ফুঁসছে সমুদ্র! ৪৯ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ৩ টি ট্রলার, এবার তল্লাশি চালাবে উপকূল রক্ষী বাহিনী

ফুঁসছে সমুদ্র! ৪৯ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ৩ টি ট্রলার, এবার তল্লাশি চালাবে উপকূল রক্ষী বাহিনী

দক্ষিণ ২৪ পরগণা: সোমবার সকাল থেকেই মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, “এখনও পর্যন্ত তাঁদের কোনও খবর দেওয়া হয়নি।”

জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে। কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট’, ‘সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা’! টালা থানার ওসির বিরুদ্ধে আরও কী কী চাঞ্চল‍্যকর অভিযোগ সিবিআইয়ের?

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “তিনটি ট্রলারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। আজ সকাল থেকে উপকূল রক্ষী বাহিনী এয়ারক্রাফট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। এছাড়াও মৎস্যজীবী সংগঠন গুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্র পাড়ি দেবে।”

আরও পড়ুন: সূর্য, বুধ, কেতুর মিলনে তৈরি হবে ত্রিগ্রহী যোগ! ভাগ‍্য খুলবে ৩ রাশির, টাকাপয়সা-সোনাদানায় ভরবে ঘর

তিনি আরও বলেন, “এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন ট্রলার গুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলছে।”

Biswajit halder