Tag Archives: Sandeep Ghosh

RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

কলকাতা: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।

সূত্রের খবর, এই সন্দীপের পুরো নাম সন্দীপ জৈন, তিনি মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। সন্দীপ জৈনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার সকালে সন্দীপ জৈনের বাড়িতে। সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসের তল্লাশি চলছে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগেই বন্যায় আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সেই সঙ্গে রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চৌরঙ্গী লেনের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জের একটি বাড়ি এবং হুগলিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

মঙ্গলবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানা যেতে পারে বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবারের শুনানির আগে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মেনে নেন তিনি।

RG Kar Sandip Ghosh: সরকারি হাসপাতালের অধ্যক্ষের লুকিয়ে প্রাইভেট চেম্বার, কত ফি নিতেন জানেন, চমকে দেবে তাঁর চেম্বারের টাইমিং

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে জুড়ল বারুইপুরের নাম। ‌যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। বারুইপুরের রেলগেট সংলগ্ন এক সেবায়তনে গত কয়েক বছর ধরেই নিয়মিত রোগী দেখতেন প্রাক্তন অধ্যক্ষ। সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে কীভাবে তিনি বারুইপুরে এসে প্রাইভেট চেম্বার চালাতেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

কারণ আইন অনুযায়ী তা করা যায় না। ইতিমধ্যেই একাধিক দুর্নীতিতে জড়িয়েছে সন্দীপ ঘোষের নাম। সেই তালিকা আরও বাড়ল। সেবায়তনের চিকিৎসকদের নামের তালিকায় ডঃ সন্দীপ ঘোষের নাম থাকলেও প্রেসক্রিপশনে তিনি ডঃ এস ঘোষ নাম ব্যবহার করতেন। স্থানীয়দের দাবি, প্রকৃত পরিচয় আড়াল করতেই সম্পূর্ণ নাম প্রেসক্রিপশনে লিখতেন না তিনি।

আরও পড়ুন- Indian Railways: আর কোনওভাবে মহিলা হেনস্তা বরদাস্ত নয়, নারী সুরক্ষায় দারুণ কড়া রেল, বেচাল দেখলেই পুড়ে দেওয়া হবে জেলে

সেবায়তনের কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০০৮-২০১০ সাল থেকেই সন্দীপবাবু সেখানে আসতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘণ্টা তিনি রোগী দেখতেন। আমরা এখানে বসার জন্য ওঁকে অফার লেটার দিয়েছিলাম। ওঁর কিছু তথ্য জমা দেওয়ার কথা ছিল আমাদের কাছে। কিন্তু তা উনি দেননি। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর ১৭ নম্বর ওয়ার্ডে রয়েছে এই সেবায়তন। তিনি বলেন, ‘‘আমি নিজেই জানতাম না উনি এখানে আসতেন। আমিও এই ব্যাপারে সেবায়তনের সঙ্গে কথা বলব।’’

তবে ৯ অগাস্ট অর্থাৎ একটি শুক্রবার যখন দুর্ঘটনা ঘটে সেদিনের আগের দিনও তিনি এই বারুইপুরে গিয়েছিলেন৷  আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম সামনে আসায় তড়িঘড়ি বারুইপুরের সেবায়তন কর্তৃপক্ষ চিকিৎসকদের নামের তালিকা থেকে প্রাক্তন অধ্যক্ষের নাম সরিয়ে দেয়। যদিও সেবায়তনে কোনও চিকিৎসক কখন আসেন তার কোনও রেজিস্টার খাতা না থাকায় প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত নিয়মিত এই সেবায়তনে আসতেন সন্দীপবাবু। ৫০০ টাকা ফি নিয়ে রোগী দেখতেন তিনি। তবে অগাস্ট মাসে চেম্বারে এসে ছিলেন কিনা, সেই বিষয়ে মুখে কুলুপ সেবায়তনের।

Suman Saha

Sandip Ghosh: শুধু টাকা পয়সার নয়ছয় সিদ্ধহস্ত নন, সন্দীপের কেলোর কীর্তিতে এবার পুরুষের শ্লীলতাহানি! পরতে পরতে খুলছে RG Kar- প্রাক্তন অধ্যক্ষের নক্কারজনক কাজের তালিকা

