আহত অজিত মন্ডলের পরিবার

হাসপাতালে শুয়ে স্বামী, দেখতে যেতে পারছেন না স্ত্রী! কপালের ফের হয়তো একেই বলে!

মুর্শিদাবাদ: হঠাৎ বিকট শব্দ, তারপর বারকয়েক ঝাঁকুনি। তখন ট্রেনের যাত্রীদের অনেকেই ঘুমিয়ে রয়েছে, আবার কেউ কেউ ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছেন। তার মাঝে এমন ঘটনা!

যাত্রীরা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে গিয়েছেন। অনেকেই তাতে জখম হয়েছেন। আর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন মুর্শিদাবাদ ফরাক্কার অজিত মন্ডল।

সেই খবর বাড়িতে পৌঁছয়। কিন্তু বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাঁকে দেখতে যাওয়ার পরিস্থিতি হয়ে ওঠেনি পরিবারের। অজিত মন্ডল পেশায় সবজি বিক্রেতা। তাঁর স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালান। তিন ছেলেমেয়ে। আর্থিক অবস্থা খারাপের কারণে এখন আহতের কাছে যেতে পারছেন না পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- জলের দরে বরফ ঠান্ডা! বাড়িতে লাগিয়ে ফেলুন সেন্ট্রাল AC! 1BHK থেকে 3BHK, কত খরচ?

অজিত মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল জানান, এই চলতি মাসের ১২ তারিখে একজন রোগীকে নিয়ে জলপাইগুড়ি একটি আশ্রমে গিয়েছিলেন। গতকাল দুপুরে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। সেই অনুযায়ী ট্রেনের জেনারেল কামরাতে চেপেছিলেন তিনি।

তার পর একটি অচেনা নম্বর থেকে বাড়িতে ফোন আসে, জানানো হয়, অজিত মণ্ডল গুরুতর জখম ট্রেন দুর্ঘটনায়। তার পর থেকেই পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন অজিত মন্ডলকে নিয়ে।

আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারে আগুন লাগে কেন? ‘এই’ ৫ ভুল কারণ! দুর্ঘটনা এড়াতে জেনে রাখুন

পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাঁকে দেখতে যাওয়ার পরিস্থিতি নেই। এই ঘটনার পর থেকে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে।  ইতি মধ্যেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। আহত ৫০ জনের ওপরে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই চালক।

কৌশিক অধিকারী