All posts by Salmali Das

Sub-Editor গত দু-বছরের বেশি সময় ধরে News18 Bangla Digital বাংলার সঙ্গে যুক্ত। রাজনীতি, বিনোদন, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খবর পরিবেশন করাই শাল্মলীর রোজনামচা। প্রতিদিনই কর্মক্ষেত্রে তাঁর প্রথমদিন বলে তিনি মনে করেন। শাল্মলী বিশ্বাস রাখে কলমের জোর তরওয়ালের থেকে বেশি। ছাত্রজীবনে শাল্মলী দাস সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে এমএ পাশ করেছেন। তারপরই তিনি সাংবাদিকতা পেশায় আসেন। Email- salmali.das@nw18.com

Crime News: রোজ একই মিষ্টির দোকানে যেতেন ৩ সন্তানের মা, স্বামীর সন্দেহ হয়, তারপর যা জানতে পারে….পায়ের তলার মাটি সরে যাবে

গাজিপুর: গাজিপুরে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তিন সন্তানের মা। তিন মেয়ের হাত থেকে মুক্তি পেতে তিনি তাদেঁর হত্যা করার সিদ্ধান্ত নেন। এক মেয়ে মারা গেলেও, পরিবারের তৎপরতায় বাকি দুই মেয়েকে উদ্ধার করা হয়েছে। স্বামী মামলা করলে পুলিশ তৎপর হয়ে ওঠে। নজরদারির মাধ্যমে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্বীকার করেছেন যে তিনি তার প্রেমিকের নির্দেশে তার তিন মেয়েকে হত্যার চেষ্টা করেছিলেন যাতে তিনি সহজেই তার প্রেমিকের সঙ্গে থাকতে পারেন।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড! বেহাল রাস্তা সংস্কারের দাবিতে CPIM-এর বিক্ষোভ, পাশেই তৃণমূলের রাস্তা উদ্বোধন

অন্নু তিন কন্যা সন্তানের মা। তিনি প্রতিদিন জাখানিয়া বিআরসির বিপরীতে চা-মিষ্টির দোকানে যেতেন। সেখানে তাঁর এক হকার সঙ্গে প্রেম হয়। এরপর সে তাঁর প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে, জুলাই মাসেও পরিবারকে না জানিয়ে এক সপ্তাহের জন‍্য পালিয়ে যান। আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় শ্বশুরবাড়িতে আসেন তিনি। গত ২৯ অগাস্ট রাতে তিনি তিন মেয়ে ও স্বামী-সহ সকলে রেখে বাড়ি ছেড়ে চলে যান। স্বামী চেতন অন্নুকে খোঁজার চেষ্টা করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এই ঘটনায় ভুদকুড়া কোতোয়ালিতে চেতনের তাঁর স্ত্রী, তাঁর শ‍্যালক এবং অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে ক্রমাগত অন্নুকে খুঁজছিল পুলিশ। নজরদারির মাধ্যমে এলাকার রেলস্টেশনে থেকে অন্নুর অবস্থান জানা যায়। কোতোয়াল তারাবতী ও অন্যান্য পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! আরজি কর কাণ্ডে শুনানির আগেই যা ঘটল! সব শুনলে আঁতকে উঠবেন

তারাবতী থানার ইনচার্জ জানিয়েছেন, নজরদারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্নুকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে, প্রেমিকের নির্দেশেই সে তাঁর তিন মেয়েকে হত্যার চেষ্টা করেছিল।