: সবে স্বমহিমায় আসেননি সন্দীপ ঘোষ৷  আরজি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক আর্থিক তছনছ সহ দুর্নীতির নানা পর্বের সন্ধান পাওয়া যাচ্ছে৷ কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে অসংখ্য বাড়ি৷ তবে এতেই শেষ নয়,  শ্লীলতাহানির অভিযোগে তিনি হংকংয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়৷
: সবে স্বমহিমায় আসেননি সন্দীপ ঘোষ৷  আরজি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক আর্থিক তছনছ সহ দুর্নীতির নানা পর্বের সন্ধান পাওয়া যাচ্ছে৷ কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে অসংখ্য বাড়ি৷ তবে এতেই শেষ নয়,  শ্লীলতাহানির অভিযোগে তিনি হংকংয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়৷
ঘোষ শ্লীলতাহানি মামলায় হংকংয়ে বিচারের মুখোমুখি হন এবং পরে খালাস পান। সাউথ চায়না মর্নিং পোস্ট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সন্দীপ ঘোষের নামটি একজন ভারতীয় অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে এক হয়েছে৷  ২০১৭ সালে হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের (ইয়াউ মা তি) পুরুষ নার্সের শ্লীলতাহানি করেছিলেন৷
ঘোষ শ্লীলতাহানি মামলায় হংকংয়ে বিচারের মুখোমুখি হন এবং পরে খালাস পান। সাউথ চায়না মর্নিং পোস্ট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সন্দীপ ঘোষের নামটি একজন ভারতীয় অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে এক হয়েছে৷  ২০১৭ সালে হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের (ইয়াউ মা তি) পুরুষ নার্সের শ্লীলতাহানি করেছিলেন৷
একটি আদালতে হাজির হয়েছিলেন এই অভিযোগে যে তিনি কুইন এলিজাবেথ হাসপাতালে (ইয়াউ মা তি হাসপাতাল) একজন নার্সিং ছাত্রকে শ্লীলতাহানি করেছিলেন৷
একটি আদালতে হাজির হয়েছিলেন এই অভিযোগে যে তিনি কুইন এলিজাবেথ হাসপাতালে (ইয়াউ মা তি হাসপাতাল) একজন নার্সিং ছাত্রকে শ্লীলতাহানি করেছিলেন৷
প্রতিবেদনে জানানো হয়েছে একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে হংকংয়ে গিয়েছিলেন সন্দীপ৷  প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল৷ এই এক্সচেঞ্জ প্রোগ্রামে যাতে উন্নয়নশীল দেশগুলির ডাক্তাররা হংকং এবং সিঙ্গাপুরের মতো আরও উন্নত অর্থনীতির হাসপাতালে শিখতে পারে তার ব্যবস্থা করা হয়৷
প্রতিবেদনে জানানো হয়েছে একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে হংকংয়ে গিয়েছিলেন সন্দীপ৷  প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল৷ এই এক্সচেঞ্জ প্রোগ্রামে যাতে উন্নয়নশীল দেশগুলির ডাক্তাররা হংকং এবং সিঙ্গাপুরের মতো আরও উন্নত অর্থনীতির হাসপাতালে শিখতে পারে তার ব্যবস্থা করা হয়৷
সেখানে নিজের শিক্ষার মানকে উন্নত করার বদলে নিজে এক পুরুষ নার্সের শ্লীলতাহানিতে জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ৷ অভিযোগকারী নার্সিং ছাত্র জানিয়েছিল, ‘‘ আমার নিতম্বে চাপ দিল এবং আমার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করল৷’’
সেখানে নিজের শিক্ষার মানকে উন্নত করার বদলে নিজে এক পুরুষ নার্সের শ্লীলতাহানিতে জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ৷ অভিযোগকারী নার্সিং ছাত্র জানিয়েছিল, ‘‘ আমার নিতম্বে চাপ দিল এবং আমার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করল৷’’
২০১৭ সালে, বিচার চলাকালীন, পুরুষ নার্সিং ছাত্র আদালতকে বলেছিল যে ‘ভারতীয় ডাক্তার’,  ঘোষ, তাঁর নিতম্বে দু থেকে তিনবার থাপ্পড় মেরেছিলেন এবং দু'জনের চেঞ্জিং রুমে থাকাকালীন তার যৌনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেছিলেন।
