ই বর্জ

Alipurduar News: ই-বর্জ দূষণ নিয়ে সচেতনতার প্রচার! কী এই ই-বর্জ জানেন?

আলিপুরদুয়ার: পরিবেশ দূষণের বিভিন্ন দিক সম্পর্কে সকলেই অবগত। তবে ই-বর্জ দূষণ নিয়ে সচেতনতা এখনও বাড়েনি। কীভাবে এই দূষণ ছড়াতে পারে তা বোঝানোর কাজ শুরু হয়েছে স্কুলগুলিতে। রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে ই-বর্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ভেঙে ‌যাওয়া বা বিকল হয়ে যাওয়া বৈদ্যুতিক সামগ্রির মাধ্যমে যে দূষণ ছড়ায় তাকে ই-বর্জ দূষণ বলে।

রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার প্রতিটি স্কুলে শুরু হয়েছে এই সচেতনতার কাজ। স্কুল শিক্ষক তথা বিশেষজ্ঞ সত্যম শৈব জানান,”ই-বর্জ দূষণ আমাদের কাছে নতুন ধারণা। আসলে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয় সিসা। যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। বিভিন্ন কেস স্টাডি এনে শিশুদের সামনে রাখা হচ্ছে, তারা বিষয়টি বুঝতে পারে।”

আরও পড়ুন:গাদা গাদা টাকা খরচ করে জঙ্গল সাফারি নয়, এই সেতুতে এলেই দেখতে পাবেন বন্যপ্রাণী! ‌ভিড় জমান পর্যটকরা, যাবেন নাকি?

ই-বর্জ পদার্থ বলতে কেন হয়েছে পুরনো পড়ে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি। অনেক সময় দেখা যায় কম্পিউটারের মনিটর, সিপিইউ, মাউস বা টিভি ভেঙে গেলে তা জমিয়ে রাখা হয় বাড়ির এক কোণে। যা উচিত নয় বলে জানান বিশেষজ্ঞরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey