প্রতীকী ছবি

Bangla News: বিশ্বকর্মা পুজোর রাতে টোটো চালককে টার্গেট করে পর পর গুলি, কারণ শুনলে মাথা ঘুরে যাবে! কোথায়?

উত্তর ২৪ পরগনা: বিশ্বকর্মা পুজোর রাতেই কাঁচরাপাড়ায় চলল গুলি! কাঁচরাপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন চার নম্বর কুলিয়া রোডে এলাকায় এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

দু’রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। পেশায় টোটোচালক নেপাল দাস বিশ্বকর্মা পুজোর পর বাড়ি ফিরছিলেন রাতে। রাস্তায় দুষ্কৃতীরা অশালীন আচরণ করায় তার প্রতিবাদ করতেই, গুলি চালায় বলে অভিযোগ।

আক্রান্ত চালক
আক্রান্ত চালক

আরও পড়ুন: মোড় ঘুরিয়ে দিল কেস ডায়েরি! টালা ওসি-র উত্তরেই ফাঁস সব, এবার স্ক্যানারে ‘বড়’ কেউ?

এরপর নেপালবাবু পালাতে শুরু করলে, তাকে ধরে ফেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। আবারও ছুটে পালানোর চেষ্টা করলে আরও এক রাউন্ড গুলি চালানো হয়। এরপর স্থানীয় মানুষজন আহত নেপালবাবুকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নামে বীজপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে রাতেই ইব্রাহিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: এক সময় টেক্কা দিচ্ছিলেন শাহরুখকে, একটি ভুলে সব শেষ! ৪০-এই প্রয়াত বাঙালি নায়ক

তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি। নেপাল দাস বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। কেন তাঁর উপর এভাবে গুলি চালানো হল বা মাথায় আঘাত করা হল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এদিন ধৃতকে কোর্টে পেশ করা হবে।

Rudra Narayan Roy