২০১৭ সালে, বিচার চলাকালীন, পুরুষ নার্সিং ছাত্র আদালতকে বলেছিল যে ‘ভারতীয় ডাক্তার’,  ঘোষ, তাঁর নিতম্বে দু থেকে তিনবার থাপ্পড় মেরেছিলেন এবং দু’জনের চেঞ্জিং রুমে থাকাকালীন তার যৌনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেছিলেন।
ঘোষ, যার নাম এসসিএমপি রিপোর্টে রয়েছে, বলেছেন যে তিনি কেবল তার বিচ্ছিন্ন কাঁধ ঠিক করতে সাহায্য করার জন্য ছাত্রের হাত ধরেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন যে পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি কারণ তিনি দুর্ঘটনাক্রমে নার্সের নিতম্ব স্পর্শ করেছিলেন।
ঘোষ, যার নাম এসসিএমপি রিপোর্টে রয়েছে, বলেছেন যে তিনি কেবল তার বিচ্ছিন্ন কাঁধ ঠিক করতে সাহায্য করার জন্য ছাত্রের হাত ধরেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন যে পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি কারণ তিনি দুর্ঘটনাক্রমে নার্সের নিতম্ব স্পর্শ করেছিলেন।
SCMP রিপোর্ট অনুসার ঘোষ নামের ডাক্তার ডিসলোকেট হওয়া হাড় সেট করতে সাহায্য করছিলেন৷ তাঁর দাবি ছিল পুরোটাই ভুল বোঝাবুঝি এবং নিতম্ব স্পর্শ করাটাও একেবারেই অনিচ্ছাকৃত৷
SCMP রিপোর্ট অনুসার ঘোষ নামের ডাক্তার ডিসলোকেট হওয়া হাড় সেট করতে সাহায্য করছিলেন৷ তাঁর দাবি ছিল পুরোটাই ভুল বোঝাবুঝি এবং নিতম্ব স্পর্শ করাটাও একেবারেই অনিচ্ছাকৃত৷
এসসিএমপি মেডিকেল সেক্টরের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে তিনি শুধুমাত্র ইয়াউ মা তে হাসপাতালে অল্প সময়ের জন্য  কাজ করেছেন। সংবাদপত্রকে যে সূত্র খবর দেয় তারা জানায়,  "মামলার কারণে, হাসপাতাল তাঁর পোস্টিং বন্ধ করে দেয় এবং তাই তিনি আসলে মাত্র কয়েক দিনের জন্য সেখানে কাজ করেছিলেন৷’’
এসসিএমপি মেডিকেল সেক্টরের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে তিনি শুধুমাত্র ইয়াউ মা তে হাসপাতালে অল্প সময়ের জন্য  কাজ করেছেন। সংবাদপত্রকে যে সূত্র খবর দেয় তারা জানায়,  “মামলার কারণে, হাসপাতাল তাঁর পোস্টিং বন্ধ করে দেয় এবং তাই তিনি আসলে মাত্র কয়েক দিনের জন্য সেখানে কাজ করেছিলেন৷’’
দ্য পোস্ট এবং নিউজ  ১৮ কেউই তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ঘোষ অশ্লীল হামলার ঘটনায় জড়িত সে এই সন্দীপ ঘোষই কিনা৷  কিন্তু, SCMP 2017 থেকে বিচারের বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদন করেছে।
দ্য পোস্ট এবং নিউজ  ১৮ কেউই তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ঘোষ অশ্লীল হামলার ঘটনায় জড়িত সে এই সন্দীপ ঘোষই কিনা৷  কিন্তু, SCMP 2017 থেকে বিচারের বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে ঘোষকে অশ্লীল হামলার একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে। কিন্তু মামলা শেষ হওয়ার আগে তিনি নিজের দায়িত্ব পাওয়া কাজে ফিরতে পারেননি৷ অন্যদিকে ট্রায়াল শেষ হওয়ার পর কাজের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল৷
প্রতিবেদনে বলা হয়েছে যে ঘোষকে অশ্লীল হামলার একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে। কিন্তু মামলা শেষ হওয়ার আগে তিনি নিজের দায়িত্ব পাওয়া কাজে ফিরতে পারেননি৷ অন্যদিকে ট্রায়াল শেষ হওয়ার পর কাজের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল৷
সাত বছর আগে, প্রাক্তন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ একজন নার্সিং ছাত্রের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হংকংয়ে গভীর সমস্যায় পড়েছিলেন যা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল।
সাত বছর আগে, প্রাক্তন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ একজন নার্সিং ছাত্রের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হংকংয়ে গভীর সমস্যায় পড়েছিলেন যা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল।

