কলকাতার ফুলেই রাম মন্দিরের গেট

Ayodhya Ram Mandir: কলকাতার গাঁদা ফুল দিয়েই তৈরি হল রাম মন্দিরের মূল গেট, প্রস্তুত অযোধ্যা!

কলকাতা: আর কয়েক ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। সেজে উঠেছে অযোধ্যা নগরী। রামের বিভিন্ন কাহিনি নিয়ে ব্যানার পোস্টার সহ প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে গোটা রাস্তায় তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে রামের ছবি। রাম মন্দির সংলগ্ন প্রায় ৭ কিলোমিটার রাস্তা এই ভাবেই সাজিয়ে তোলা হয়েছে। তার মাঝেই রাম মন্দিরে মূল গেট প্রস্তুত করা হল ফুল দিয়ে। কলকাতা থেকে আনা গাঁদা ফুল ব্যবহার করেই রাম মন্দিরের মূল গেট সাজানো হল। রবিবার সকালেও কুইন্টাল কুইন্টাল গাঁদা ফুল কলকাতা থেকে এসে পৌঁছায় অযোধ্যায়। তারপর সেই ফুল দিয়েই রবিবার সকাল থেকেই চলে মূল গেট সাজানোর কাজ। গাঁদা ফুল দিয়েই রাম মন্দিরের মূল গেটে সব অতিথিদের স্বাগত জানানো হয়েছে।

রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates

গাঁদা ফুল দিয়েই লেখা হয়েছে অতিথিদের স্বাগত জানানোর বার্তা। তবে শুধু মূল গেট নয়, মোট তিনটি গেট ই সাজানো হয়েছে এই গাঁদা ফুল দিয়েই। মন্দিরের বাইরের পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাও তোরণ করে সেখানেও ব্যবহার করা হয়েছে গাঁদা ফুল। লতা মঙ্গেশকার চক থেকে শুরু করে একদম রাম মন্দির পর্যন্ত একাধিক তোরণ করা হয়েছে রাস্তায়। সেই তোরণ গুলিতেই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। গাঁদা ফুল দিয়ে লেখা হয়েছে আবার “জয় শ্রী রাম”। রবিবার বিকেল পর্যন্ত সেই কাজ চলার পর অবশেষে প্রস্তুত হয় রাম মন্দিরের মূল গেট। সোমবার এই গেট দিয়েই মন্দির চত্বরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এক ঝাক অতিথিরা। তালিকায় আছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভারতীয় দলের একাধিক খেলোয়াড়রা। তালিকায় রয়েছেন বিজ্ঞানীরা ও। রয়েছেন শিল্পপতিরাও।

আরও পড়ুন: কয়েক ঘণ্টা পরেই রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা, রবি-রাতে আলো ঝলমল ‘নয়নাভিরাম’ সরযূ নদীর পাড়, দেখুন

সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। সোমবার সন্ধ্যা পর্যন্তই কার্যত এই নিষেধাজ্ঞা চলবে বলেই মনে করা হচ্ছে। গোটা অযোধ্যা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে গোটা অযোধ্যা জুড়ে। একাধিক জায়গায় পুলিশ পিকেটিং করা হচ্ছে।

আরও পড়ুন: অযোধ্যায় ভিভিআইপিদের ভিড়, কী ব্যবস্থা থাকছে? দায়িত্বে ৪৫ দল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহযোগিতায় মন্দিরের ভেতরে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এন ডি আর এফ টিম মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। এনএসজির বিশেষ প্রশিক্ষিত বাহিনী ও চলে এসেছে অযোধ্যায়। সবমিলিয়ে সোমবারের মেগা শোয়ের আগে রাম মন্দিরের মূল গেট সহ মোট তিনটি গেট গাঁদা ফুল দিয়েই সাজানো হল।