আলুর উপর জগন্নাথ দেবের প্রতিকৃতি তৈরি করে নজর কাড়ল বালুরঘাটের পড়ুয়া

South Dinajpur News : বিগ্রহ তৈরির উপকরণ আলু! জগন্নাথদেবের মূর্তি তৈরি করে বাজিমাত শিল্পীর

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : মাটি নয়, কাঠ নয়, একেবারে আস্ত একটি আলুর উপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তাক লাগালেন বালুরঘাট নামাবঙ্গীর বাসিন্দা দেবজ্যোতি মোহরা। বর্তমানে দেবজ্যোতি কলা বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত হলেও ছোটবেলা থেকে এই ধরনের কাজের প্রতি ঝোঁক ছিল যথেষ্ট। আলু দিয়ে শিল্পকর্ম তৈরির ভাবনা মাথায় আসে দেবজ্যোতির। তাঁর যেমন ভাবনা, তেমনই কাজ। ভাবা মাত্রই এই কাজে লেগে পড়েন তিনি।

অবশেষে জগন্নাথদেবের মুখাবয়ব তৈরির পরিকল্পনা তাঁর মাথায় আসে। মোট তিনটি আলু দিয়ে তিনি জগন্নাথ দেবের প্রতিকৃতি তৈরি করেছেন। তার উপরে লাল, কালো ও সাদা রং দিয়ে মুখের অবয়ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে, আলুর উপর রং করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁকে। প্রথমে ফেব্রিকের প্রলেপ দিয়ে শুকিয়ে তার পরে রঙ ধরেছে আলুতে। সবশেষে জরির কাজে পারদর্শিতা দেখিয়েছেন। সেখানে সোনালি জরি ব্যবহার করা হয়েছে। মূর্তিতে জরি ও পুঁথি দিয়ে মুকুট তৈরি করে অবিকল জগন্নাথদেবের অবয়ব ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন : মেয়ে জামাই আসছে জামাইষষ্ঠীতে? তাঁদের মঙ্গলকামনায় ডালায় রাখুন এই সাদা মিষ্টি ও এই গাছের পাতা

বালুরঘাট শহরের নেপালি পাড়ায় বাড়ি দেবজ্যোতি মোহরার। বালুরঘাট কলেজের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। ছোট থেকেই বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাঁর প্রতিভার পরিচয় ইতিমধ্যেই দেবজ্যোতি দিয়েছেন। তাঁর হাতে বানানো দেবদেবীর গয়না ভিনদেশে পাড়ি দিয়েছে। এবার আলু দিয়ে বানানো জগন্নাথ দেবের মূর্তি রীতিমতো সাড়া ফেলেছে। দেবজ্যোতির কথায়, তাঁর এই কাজে বাবা-মা বন্ধু-বান্ধব সকলেই আনন্দিত। এবং তাঁরা যথেষ্ট ভাবেই দেবজ্যোতিকে সাহায্য করে থাকে। দেবজ্যোতি আরও জানান, বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পী সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এই কাজে তিনি নিজেকে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ আরও বেশি করে করতে চান। বর্তমানে তাঁর তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাদৃত হয়েছে।