লিলুয়ায় একটি কারখানায় গ্যাস সিলেন্ডার ব্লাস্ট করে আহত একাধিক

Howrah News: লিলুয়ায় কারখানায় গ্যাস সিলেন্ডার ব্লাস্ট! আহত একাধিক শ্রমিক

হাওড়া: গোডাউনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আহত ৩ জন। ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, দূর্ঘটনায় একজনের পা এবং অন্য একজনের হাতে ছিন্নভিন্ন। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনা ঘটতেই আহত শ্রমিকদের ফেলে ওই কারখানা ছেড়ে গা ঢাকা দেয় মালিক পক্ষ। হঠাৎ দুপুর ২.৩০-৩ নাগাদ এলাকায় বিকট শব্দ হয়। শব্দের উৎস হাওড়া ঘুসুড়ির ভিক্টোরিয়া মার্কেট এর মধ্যে একটি কারখানা।

আরও পড়ুনঃ পড়ে রইল কেক, খিচুড়ি-মাছ ভাজা! মেয়ের জন্মদিনেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় চিরঘুমে বাবা

পার্শ্ববর্তী কারখানা ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌঁছলে দেখেন, লোহা কাটতে গিয়ে এই বিস্ফোরণ। গ্যাস সিলেন্ডার ব্লাস্ট করে লন্ডভন্ড কারখানা। কারখানার মধ্যেই পড়ে রয়েছে আহত শ্রমিক। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে। সূত্রে জানা যায়, প্রথমে সেখান থেকে জয়সবাল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

জানা যায়, ঘটনায় আহত অমিত শর্মা (৪৯) বাঁ হাতে গুরুতর চোট। তারক সাঁতার (৫০) একটি পা-এ গুরুতর চোট। এ প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ গোডাউনের অন্যান্য লেবার এবং মালিক উপস্থিত থাকলেও ঘটনা ঘটতেই তারা কারখানা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে এইচ এম কে কর্পোরেশন ১৪/৫ এএইচকে চ্যাটার্জি লেন।

গত কয়েক বছর এমন ঘটনা একাধিকবার, স্থানীয় এলাকায় বেশ কিছু কারখানা রয়েছে। ফলে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে দুশ্চিন্তা।

 

রাকেশ মাইতি