আটকে পড়া যাত্রী

Bangladesh: বাংলাদেশে বিপদে পরিবার! চিকিৎসা করাতে এসে আটকে রঞ্জন, মরিয়া চেষ্টা দেশে ফেরার

পেট্রাপোল: আক্রান্ত হয়েছে বাংলাদেশে থাকা পরিবার, খবর পেয়েই কাঁপা কাঁপা গলায় চোখে জল নিয়ে পরিবারের কাছে ফিরতে মরিয়া চেষ্টা চিকিৎসার জন্য ভারতে আসা রঞ্জন কুমার দাসের। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে মুখে শুধু একটাই কথা, “দেশে ফিরব, বাড়িতে ভাঙচুর হয়েছে।”

দিন কয়েক আগেই, বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন রঞ্জন কুমার দাস। প্রথম দফায় ছাত্র আন্দোলনের জেরে উত্তাল পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তা। অবশেষে হাসিনা সরকারের পদত্যাগের পরও যেন মিটছে না অশান্তি। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর মিলছে। পরিবারকে রেখে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে ছিলেন তিনি। তবে বাংলাদেশে চলা বর্তমান পরিস্থিতির কারণে বাড়ি থেকে ফোন পান তিনি। জানানো হয় বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে মন্দিরে।

আরও পড়ুনঃ চলতি বছর পদ্মার ইলিশ থেকে বঞ্চিত হবে বাঙালি! দাম কি বাড়ল? মাছ ব্যবসায়ীরা যা জানালেন

এ খবর পেতে দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিচ্ছেন রঞ্জন। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে যাওয়ার সময় এমনই উৎকণ্ঠা ও আতঙ্কের অভিজ্ঞতার কথা শোনা গেল ভারতে আসা বাংলাদেশি এই যাত্রীর গলায়। এখন যত দ্রুত সম্ভব পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে চান তিনি। যা পরিণতি হোক তা যেন হয় পরিবারের সঙ্গেই, এমনই প্রার্থনা প্রতিবেশী দেশের এই নাগরিকের।

Rudra Narayan Roy