গ্রামে শিয়ালের আতঙ্ক

Bangla News: ঘরের বাইরে পা রাখলেই কামড়ের আতঙ্ক! ‌আচমকাই দৌড়ে এসে দাঁত বসাচ্ছে ‘ক্ষ্যাপা’, তোলপাড় বাংলার গ্রামে

হাওড়া: ক্ষ্যাপা শিয়ালের আতঙ্কে গ্রামবাসী! রীতিমতো ঘুম উড়েছে গ্রামের ৮ থেকে ৮০ বয়সের মানুষের। ঘরের চৌকাঠের বাইরে পা ফেলতেই ভয় মানুষ। আচমকাই দৌড়ে এসে কামড় বসাচ্ছে শিয়াল। শিয়ালের কামড়ে থেকে রক্ষা পায়নি শিশুও।

উদয়নারায়ণ কুরচি গ্রামে মানুষ বাড়ির বাইরে বের হলেই কিছু বোঝার আগেই শিয়াল এসে কামড় বসাচ্ছে। উদ্বিগ্ন গ্ৰামবাসীরা। স্থানীয়দের অভিযোগ,  একদল শিয়াল হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। একাধিক শিয়াল বলেই মনে করছে গ্রামবাসীরা। শিয়ালের কামড়ে জখম এক ব্যক্তি-সহ শিশু। ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরে।

আরও পড়ুন: বদলে গেল রিজার্ভেশনের নিয়ম, কতদিন আগে কাটলে কনফার্ম টিকিট মিলবে? রেলের বড় ঘোষণা

এই ঘটনায় গোটা গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। আতঙ্ক কাটাতে স্থানীয়রা যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংগঠনের সঙ্গে।
এই খবর পেয়েই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ ডিএফও হাওড়া ডিভিশনের কাছে অভিযোগ জানান। গ্ৰামের মানুষের নিরাপত্তা সার্থে ওই শিয়ালদের ধরার জন্য খাঁচা বসিয়ে ধারার আবেদন।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? ভারত থেকে নাম নেই হৃত্বিক-রণবীরের! তালিকায় কে ঢুকল জানেন?

পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ জানান,  ক্ষিপ্ত এই শিয়ালের জন্য গ্রামের মানুষ অতিষ্ঠ। শিয়ালের কামড় খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। গ্ৰামের মানুষের উপর আরও আক্রমণ হতে পারে। খবর পেয়ে সেখানে বন দফতরের কর্মীরা ফাঁদ পাতে। বৃহস্পতিবার সকালে শিয়ালটি ধরা সম্ভব হয়েছে বলে জানা যায় বন বিভাগ সূত্রে। শিয়ালের সংখ্যা একাধিক কিনা সে বিষয়ে গুরুত্ব রাখছে বন দফতর।

রাকেশ মাইতি