Tag Archives: Ram Mandir

Ram Mandir: শিল্পীর অবাক করা কাজ! একদিনে বানিয়ে ফেললেন তিন ইঞ্চি উচ্চতার রাম মন্দির

দিনহাটা: ইতিমধ্যেই চলতি বছরে জাঁকজমকের সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন করা হয়। সেই রাম মন্দিরের একটি ক্ষুদ্রাকৃতি মডেল তৈরি করলেন এক ব্যক্তি। কোচবিহারের দিনহাটা মহকুমা শহরের বাসিন্দা এই মাইক্রো আর্টিস্ট শিল্পী। পেশাগত ভাবে তিনি বামনহাটের পাথরসন শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে পেশাগতভাবে শিক্ষক হলেও, নেশাগতভাবে তিনি একজন শিল্পী। এই রাম মন্দিরের ক্ষুদ্রাকৃতি মডেল তিনি তৈরি করেছেন চক ও কাটার দিয়ে। বর্তমান সময়ে তার এই মডেল দেখে রীতিমতো অবাক সকলে।

আরও পড়ুনঃ ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

মাইক্রো আর্টিস্ট শিল্পী বিজন সরকার জানান, “ছোটবেলার বয়স থেকেই তার মাইক্রো আর্টের প্রতি আগ্রহ। স্কুলে পড়ার সময় ক্লাসের ব্যবহৃত চক দিয়ে তিনি এগুলো তৈরি করতে ভালবাসতেন তিনি। বর্তমান সময়ে তিনি পেশাগত ভাবে একজন স্কুল শিক্ষক। তাই সেই চক বর্তমানে হয়ে উঠেছে তাঁর ক্যানভাস। সেখানেই তিনি তাঁর কারুকার্য করতে পছন্দ করেন। এবার তিনি কালারিং চকের মাধ্যমে ৩ ইঞ্চি উচ্চতার অযোধ্যার রাম মন্দিরের হুবহু অবয়ব ফুটিয়ে তুলেছেন। নিপুণ হাতে তৈরি মন্দিরের উপরে থাকছে লম্বা চূড়া। পাশেই রয়েছে গেরুয়া পতাকা। মাত্র একদিনের প্রচেষ্টায় এই গোটা কর্মকাণ্ড তিনি করতে পেরেছেন।”

তবে, বর্তমান সময়ে তাঁর এই রাম মন্দিরের ক্ষুদ্র রেপ্লিকার কথা সকলের মুখে মুখে। বহু মানুষ তারই ক্ষুদ্র রেপ্লিকা দেখতে আসছেন তাঁর বাড়িতে। এছাড়া তাঁর পরিবারের মানুষেরাও এই রাম মন্দির দেখে রীতিমতো অবাক।আগামী দিনে তাঁর ইচ্ছে রয়েছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল তৈরি করার।

Sarthak Pandit

Ram Mandir: সন্তান কোলে অযোধ্যা রাম মন্দিরে পৌঁছলেন নায়িকা, সঙ্গে উপস্থিত তারকা স্বামীও! রইল সব ছবি

