হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারমধ্যে আইপিএলের প্রতিটি দলকে ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা।

IPL Retention Rule: আইপিএলে প্লেয়ার ধরে রাখতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে দলের মালিকদের, কোন ক্রিকেটারকে কোন স্লটে ধরে রাখলে কেকেআরের কত করে খসবে, জানলে চোখ উঠবে কপালে

আইপিএল নিলামের মেগা আসর বসবে এই বছরেই৷ ২০২৫ আইপিএলের জন্যে একদম নতুন করে সাজাতে হবে দল৷ তবে রিটেনশন প্লেয়ারের তালিকায় একদল ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নিতে হবে সব ফ্রাঞ্চাইজিকেই৷ কোন দল  কোন ছকে প্লেয়ার ধরে রাখবে সেই নিয়ে ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে৷
আইপিএল নিলামের মেগা আসর বসবে এই বছরেই৷ ২০২৫ আইপিএলের জন্যে একদম নতুন করে সাজাতে হবে দল৷ তবে রিটেনশন প্লেয়ারের তালিকায় একদল ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নিতে হবে সব ফ্রাঞ্চাইজিকেই৷ কোন দল  কোন ছকে প্লেয়ার ধরে রাখবে সেই নিয়ে ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে৷
কেকেআর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে চুক্তি মতানৈক্যে পৌঁছতে পারেনি ফলে তাঁকে দলে রাখার বিষয়টি এখনও ধোঁয়াশায়৷ সূত্রের খবর কেকেআরকে ১০ বছর বাদে ট্রফি এনে দেওয়া অধিনায়ককে এবার আইপিএল নিলাম টেবলে ছেড়ে দেবে টিম ম্যানেজমেন্ট৷
কেকেআর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে চুক্তি মতানৈক্যে পৌঁছতে পারেনি ফলে তাঁকে দলে রাখার বিষয়টি এখনও ধোঁয়াশায়৷ সূত্রের খবর কেকেআরকে ১০ বছর বাদে ট্রফি এনে দেওয়া অধিনায়ককে এবার আইপিএল নিলাম টেবলে ছেড়ে দেবে টিম ম্যানেজমেন্ট৷
ভারতীয় বোর্ড জানিয়েছে সব আইপিএল টিমকেই যে প্লেয়ারকে ধরে রাখতে হবে তাদের লিস্ট জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে৷ বিসিসিআইয়ের মতে এক একটি  ফ্রাঞ্চাইজি  সর্বাধিক ৬ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে৷  এদিকে প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিদের ক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে ৫ জন প্লেয়ার এবং আনক্যাপড প্লেয়ার ধরে রাখার সর্বাধিক সংখ্যা ২ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ আছে৷
ভারতীয় বোর্ড জানিয়েছে সব আইপিএল টিমকেই যে প্লেয়ারকে ধরে রাখতে হবে তাদের লিস্ট জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে৷ বিসিসিআইয়ের মতে এক একটি  ফ্রাঞ্চাইজি  সর্বাধিক ৬ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে৷  এদিকে প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিদের ক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে ৫ জন প্লেয়ার এবং আনক্যাপড প্লেয়ার ধরে রাখার সর্বাধিক সংখ্যা ২ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ আছে৷
এদিকে প্লেয়ার ধরে রাখতে গেলে প্রচুর পরিমাণে টাকা খসাতে হবে প্রতিটা ফ্রাঞ্চাইজিকে৷ প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে যেমন ফিক্সড রেট করে দিয়েছে বিসিসিআই, ঠিক তেমনিই আরটিএম কার্ডের ক্ষেত্রেও রয়েছে রেট চার্ট৷  প্রথম তিন প্লেয়ারের ক্ষেত্রে টাকার পরিমাণ এক, দুই , তিন যথাক্রমে ১৮ কোটি টাকা, ১৪ কোটি টাকা, ১১ কোটি টাকা৷ এদিকে চতুর্থ প্লেয়ার ধরে রাখতে গেলে ফের গ্যাঁটের কড়ি খরচ হবে ১৮ কোটি টাকা, পঞ্চম প্লেয়ারের জন্য টাকার অ্যামাউন্ট ১৪ কোটি টাকা৷  আনক্যাপড প্লেয়ারের জন্য টাকার পরিমাণ হবে সর্বাধিক ৪ কোটি টাকা৷
