সাইকেলিস্ট

North 24 Parganas News: এক বছরে কুড়ি হাজার কিলোমিটার! সাইকেলে ভারত ভ্রমণের লক্ষে বাংলাদেশের যুবক

উত্তর ২৪ পরগনা: কুড়ি হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ভারত ভ্রমণে বাংলাদেশের তরুণ মাহমুদুল হাসান ইফাজ। আগামী এক বছরে সে এই দীর্ঘ যাত্রাপথ সাইকেলে প্যাডেল করেই ঘুরবেন। তিনি ভারতের ২৮ টি রাজ্য ও ৩১ টি ক্যাপিটাল সিটিতে এই সাইকেলে ভ্রমনের লক্ষ্যমাত্রা রেখে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন ভারতে। বাংলাদেশ থেকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে যশোর রোড ধরে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। দিনে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার সাইকেল চালাচ্ছেন বাংলাদেশের এই সাইকেলিস্ট। সাইকেল চালানো যেন তার কাছে শখ।

আরও পড়ুন: চারিদিকে খোলা হাওয়া, বাংলার এই মিনি সুন্দরবন ট্যুরিস্টদের দিচ্ছে হাতছানি, ফ্যামিলির পারফেক্ট উইকেন্ড কাটবে

ইতিমধ্যেই এর আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পাঁচটি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, অসম, মিজোরাম হয়ে বাংলায় ভ্রমণ করেন। তবে এবার বাংলাদেশের ওই যুবক বৃক্ষ রক্ষা সহ পরিবেশ সচেতনতার বার্তা নিয়েই বেরিয়েছেন ভারত ভ্রমণে। সঙ্গে রয়েছে তার বিশেষ সাইকেল। যেখানে নিজের প্রয়োজনীয় নানা জিনিসের পাশাপাশি বিশেষ জিপিএস মিটার ও টেন্ট রয়েছে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে প্রয়োজনে কোথাও এই টেন্ট খাটিয়াই বিশ্রাম নিতে পারবেন তিনি। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধপত্রও। তবে বাংলায় প্রবেশের পরই এই চরম গরমে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তারও। সীমান্ত অতিক্রম করার পরেই পথচারী এক ব্যক্তি তাকে গ্লুকোন ডি এবং ফলের জুস দিয়ে শুভেচ্ছা জানান। ভারতে এসে যা পেয়ে রীতিমতো আপ্লুত বাংলাদেশী সাইকেলিস্ট মাহমুদুল হাসান ইফাজ।

আরও পড়ুন: অশোকনগরের বিষ্ণুপদ এখন আন্দামানের ‘মসিহা’, বাংলার ভূমিপুত্র আন্দামানের জন্য সোচ্চার হবেন সংসদে!

এদিনও তিনি প্রায় ৮০ কিলোমিটার সাইকেল চালাবেন বলেই জানান। কলকাতায় পৌঁছে দুদিন নেবেন বিশ্রাম। বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বছর ২৮ এর মাহমুদুল হাসান। তাদের একটি সংগঠন রয়েছে যারা সাইকেল চালানোয় উৎসাহ দিতে কাজ করেন। সাইকেল জনপ্রিয় হলে জলবায়ুরও পরিবর্তন হবে, কারণ কার্বনডাই-অক্সাইড এর পরিমাণ কমবে, মনে করেন এই সাইকেলিস্ট। নিজে হোটেল ম্যানেজমেন্ট এর স্টুডেন্ট হলেও সেই দিকে কেরিয়ার না করে সাইকেলকেই নিজের শখের মাধ্যম করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ। নিজে একটি সাইকেল শপও খুলেছেন। বাড়িতে রয়েছে বাবা-মা ভাই। তবে তার প্রকৃত বন্ধু এখন এই বিশেষ সাইকেল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি সাইকেলিস্ট হিসেবে হলেও, নিজেকে পরিব্রাজক ইফাজ বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

Rudra Narayan Roy