Dhankuber Sandip Ghosh: রোজই নতুন সম্পত্তির খোঁজ, সন্দীপ যেখানে অধ্যক্ষ সেই RG Kar-ই সহকারি অধ্যাপিকা তাঁর স্ত্রী, দু’জন মিলে যা সম্পত্তি করেছেন ধন কুবেররাও চমকে যাবে

: আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হিসেব সামনে চলে আসছে৷ ইডি-র তদন্তে তাঁর যে লিস্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি কার্যত ধনকুবের ৷ কলকাতা মামলায় দুর্নীতির তদন্তকারী ইডি জানিয়েছে, তল্লাশির সময় সন্দীপ ঘোষের বাড়ি থেকে বহু সম্পত্তির নথি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।
: আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হিসেব সামনে চলে আসছে৷ ইডি-র তদন্তে তাঁর যে লিস্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি কার্যত ধনকুবের ৷ কলকাতা মামলায় দুর্নীতির তদন্তকারী ইডি জানিয়েছে, তল্লাশির সময় সন্দীপ ঘোষের বাড়ি থেকে বহু সম্পত্তির নথি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।
ইডি-র তরফে জানানো হয়েছে, কলকাতার বিত্তশালী এলাকায় তাঁর একটি বা দুটি নয় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট তাঁর নামে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামে কলকাতায় ২টি ফ্ল্যাট ও একটি  ফার্ম হাউস রয়েছে।
ইডি-র তরফে জানানো হয়েছে, কলকাতার বিত্তশালী এলাকায় তাঁর একটি বা দুটি নয় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট তাঁর নামে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামে কলকাতায় ২টি ফ্ল্যাট ও একটি  ফার্ম হাউস রয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার জানিয়েছে আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী -র যে সম্পত্তি রয়েছে তাতে রাজ্য সরকারের স্বীকৃতি সহ সঠিক ডকুমেন্ট নেই৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার জানিয়েছে আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী -র যে সম্পত্তি রয়েছে তাতে রাজ্য সরকারের স্বীকৃতি সহ সঠিক ডকুমেন্ট নেই৷
ইডি- মঙ্গলবার জানিয়েছে প্রায় অর্ধেক ডজনেরও বেশি সম্পত্তি রয়েছে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে৷ এই সম্পত্তির কয়েকটি তাঁদের আত্মীয় ও পরিচিতর নামে৷ কলকাতারই ৭ টি লোকেশনে সম্পত্তি৷
ইডি- মঙ্গলবার জানিয়েছে প্রায় অর্ধেক ডজনেরও বেশি সম্পত্তি রয়েছে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে৷ এই সম্পত্তির কয়েকটি তাঁদের আত্মীয় ও পরিচিতর নামে৷ কলকাতারই ৭ টি লোকেশনে সম্পত্তি৷
আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তকারী সংস্থার মতে, ডঃ সন্দীপ ঘোষ যখন আরজি কর কলেজে অধ্যক্ষ পদে ছিলেন, তাঁর স্ত্রী একই মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর বাড়িতে অভিযান চালানো হলে কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে৷
আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তকারী সংস্থার মতে, ডঃ সন্দীপ ঘোষ যখন আরজি কর কলেজে অধ্যক্ষ পদে ছিলেন, তাঁর স্ত্রী একই মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর বাড়িতে অভিযান চালানো হলে কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে৷
এদিকে তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে৷  ডঃ সন্দীপ ঘোষ তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষকে ২০২১ সালে সম্পত্তি কেনার অনুমতি দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিজেও অনেক সম্পত্তি কিনেছেন। তল্লাশির সময়, সন্দীপ ঘোষ সম্পর্কিত আরও অনেক অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণে স্পষ্ট বোঝা যায়, দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে।
এদিকে তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে৷  ডঃ সন্দীপ ঘোষ তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষকে ২০২১ সালে সম্পত্তি কেনার অনুমতি দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিজেও অনেক সম্পত্তি কিনেছেন। তল্লাশির সময়, সন্দীপ ঘোষ সম্পর্কিত আরও অনেক অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণে স্পষ্ট বোঝা যায়, দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে।
সরকারি সিলমোহর যুক্ত কাগজ ছাড়াই দুটি সম্পত্তি কিনেছেনতল্লাশির সময় জানা যায়, রাজ্য সরকারের আধিকারিকদের অনুমতি ছাড়াই ডঃ সঙ্গীতা ঘোষ দুটি সম্পত্তি কিনেছেন। ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছেন। তদন্তে অনেক বাড়ির লোকেশন পাওয়া গেছে।
সরকারি সিলমোহর যুক্ত কাগজ ছাড়াই দুটি সম্পত্তি কিনেছেন
তল্লাশির সময় জানা যায়, রাজ্য সরকারের আধিকারিকদের অনুমতি ছাড়াই ডঃ সঙ্গীতা ঘোষ দুটি সম্পত্তি কিনেছেন। ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছেন। তদন্তে অনেক বাড়ির লোকেশন পাওয়া গেছে।
সঙ্গীতা ঘোষ নিজেই ইডি অফিসারদের কাছে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হয়েছে সিবিআই অফিসে। সূত্রের খবর, আগামী দিনে ইডি সঙ্গীতা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
সঙ্গীতা ঘোষ নিজেই ইডি অফিসারদের কাছে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হয়েছে সিবিআই অফিসে। সূত্রের খবর, আগামী দিনে ইডি সঙ্গীতা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
অনুমোদন ছাড়া লোক নিয়োগএর আগে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারী সংস্থা সন্দীপের বিরুদ্ধে বহু অভিযোগ পেয়েছে। সিবিআই আরও দাবি করেছে যে ২০২২-২৩ সালে ৮৪ জন এমবিবিএস হাউস স্টাফকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল।নিয়োগ কমিটির অনুমোদন ছাড়াই ওই সময়ে লোক নিয়োগ করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ৩টি কোম্পানিকে টেন্ডার দেন সন্দীপ ঘোষ। বিনিময়ে বিপুল কমিশন আদায় করেন। এসব অভিযোগের জেরে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে।
অনুমোদন ছাড়া লোক নিয়োগ
এর আগে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারী সংস্থা সন্দীপের বিরুদ্ধে বহু অভিযোগ পেয়েছে। সিবিআই আরও দাবি করেছে যে ২০২২-২৩ সালে ৮৪ জন এমবিবিএস হাউস স্টাফকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল।নিয়োগ কমিটির অনুমোদন ছাড়াই ওই সময়ে লোক নিয়োগ করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ৩টি কোম্পানিকে টেন্ডার দেন সন্দীপ ঘোষ। বিনিময়ে বিপুল কমিশন আদায় করেন। এসব অভিযোগের জেরে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে।

