাপাশি সেই মূর্তিতে প্রতিদিন ২১ বার এক চিমটি হলুদ নিবেদন করতে হবে।

মকর রাশি:

ভগবান গণেশের নেভি ব্লু, কালো এবং সবুজ রঙের মূর্তি আনতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। সেই সঙ্গে মূর্তির উদ্দেশ্যে প্রতিদিন ১১ বার এক চিমটি সিঁদুর নিবেদন করতে হবে।

কুম্ভ রাশি:

এই রাশির জাতক জাতিকাদের ভগবান গণেশের নেভি ব্লু ও পিঙ্ক রঙের মূর্তি আনা উচিত। এছাড়াও প্রতিদিন গণপতি বাপ্পার পায়ে ১১টি করে লবঙ্গ নিবেদন করতে হবে।

মীন রাশি:

হলুদ ও লাল রঙের ভগবান গণেশের মূর্তি আনা উচিত মীন রাশির জাতক-জাতিকাদের। এছাড়া প্রতিদিন হেনা আতর নিবেদন করতে হবে ওই মূর্তির উদ্দেশ্যে।

উপরোক্ত কাজের সময় যে মন্ত্রগুলি জপ করা উচিত:
১. ॐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ૐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ শ্রী গণেশায় নমঃ
২. সঙ্কট নাশন স্তোত্র
৩. গণপতি অথর্বশীর্ষ।

এর পাশাপাশি ভাদ্র মাসের চতুর্থী তিথিতে অন্তত একজন ব্রাহ্মণকে খাওয়ানো উচিত এবং তাঁর প্রয়োজন অনুসারে কিছু দক্ষিণা এবং বস্ত্রও দান করতে হবে।

Ganesh Chaturthi Lucky Zodiac Signs: ঘুরবে ভাগ্যের চাকা! সুখী দাম্পত্য! নতুন চাকরি! গণেশ চতুর্থী থেকে কপাল খুলছে এই ৪ রাশির

শনিবার মহা সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী৷ জ্যোতিষচর্চার দিক দিয়ে এই তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এই পুণ্যতিথি এবং এর পর থেকে শুভ সময় বর্ষিত হবে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে৷
শনিবার মহা সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী৷ জ্যোতিষচর্চার দিক দিয়ে এই তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এই পুণ্যতিথি এবং এর পর থেকে শুভ সময় বর্ষিত হবে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে৷

 

বৃষরাশির জাতক জাতিকাদের কাছে গণেশ চতুর্থী তিথি খুব গুরুত্বপূর্ণ৷ জীবন থেকে দূর হবে বাধা বিঘ্ন৷ পারিবারিক জীবন থেকে কাটবে সমস্যা৷ বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য হলে তা দূর হবে৷ বাড়বে আর্থিক উপার্জন৷
বৃষরাশির জাতক জাতিকাদের কাছে গণেশ চতুর্থী তিথি খুব গুরুত্বপূর্ণ৷ জীবন থেকে দূর হবে বাধা বিঘ্ন৷ পারিবারিক জীবন থেকে কাটবে সমস্যা৷ বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য হলে তা দূর হবে৷ বাড়বে আর্থিক উপার্জন৷

 

কন্যারাশির জাতক জাতিকাদের আটকে থাকা পুরনো কাজ সফল হবে৷ বিবাহিত জীবনে পাবেন সুখশান্তি৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে৷ স্বাস্থ্যোদ্ধার হবে৷
কন্যারাশির জাতক জাতিকাদের আটকে থাকা পুরনো কাজ সফল হবে৷ বিবাহিত জীবনে পাবেন সুখশান্তি৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে৷ স্বাস্থ্যোদ্ধার হবে৷

 

গণপতির আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহায় হবে সৌভাগ্য৷ নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে আসবে সাফল্য৷ হিতৈষীদের থেকে সৎ পরামর্শ পাবেন৷
গণপতির আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহায় হবে সৌভাগ্য৷ নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে আসবে সাফল্য৷ হিতৈষীদের থেকে সৎ পরামর্শ পাবেন৷

 

সমাজে বিশেষ পরিচিতি তৈরি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা৷ বিদ্যার্থীদের জন্য আসছে সুসময়৷ আপনাকে নিয়ে গর্বিত হবেন বাবা মা৷ আর্থিক অবস্থা ভাল হবে৷ সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে৷
সমাজে বিশেষ পরিচিতি তৈরি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা৷ বিদ্যার্থীদের জন্য আসছে সুসময়৷ আপনাকে নিয়ে গর্বিত হবেন বাবা মা৷ আর্থিক অবস্থা ভাল হবে৷ সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে৷