দেশের অন্যতম দর্শণীয় তীর্থস্থান রাম মন্দির৷ দেশ তথা বিদেশ থেকে ভক্তরা আসছেন রাম মন্দির দর্শনে৷ এবার স্বপরিবারে মন্দির দর্শনে এলেন জনপ্রিয় নায়িকা সঙ্গে তাঁর বিদেশি স্বামী এবং সন্তান৷ ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েই রাম দর্শন করলেন তাঁরা৷
দেশের অন্যতম দর্শণীয় তীর্থস্থান রাম মন্দির৷ দেশ তথা বিদেশ থেকে ভক্তরা আসছেন রাম মন্দির দর্শনে৷ এবার স্বপরিবারে মন্দির দর্শনে এলেন জনপ্রিয় নায়িকা সঙ্গে তাঁর বিদেশি স্বামী এবং সন্তান৷ ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েই রাম দর্শন করলেন তাঁরা৷
হলুদ শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কোলে ছিল তাঁর ছোট মেয়ে মালতি মেরি জোনাস৷ স্বামী নিক জোনাসও ছিলেন সঙ্গে৷ ভারতে কয়েকটি ব্র্যান্ডের প্রমোশনে এসেছিলেন প্রিয়াঙ্কা৷ সেই কাজের মাঝেই তিনি পৌঁছে যান অযোধ্যা৷
হলুদ শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কোলে ছিল তাঁর ছোট মেয়ে মালতি মেরি জোনাস৷ স্বামী নিক জোনাসও ছিলেন সঙ্গে৷ ভারতে কয়েকটি ব্র্যান্ডের প্রমোশনে এসেছিলেন প্রিয়াঙ্কা৷
সেই কাজের মাঝেই তিনি পৌঁছে যান অযোধ্যা৷
সেই কাজের মাঝেই তিনি পৌঁছে যান অযোধ্যা৷
সাধারণত হোলির সময় দেশে থাকেন প্রিয়াঙ্কা৷ নিক এবং পরিবারের সঙ্গে রং খেলেন৷ এবারও তার অন্যথা হয়নি৷ হোলির উৎসবের আগে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা৷৷ ভারতীয় এই সংস্কৃতি বেশ মনে ধরেছে নিকের৷ তিনিও রং খেলায় সামিল হন এবং খুবই আনন্দ করেন৷
সাধারণত হোলির সময় দেশে থাকেন প্রিয়াঙ্কা৷ নিক এবং পরিবারের সঙ্গে রং খেলেন৷ এবারও তার অন্যথা হয়নি৷ হোলির উৎসবের আগে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা৷৷ ভারতীয় এই সংস্কৃতি বেশ মনে ধরেছে নিকের৷ তিনিও রং খেলায় সামিল হন এবং খুবই আনন্দ করেন৷
এবার তাঁদের সঙ্গে রেয়ছে তাঁদের সন্তান মালতী মেরি জোনাস৷ একেবারে অন্যান্য সাধারণ মায়েরদের মতোই নিজের সন্তানকে কোলে নিয়ে রাম মন্দির দর্শনে গেলেন প্রিয়াঙ্কা৷
এবার তাঁদের সঙ্গে রেয়ছে তাঁদের সন্তান মালতী মেরি জোনাস৷ একেবারে অন্যান্য সাধারণ মায়েরদের মতোই নিজের সন্তানকে কোলে নিয়ে রাম মন্দির দর্শনে গেলেন প্রিয়াঙ্কা৷
মন্দিরে গিয়ে ভক্তি সহকারে প্রণাম করলেন৷ মাথায় পরলেন টিকা৷
মন্দিরে গিয়ে ভক্তি সহকারে প্রণাম করলেন৷ মাথায় পরলেন টিকা৷
প্রিয়াঙ্কার পরনে ছিল হলুদ শাড়ি৷ নিক পরেছিলেন কুর্তা-পায়জামা৷ গোটা মন্দির প্রাঙ্গন ঘুরে দেখলেন দম্পতি৷ প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর মা ও৷
প্রিয়াঙ্কার পরনে ছিল হলুদ শাড়ি৷ নিক পরেছিলেন কুর্তা-পায়জামা৷ গোটা মন্দির প্রাঙ্গন ঘুরে দেখলেন দম্পতি৷ প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর মা ও৷

Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির এবার বসিরহাটে! হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। বসিরহাটে উদ্বোধন হল রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দারোদঘাটন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তার দু’মাসের মধ্যেই রাম মন্দিরের ছোঁয়া বসিরহাটে।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় মরণ ফাঁদ, মানুষ থেকে পাখি নিস্তার নেই কারোর

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ। অযোধ্যায় না হলেও বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মন্দিরকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব। গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের পাশেই এবার দেখা মিলবে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই রাম মন্দিরের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই মন্দিরে শোভা পাচ্ছেন রাম, সীতা ও লক্ষণের শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাম মন্দির নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়েই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা ভাস্কর মিত্র। বসিরহাটে রাম মন্দিরের উদ্বোধন হ‌ওয়ায় খুশি স্থানীয় ভক্তরা।

জুলফিকার মোল্লা

Ayodhya Ram Mandir: রামমন্দির দেখবেন? মাত্র ১৪০০ টাকা খরচ করলে অযোধ্যায় যাওয়া-আসা, থাকা-খাওয়া সব ফ্রি

