দুর্গাপুরে একটি শপিং মলের সামনে পুলিশের বিশেষ শক্তি বাহিনী।

Bangla Video: রাতের রাস্তায় মেয়েদের সাহস জোগাবে পুলিশের শক্তি বাহিনী

পশ্চিম বর্ধমান: নারী নিরাপত্তায় আরও বেশি জোর দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নারী নিরাপত্তার স্বার্থে আরও সক্রিয় হল পুলিশের প্রমিলা বাহিনী। রাস্তাঘাটে যেকোনও মহিলা বিপদে পড়লে অথবা কাজ সেরে রাতে বাড়ি ফিরতে গিয়ে সমস্যা হলে ছুটে যাবে শক্তি বাহিনীর সদস্যরা। তাছাড়া বিপদে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে ১০০ ডায়ালের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আরজি কর কাণ্ডের পর অনেকেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে রাত করে কাজ থেকে যে সমস্ত মেয়েরা বাড়ি ফেরেন তাঁরা নিরাপত্তা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন। সেইসব মহিলাদের আত্মবিশ্বাস, সাহস জোগাবে পুলিশের এই শক্তি বাহিনী। যারা কাজ করবেন জেলার বিভিন্ন প্রান্তে। প্রত্যেক এসিপি’র এলাকা ভিত্তিক হিসেবে এই শক্তি বাহিনী তৈরি করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের, বিশ্বভারতীর ছাত্রীদের সুরক্ষায় জোর

দেখা গিয়েছে, দুর্গাপুর শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলিতে শক্তি বাহিনীর সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন ডিসিপি অভিষেক গুপ্তা। ছিলেন মহিলা পুলিশ কর্মীরা। তাঁরা সকলেই বিভিন্ন মহিলার সঙ্গে কথা বলেছেন। রাস্তাঘাটে বেরিয়ে কারও কোনও সমস্যা হয় কিনা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন। তাছাড়াও বিপদে পড়লে কী করতে হবে, সে বিষয়ে জানিয়েছেন পুলিশকর্মীরা।

অন্যদিকে কর্মরত এক মহিলা বলেন, কখনও কখনও বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এমন অবস্থায় দু-একবার রাস্তায় বিরূপ পরিস্থিতির সামনাসামনি হতে হয়েছে। তখন কিছুটা অসুরক্ষিত মনে হয়েছে। আগামী দিনে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

নয়ন ঘোষ