এদিকে প্লেয়ার ধরে রাখতে গেলে প্রচুর পরিমাণে টাকা খসাতে হবে প্রতিটা ফ্রাঞ্চাইজিকে৷ প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে যেমন ফিক্সড রেট করে দিয়েছে বিসিসিআই, ঠিক তেমনিই আরটিএম কার্ডের ক্ষেত্রেও রয়েছে রেট চার্ট৷  প্রথম তিন প্লেয়ারের ক্ষেত্রে টাকার পরিমাণ এক, দুই , তিন যথাক্রমে ১৮ কোটি টাকা, ১৪ কোটি টাকা, ১১ কোটি টাকা৷ এদিকে চতুর্থ প্লেয়ার ধরে রাখতে গেলে ফের গ্যাঁটের কড়ি খরচ হবে ১৮ কোটি টাকা, পঞ্চম প্লেয়ারের জন্য টাকার অ্যামাউন্ট ১৪ কোটি টাকা৷  আনক্যাপড প্লেয়ারের জন্য টাকার পরিমাণ হবে সর্বাধিক ৪ কোটি টাকা৷
যদি আরটিএম অপশন অনুসারে যদি নিজের প্লেয়ারকে নিলাম টেবল থেকে তুলে নিতে চায় তাহলে যে নিয়মটা আছে সেটা হল যদি একটা দল পাঁচ প্লেয়ারকে রিটেন করে তাহলে একজন ক্রিকেটারকে আরটিএম অপশন দিয়ে তুলে নিতে পারবে৷ আর যদি কোনও দল ৪ জন ক্রিকেটারকে ধরে রাখে তাহলে আরটিএম কার্ড থাকবে ২ টি৷ কোনও দল যদি একজনও ক্রিকেটারকে রিটেন না করে তাহলে অকশন টেবলে ৬ টি আরটিএম থাকবে৷ পাশাপাশি রিটেন করার অপশনে বিসিসিআই এও জানিয়েছে প্লেয়ার ধরে রাখতে হলে তাদের দেওয়া ক্যাপের চেয়েও বেশি টাকা কোনও ফ্রাঞ্চাইজি অফার করতে পারে আর এটাই মাথাব্যাথার কারণ হয়েছে৷
যদি আরটিএম অপশন অনুসারে যদি নিজের প্লেয়ারকে নিলাম টেবল থেকে তুলে নিতে চায় তাহলে যে নিয়মটা আছে সেটা হল যদি একটা দল পাঁচ প্লেয়ারকে রিটেন করে তাহলে একজন ক্রিকেটারকে আরটিএম অপশন দিয়ে তুলে নিতে পারবে৷ আর যদি কোনও দল ৪ জন ক্রিকেটারকে ধরে রাখে তাহলে আরটিএম কার্ড থাকবে ২ টি৷ কোনও দল যদি একজনও ক্রিকেটারকে রিটেন না করে তাহলে অকশন টেবলে ৬ টি আরটিএম থাকবে৷ পাশাপাশি রিটেন করার অপশনে বিসিসিআই এও জানিয়েছে প্লেয়ার ধরে রাখতে হলে তাদের দেওয়া ক্যাপের চেয়েও বেশি টাকা কোনও ফ্রাঞ্চাইজি অফার করতে পারে আর এটাই মাথাব্যাথার কারণ হয়েছে৷
সূত্রের খবর কেকেআর ফ্রাঞ্চাইজি যে প্লেয়ারদের প্রাথমিকভাবে ধরে রাখতে চায় বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে জানা গেছে সেখানে নামগুলি হল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ফিলিপ সল্ট, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার৷ এবার এই ক্রিকেটারদের কাকে কত নম্বর প্লেয়ার হিসেবে ধরে রাখবে তা নিয়েও টাকা পয়সার হিসেবনিকেশ এবং প্লেয়ারদের রাজি হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে৷
সূত্রের খবর কেকেআর ফ্রাঞ্চাইজি যে প্লেয়ারদের প্রাথমিকভাবে ধরে রাখতে চায় বলে থিঙ্কট্যাঙ্ক সূত্রে জানা গেছে সেখানে নামগুলি হল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ফিলিপ সল্ট, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার৷ এবার এই ক্রিকেটারদের কাকে কত নম্বর প্লেয়ার হিসেবে ধরে রাখবে তা নিয়েও টাকা পয়সার হিসেবনিকেশ এবং প্লেয়ারদের রাজি হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে৷
শ্রেয়স আইয়ার কেকেআর অধিনায়ক হিসেবে আইপিএল জিতলেও ফ্রাঞ্চাইজি তাঁকে দলে রাখতে আগ্রহী নয় এই কথায় কার্যত সিলমোহর পড়ে গেছে৷ ফলে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছেই৷ 
শ্রেয়স আইয়ার কেকেআর অধিনায়ক হিসেবে আইপিএল জিতলেও ফ্রাঞ্চাইজি তাঁকে দলে রাখতে আগ্রহী নয় এই কথায় কার্যত সিলমোহর পড়ে গেছে৷ ফলে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছেই৷
এদিকে শুধু কেকেআরই নয়, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটাল্স, পাঞ্জাব কিংস,  এবং আরসিবি কেউই নিজেদের অধিনায়ক ধরে রাখবে না বলেই টিমেদের অন্দরমহল সূত্রে খবর৷  কেএল রাহুল এবং ঋষভ পন্থ চুক্তি নিলাম টেবলেই চলে আসবে৷ আরসিবি ও পঞ্জাব দুজনেই নতুন অধিনায়ক খুঁজছে৷ 
এদিকে শুধু কেকেআরই নয়, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটাল্স, পাঞ্জাব কিংস,  এবং আরসিবি কেউই নিজেদের অধিনায়ক ধরে রাখবে না বলেই টিমেদের অন্দরমহল সূত্রে খবর৷  কেএল রাহুল এবং ঋষভ পন্থ চুক্তি নিলাম টেবলেই চলে আসবে৷ আরসিবি ও পঞ্জাব দুজনেই নতুন অধিনায়ক খুঁজছে৷