বীরভূম: রামলালা দর্শনে রামপুরহাট থেকে অযোধ্যার উদ্দেশ্যে ছুটল আস্থা স্পেশাল এক্সপ্রেস। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়তে শুরু করেছে রাম ভক্তদের ভিড়। সাধারণ মানুষ যাতে নামমাত্র খরচে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে আস্থা স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: কাকলির সাংসদ তহবিলের টাকায় বারাসতে মাতৃসদন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই একটি আস্থা স্পেশাল ট্রেন শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। ০০৩০৭-আস্থা স্পেশাল ট্রেনটিতে মোট ১৪৭৬ জন পুণ্যার্থী রামপুরহাট থেকে রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে, এমনটাই জানিয়েছেন বিজেপির বীরভূম সংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার রাম মন্দির দর্শনে যাওয়ার জন্য টিকিটের দাম মাত্র ১৪০০ টাকা। এই খরচের মধ্যেই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা, অযোধ্যার রাম মন্দির ছাড়াও সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর বন্দোবস্ত রাখা হয়েছে।

সৌভিক রায়

Bengali News: বিশাল রাম-সরস্বতীকে নিয়ে মাথাখারাপ হওয়ার দশা, কেন জানেন?

জলপাইগুড়ি: অযোধ্যায় রাম মূর্তি এবং সরস্বতী ঠাকুরের মূর্তি এখন সাধারণ মানুষের সেলফি জোন। জলপাইগুড়ি শহরেও ৫ নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল মাটির ২২ ফুটের রাম মূর্তি। কিছুটা দূরে ৫১ ফুটের সরস্বতী মূর্তি তৈরি করা হয়। বিসর্জন না হওয়ায় সাধারণ মানুষের সেলফি জোন হয়ে দাঁড়িয়েছে সেই এলাকা। আর তা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি।

আরও পড়ুন: ১০০ দিনের টাকা যেন ঠিকভাবে পায়, গ্রামে গ্রামে শিবির তৃণমূলের

রাম মন্দির উদ্বোধনের দিন প্রচুর মানুষ জলপাইগুড়ি শহরের এই মূর্তি দর্শনে হাজির হয়েছিলেন। নিজেদের নিয়োজিত করেছিলেন পুজো অর্চনাতেও। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও মূর্তিটির নিরঞ্জন বা বিসর্জন করতে পারা ‌যায়নি। বিশাল আকৃতির সরস্বতী নিয়েও একই পরিস্থিতি দেখা দিয়েছে। দমকলকে জানানো হলেও তারাও কোনও পদক্ষেপ করছে না।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই পরিস্থিতিতে বিশাল রাম ও সরস্বতী মূর্তি নিয়ে কী করা যাবে তা ভেবে উঠতে পারছেন না উদ্যোক্তারা। ভক্তি এবং চমক দেওয়ার জন্য যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই এখন উল্টে বিপাকে ফেলেছে তাঁদের।

সুরজিৎ দে

Ram Mandir: সুতো দিয়ে রাম মন্দির! চোখ ধাঁধাঁনো শিল্প, দেখুন ভিডিও

এ বাংলা থেকে এক রাম মন্দির যাচ্ছে অযোধ্যায়! এতে উৎসাহ উদ্দীপনার শেষ নেই বেশ কিছু মানুষের। রাম মন্দির নিয়ে চর্চা সারা দেশ জুড়ে। এবার শিল্পীর হাতে সৃষ্টি সুতো দিয়ে রাম মন্দির। বলা যেতে পারে বর্তমান সময়ে সর্বাধিক চর্চিত বিষয় এটি। অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে যেমন দেখতে হবে। সুতোর সাহায্যে সেই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই রাম মন্দির।

Lord Ram: সারা বছর সবুজ থাকে এই পাহাড়, বর দিয়েছিলেন স্বয়ং ভগবান রাম! কোথায় জানেন?

কলকাতা: চিত্রকূট হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। এই স্থানের প্রতিটি কোণে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের স্মৃতি বিরাজ করছে। চিত্রকূটেরই এমন একটি শৃঙ্গেরর কথা আজ আমরা বলব যেখানে সারা বছর গাছপালা সবুজ থাকে। হ্যাঁ, আমরা ধর্মীয় শহর চিত্রকূটের কমদগিরি পর্বতের কথা বলছি। এই পাহাড়ে জন্মানো গাছপালা সারা বছর সবুজ থাকে। এমনটা বিশ্বাস করা হয় এবং প্রবাদেও বলা হয় যে, যে এই পাহাড়ে যায় তার সব মনোবাঞ্ছা পূরণ হয়।

