মুম্বাই: এখনও কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের কিনারা হয়নি৷ তার আগেই দল বদল করলেন বাবা সিদ্দিকির বিধায়ক পুত্র জিশান সিদ্দিকি৷ এ দিন অজিত পাওয়ার পন্থী এনসিপি-তে যোগ দিলেন তিনি৷ জিশান জানিয়েছেন, কঠিন সময়ে অজিত পাওয়ারের দল তাঁর পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
তবে জিশানের দল বদল অনিবার্যই ছিল৷ কারণ গত অগাস্ট মাসেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল কংগ্রেস৷
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে উচ্চ প্রাথমিক মামলা খারিজ! হাইকোর্টের নির্দেশ মেনেই হবে ১৪০৫২ পদে নিয়োগ
আামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন৷ এবারের নির্বাচনেও বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে লড়বেন জিশান৷ ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনার বরুণ সরদেশাই৷ যিনি আবার সম্পর্কে আদিত্য ঠাকরের সম্পর্কিত ভাই৷
কয়েকদিন আগেই নাম না করে কংগ্রেস সহ মহারাষ্ট্রের বিরোধী জোটকে আক্রমণ করেছিলেন জিশান৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দেন তিনি৷ এ দিন অজিত পাওয়ারের উপস্থিতিতেই এনসিপি-তে যোগ দেন জিশান৷