সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান

Bangladesh News: ‘আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি, শান্তি শৃঙ্খলা পুনর্বহাল করব..’, আশ্বাসবাণী বাংলাদেশের সেনা প্রধানের

ঢাকা: ৪৮ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ফিরিয়ে আনা হবে শান্তি শৃঙ্খলা। উত্তাল পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান। আন্দোলনকারীদের উদ্দেশ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে সেনা প্রধান জানা ” আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি। দ্রুত পরিস্থিতিতে স্বাভাবিক হবে।” আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থাকার আর্জি জানান সেনা প্রধান।

প্রতিবাদ গণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তত এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএফপি৷ জল্পনা বাড়িয়েঅশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হলেন দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠক চলছে বলে জানা গিয়েছে৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্টজনদেরও ডাকা হয়েছে৷

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকেও বৈঠকে ডাকা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আন্দোলনকারী ছাত্রদের অন্যতম মুখ হয়ে উঠেছেন৷ ফলে তাঁর মাধ্যমেই আন্দোলনরত ছাত্রদের বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