এমনটা মনে করা হয় যে, বনবাসের সময় ভগবান শ্রী রাম, মাতা জানকী এবং ভাই লক্ষ্মণকে নিয়ে চিত্রকূটে এসেছিলেন। এখানে ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবীও তাঁকে রক্ষা করতে চিত্রকূটে আসেন। চিত্রকূটে সাড়ে এগারো বছর নির্বাসন কাটিয়ে তিনি দণ্ডক বনের দিকে চলে যান, কিন্তু শ্রী রাম তাঁর সঙ্গে আসা ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবীকে চিত্রকূটেই বিরাজ করতে বলে চলে যান। এই কারণেই কমদগিরি পাহাড় সবসময় সবুজ থাকে। লোকবিশ্বাস মতে ভগবান রাম স্বয়ং এই পর্বতকে বর দিয়েছিলেন চিরসবুজ হওয়ার।

আরও পড়ুন: জেলে অনুব্রত মণ্ডল, সেই ‘কেষ্ট’কে ঘিরেই বোলপুরে বিরাট কাণ্ড! কীসের ইঙ্গিত?

চিত্রকূট হনুমান মন্দিরের পুরোহিত অমিত তিওয়ারি জানিয়েছেন যে, কমদগিরি পর্বত একটি স্থাবর তীর্থ। ভগবান রাম যখন বনবাসে যান, তখন তিনি চিত্রকূটে বাস করেন এবং সাড়ে এগারো বছর সাধুদের সঙ্গে এই পর্বতের পূজা করেন। মাতা জানকীকে রক্ষা করার জন্য তাঁর সঙ্গে অযোধ্যা থেকে ৫২ জন দেবী ও ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা তাঁদের সঙ্গে এখানে আসেন।

আরও পড়ুন: চাকরি নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা! ৩ ফেব্রুয়ারি নিয়েও বড় ডাক, কোন কোন পদে চাকরি?

এখান থেকে যখন বাস সমাপ্ত করে শ্রী রাম চলে যান, তখন শ্রী রাম ও মাতা জানকী সাধুদের সঙ্গে কালযাপনের আশীর্বাদস্বরূপ তাঁদের সঙ্গে যা কিছু শক্তি ছিল তা এই পর্বতকে দান করে যান। তারপর থেকে সেই ১০৮টি গঙ্গার মতো পবিত্র ধারা এবং ৫২ জন দেবী এই পর্বতে বিদ্যমান থাকেন। এই পর্বতে দেবীশক্তির অনুভূতি আজও অনুভব করা যায়। এমনটিও বিশ্বাস করা হয় যে চিত্রকূটে যিনি তপস্যা করেন তাঁর কোনও মনোকামনা কখনও বৃথা যায় না।

মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও

অযোধ্যা: এক সপ্তাহ আগেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল সিনে দুনিয়ার তাবড় তারকাদের। হেমা মালিনী, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর – কে ছিলেন না সেই অতিথি তালিকায়! বাদ যাননি অনুপম খেরও। গত ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের পরের দিনই সাধারণ ভক্তদের ভিড়ে মিশেই রাম লালার দর্শন সারলেন তিনি। তবে সেটা পুরোপুরি ছদ্মবেশে, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন! একটি ভিডিওতে এই ঘটনার ঝলকও ভাগ করে নিলেন অনুপম খের।

আরও পড়ুন- সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন? কখনও ভেবে দেখেছেন?

ভিডিও-র ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “অনুগ্রহ করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। গতকাল আমি রাম মন্দিরে গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হিসাবে! কিন্তু আজ আমি ভাবলাম সকলের সঙ্গে চুপচাপ আমিও মন্দিরে যাই। আর ভক্ত সমাগম দেখে আমার মন একেবারে ভরে গিয়েছে। রামজির দর্শনের জন্য মানুষের উদ্যম এবং ভক্তি ছিল চোখে পড়ার মতো! যখন আমি সেখান থেকে ফিরছিলাম, এক ভক্ত আমার কানে কানে বলেন, ভাই মুখ ঢেকে রাখলেও কিছু হবে না! রামলালা ঠিক চিনে ফেলেছেন!”