Sandeep Ghosh RG Kar Case: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা: সন্দীপকে আদালত থেকে বার করার সময় মঙ্গলবারও বিক্ষোভ দেখাল প্রতিবাদী জনতা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে নিয়ে যাওয়ার সময় জুতো দেখায় উত্তেজিত জনতা। চটিও ছোড়া হয় সন্দীপকে লক্ষ্য করে। শুধু তাই নয়, জেলের গাড়িতে বারবার জুতো মারে উত্তেজিত জনতা।

সেই সঙ্গে আদালতের এজলাসে এক মহিলা আইনজীবী স্লোগান দেন ‘তিলোতমার রক্ত, হবে নাকো ব্যর্থ’। প্রসঙ্গত, আগের দিনও সন্দীপকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। সন্দীপকে বাগে পেয়ে একজন মাথায় চাঁটিও মারেন। সন্দীপকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফের ত‍ৎপরতায় আদালত থেকে বার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। বিক্ষোভকারীদের কয়েকজন সন্দীপের ফাঁসিরও দাবি করেন।

আরও পড়ুন: ৫০০০ টাকা দিয়ে ঘনিষ্ঠতার জন্য কলগার্ল বুকিং যুবকের, তরুণীর পরিণতি দেখে হতবাক পুলিশ

সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ এর পর সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৬ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷

আরও পড়ুন: পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয় সঞ্জয়কে? RG Kar মামলার সুপ্রিম শুনানির আগেই ফাঁস

সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ এর পর সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৬ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷

Sandip Ghosh: আরজি করের প্রাক্তন অধ্যক্ষের রমরমিয়ে চেম্বারে প্র্যাকটিশ! মোবাইল লোকেশনেই রহস্যভেদ, দেখুন

আর জি কর কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক নতুন সূত্র। ক্রমশ জল্পনা বাড়াচ্ছে নতুন নতুন প্রশ্ন। চিকিৎসক তরুণীর ভয়াবহ খুনের ঘটনার পর কেটে গিয়েছে একমাস এক দিন। এখনও সে ভাবে কোনও গ্রেফতারি বা আটক না হলেও সিবিআই তদন্তে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার প্রশ্নের মুখে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন। ঘটনার দিন কোথায় ছিল তাঁর মোবাইল লোকেশন? সিবিআইয়ের দাবি, বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় ছিল সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন। ৮ অগাস্ট অর্থাৎ যেদিন রাতে এই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেদিন ঠিক কোথায় ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? উত্তর খুঁজতে গিয়ে সিবিআইয়ের নজরে এবার ‘নমিতা সেবায়াতন’! দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Sandip Ghosh: সম্পত্তি ছড়িয়ে জেলায় জেলায়, বহরমপুরের ফ্ল্যাটে যখনই আসতেন সঙ্গে থাকত দলবল, সামনে এল চমকে দেওয়া তথ্য

শুধু কলকাতাতে নয় এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর মিলল আরজিকর প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ তার ফ্ল্যাটের। একাধিক দুর্নীতির কান্ডে ইতি মধ্যেই সিবিআই হেফাজতে আছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির যেমন অভিযোগ উঠেছে ঠিক তেমনই বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
শুধু কলকাতাতে নয় এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর মিলল আরজিকর প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ তার ফ্ল্যাটের। একাধিক দুর্নীতির কান্ডে ইতি মধ্যেই সিবিআই হেফাজতে আছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির যেমন অভিযোগ উঠেছে ঠিক তেমনই বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
বহরমপুর শহরের বাবু পাড়াতে অবস্থিত এই চারতলা ফ্ল্যাটে তিনি মাঝেমধ্যেই আসতেন। শুধু ফ্ল্যাট নয়, সঙ্গে একটি গাড়ির গ্যারেজেরও সন্ধান পাওয়া গিয়েছে। দশ বছর আগে এই ফ্ল্যাট তিনি ক্রয় করেছিলেন।
বহরমপুর শহরের বাবু পাড়াতে অবস্থিত এই চারতলা ফ্ল্যাটে তিনি মাঝেমধ্যেই আসতেন। শুধু ফ্ল্যাট নয়, সঙ্গে একটি গাড়ির গ্যারেজেরও সন্ধান পাওয়া গিয়েছে। দশ বছর আগে এই ফ্ল্যাট তিনি ক্রয় করেছিলেন।
অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে। " width="1080" height="1350" /> অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে।
অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে। ” width=”1080″ height=”1350″ /> অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে।
পাশাপাশি ফ্ল্যাটের প্রতিবেশীদের অভিযোগ, তিনি অনলাইনে টাকা পাঠাতেন ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য। ইলেকট্রিকের বিল মেটাতেন অনলাইনের মাধ্যমেই। তবে মাঝেমধ্যে এলেও তাঁর সঙ্গে অনেক সঙ্গী আসতেন এই বহরমপুর শহরে।
পাশাপাশি ফ্ল্যাটের প্রতিবেশীদের অভিযোগ, তিনি অনলাইনে টাকা পাঠাতেন ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য। ইলেকট্রিকের বিল মেটাতেন অনলাইনের মাধ্যমেই। তবে মাঝেমধ্যে এলেও তাঁর সঙ্গে অনেক সঙ্গী আসতেন এই বহরমপুর শহরে।
কলকাতাতে তাঁর ফ্ল্যাট থাকলেও মুর্শিদাবাদের বহরমপুরে তিনি কী কারণে এই ফ্ল্যাট ক্রয় করেছিলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অন্যান্য ফ্ল্যাটের অবাসিকরা। Input- Kaushik Adhikary
কলকাতাতে তাঁর ফ্ল্যাট থাকলেও মুর্শিদাবাদের বহরমপুরে তিনি কী কারণে এই ফ্ল্যাট ক্রয় করেছিলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অন্যান্য ফ্ল্যাটের অবাসিকরা। Input- Kaushik Adhikary