আরও পড়ুন- ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাপনের ঝলক ভক্তদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন অনুপম খের। এমনকী নিজের অনুভূতিও প্রকাশ করতে দ্বিধা করেন না অভিনেতা। ৬৮ বছর বয়সেও বি-টাউনে সক্রিয় তিনি। নিজের অভিনয় দক্ষতা এবং ছবির মাধ্যমে সকলের মনে নিজের জায়গা একই রকম ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রবীণ অভিনেতা। অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু ওই ছবিতে অনুপম খেরের অভিনয় আলাদা ভাবেই প্রশংসিত হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। এরপর ‘মুঙ্গিলাল রকস’ এবং ‘মেট্রো ইন দিন’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রবীণ ওই অভিনেতাকে।

Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এই ব্যক্তি; কত কোটি টাকা দিয়েছেন জানেন?

উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দিরের। সোমবার মন্দিরে শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। তার পরও সারা দেশ থেকে কোটি কোটি মানুষ দান করেছেন এই মহৎ মন্দিরটি নির্মাণে। এই তালিকায় সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা রয়েছেন যাঁরা রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছেন। কিন্তু, রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন একা জানলেও অবাক হতে হয়।
উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দিরের। সোমবার মন্দিরে শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। তার পরও সারা দেশ থেকে কোটি কোটি মানুষ দান করেছেন এই মহৎ মন্দিরটি নির্মাণে। এই তালিকায় সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা রয়েছেন যাঁরা রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছেন। কিন্তু, রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন একা জানলেও অবাক হতে হয়।
এই বিশাল মন্দির নির্মাণের জন্য যিনি সবথেকে বেশি দান করেছেন, তাঁর নাম কেউ অনুমানও করতে পারবেন না। কারণ তিনি কোনও বড় চলচ্চিত্র অভিনেতা বা বড় ব্যবসায়ী নন। তিনি হলেন মোরারি বাপু, একজন গুজরাতি আধ্যাত্মিক গুরু এবং রামকথার আবৃত্তিকার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্ট বলেছে যে, বাপু নিজেই রাম মন্দিরে সর্বাধিক পরিমাণ দান করেছিলেন।
এই বিশাল মন্দির নির্মাণের জন্য যিনি সবথেকে বেশি দান করেছেন, তাঁর নাম কেউ অনুমানও করতে পারবেন না। কারণ তিনি কোনও বড় চলচ্চিত্র অভিনেতা বা বড় ব্যবসায়ী নন। তিনি হলেন মোরারি বাপু, একজন গুজরাতি আধ্যাত্মিক গুরু এবং রামকথার আবৃত্তিকার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্ট বলেছে যে, বাপু নিজেই রাম মন্দিরে সর্বাধিক পরিমাণ দান করেছিলেন।
মোরারি বাপু ছয় দশকেরও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে যুক্ত করেছেন। তিনি দেশে, বিদেশে রামকথা পরিচালনা করেন। বাপু, যিনি নিজে রামের ভক্ত, ভারতীয়দের স্বপ্নের মন্দির নির্মাণের জন্য ১৮.৩ কোটি টাকা দান সংগ্রহ করেছেন। মোরারি বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন ও দান করেছেন।Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
মোরারি বাপু ছয় দশকেরও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে যুক্ত করেছেন। তিনি দেশে, বিদেশে রামকথা পরিচালনা করেন। বাপু, যিনি নিজে রামের ভক্ত, ভারতীয়দের স্বপ্নের মন্দির নির্মাণের জন্য ১৮.৩ কোটি টাকা দান সংগ্রহ করেছেন। মোরারি বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন ও দান করেছেন।Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
ইতিমধ্যেই তিনি অযোধ্যা ট্রাস্টে ১১.৩০ কোটি টাকা তুলে দিয়েছেন। তিনি ব্রিটেন এবং ইউরোপে রামকথা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সমর্থকদের কাছ থেকে ৩.২১ কোটি টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশ থেকে ৪.১০ কোটি টাকার উল্লেখযোগ্য অনুদান সংগ্রহ করেছেন, যা তিনি শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টে দান করবেন।

ইতিমধ্যেই তিনি অযোধ্যা ট্রাস্টে ১১.৩০ কোটি টাকা তুলে দিয়েছেন। তিনি ব্রিটেন এবং ইউরোপে রামকথা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সমর্থকদের কাছ থেকে ৩.২১ কোটি টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশ থেকে ৪.১০ কোটি টাকার উল্লেখযোগ্য অনুদান সংগ্রহ করেছেন, যা তিনি শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টে দান করবেন।
২০২০ সালের অগাস্টে, মোরারি বাপু গুজরাতের পিথোরিয়াতে একটি অনলাইন কথার মাধ্যমে অনুদান দেওয়ার জন্য ভক্তদের কাছে আবেদন করেছিলেন। তার পরে ভারত এবং বিদেশ থেকে তাঁর ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন। ‘‘আমরা ইতিমধ্যে ১১.৩ কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি। এই বছরের ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পরে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টে দান করব ৷’’ Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
২০২০ সালের অগাস্টে, মোরারি বাপু গুজরাতের পিথোরিয়াতে একটি অনলাইন কথার মাধ্যমে অনুদান দেওয়ার জন্য ভক্তদের কাছে আবেদন করেছিলেন। তার পরে ভারত এবং বিদেশ থেকে তাঁর ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন। ‘‘আমরা ইতিমধ্যে ১১.৩ কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি। এই বছরের ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পরে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টে দান করব ৷’’ Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
মোরারি বাপু এক বিবৃতিতে বলেছিলেন, ‘‘আমাদের মোট অনুদান হবে ১৮.৬ কোটি টাকা।’’ মোরারি বাপু বিগত ৬০ বছর ধরে রামের গল্প বলার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বাপু বলেন, "রামমন্দির উদ্বোধন হওয়ায় আমার মন আনন্দে ভরে গিয়েছে"। প্রসঙ্গত, এ হেন মোরারি বাপুই অযোধ্যা বিবাদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন। Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
মোরারি বাপু এক বিবৃতিতে বলেছিলেন, ‘‘আমাদের মোট অনুদান হবে ১৮.৬ কোটি টাকা।’’ মোরারি বাপু বিগত ৬০ বছর ধরে রামের গল্প বলার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বাপু বলেন, “রামমন্দির উদ্বোধন হওয়ায় আমার মন আনন্দে ভরে গিয়েছে”। প্রসঙ্গত, এ হেন মোরারি বাপুই অযোধ্যা বিবাদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন। Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle

Ram Mandir: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল…

অযোধ্যা: মাত্র দু দিন আগেই অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাম মন্দিরে আগমন ঘটল হনুমানের৷ তাও আবার সরাসরি সেই হনুমান সরাসরি চলে গেল মন্দিরের গর্ভগৃহে৷ একেবারে রাম লালার উৎসব মূর্তির সামনে গিয়ে হাজির হল সেই হনুমান৷

মঙ্গলবার বিকেলে এই ঘটনা যখন মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে, তাঁরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন৷ হনুমান যদি কোনও ভাবে ধাক্কা দিয়ে মূর্তি ফেলে দেয়, সেই আশঙ্কায় ছুটে যান তাঁরা৷ কিন্তু হনুমানের কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান মন্দিরের রক্ষীরা৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক্স হ্যান্ডেলেই এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয়, জানিয়ে দিল আপ! বাংলার পর আরও এক রাজ্যে ধাক্কা

সেখানে লেখা হয়েছে, ‘আজ রাম জন্মভূমি মন্দিরে এক সুন্দর ঘটনার বর্ণনা দেওয়া হল৷ আজ সন্ধ্যা ৫.৫০ মিনিটে একটি হনুমান মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে গর্ভগৃহে প্রবেশ করে উৎসব মূর্তির কাছে পৌঁছে যায়৷ হনুমানটি উৎসব মূর্তিকে মাটিতে ফেলে দিতে পারে, এই আশঙ্কায় নিরাপত্তারক্ষীরা দ্রুত সেদিকে এগিয়ে যান৷ কিন্তু যেই মাত্র রক্ষীরা হনুমানটির দিকে এগিয়ে যান, সেটি শান্ত ভাবে গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের উত্তর দ্বারের দিকে এগিয়ে যায়৷ কিন্তু সেই গেট বন্ধ থাকায় ঘুরে গিয়ে সেটি দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দিয়েই কাউকে বিরক্ত না করে মন্দিরের পূর্ব দ্বার দিয়ে বেরিয়ে যায়৷ নিরাপত্তারক্ষীরা বলছেন, দেখে মনে হল স্বয়ং হনুমান এসে রাম লালার দর্শন করে গেলেন৷’

গত সোমবার রাম মন্দিরে রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল থেকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়৷ প্রথম দিনেই মন্দিরে রাম লালার দর্শন করেন ৫ লক্ষ মানুষ৷