Sandeep Ghosh: সকাল ১০টা নয়, তার আগেই ঘটনার কথা সব জানতেন সন্দীপ ঘোষ ? CBI-এর হাতে বড় তথ্য!

RG Kar Hospital News LIVE | সকাল ১০টা নয় তার আগেই ঘটনার কথা সব জানতেন Sandip? CBI-এর হাতে বড় তথ্য! সিবিআই কাস্টডিতে রয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ | সন্দেহ ঘুরছে নানাদিকে ,  এর মধ্যেই খবর এল আরজিকরে চিকিৎসকের মৃত্যুর খবর৷ ড্রাইভারকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ (Watch bangla news video)

Sandeep Ghosh: CBI জেরায় ‘বড় মাথার’ নাম বলে দিলেন সন্দীপ ঘোষ? এল কি বড় ব্রেক থ্রু, দেখুন

RG Kar Hospital News LIVE | CBI জেরায় ‘বড় মাথার’ নাম বলে দিলেন Sandip? এল বড় খবর! সন্দীপ ঘোষের বিরুদ্ধে  CBI বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে চমকে যায়৷ আর সেখানেই খুঁজে পান অসংখ্য অভিযোগের কাগজ৷ যে অভিযোগ স্বাস্থ্য দফতরে তাঁর নামে জমা পড়ত সেই আসল কাগজগুলি সব তাঁর বাড়িতেই চলে যেত আশ্চর্যভাবে৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

Sandeep Ghosh Wife: চোখ ঢাকা সানগ্লাসে, মুখে মাস্ক, কেউ যাতে চিনে না ফেলে, এদিকে গলায় চিৎকারের সুর, ‘কী হচ্ছে, বুঝতে পারছেন…’ বিস্ফোরক সন্দীপের স্ত্রী!

Sandeep Ghosh Wife: মুখে মাস্ক পরে, শাড়ির আঁচলে মাথা পুরো ঢেকে, চোখ ঢাকা সানগ্লাস পরে আসেন সন্দীপের স্ত্রী। CBI – ED র সাঁরাশি চাপে সন্দীপ ঘোষ। এবার আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ইডি তল্লাশি। আজ সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়ি তালা বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা ED আধিকারিকদের। প্রায় তিন ঘণ্টা পর তালা খোলেন সন্দীপের স্ত্রী। তারপর শুরু হয় তল্লাশি অভিযান।

সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখে ফেটে পড়েন সঙ্গীতা। স্পষ্ট বলেন, “সব মিথ্যা! প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” বার বার বলতে থাকেন, “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। কিছু পাবেও না। আমার স্বামী কিছু করেননি।” প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই ময়দানে ইডি। সাতসকালে ইডির বাহিনী পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়ি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এদিন সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে শুরু করেন। যদিও বাহিনী মোতায়েন ছিল বাড়ির বাইরে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video )