একে একে পারাপার করছেন বাংলাদেশি নাগরিকেরা

Bangladesh Protest Update: কার্ফু উঠতে ‌যাতায়াত চালু গেদে-দর্শনা সীমান্তে! ‌যাত্রীরা শোনালেন অভিজ্ঞতার কথা

নদিয়া: আজ সকাল থেকে কার্ফু তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে মানুষজন৷ তারা জানাচ্ছেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর হতে না হতেই বাংলাদেশীদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতির কারণের ফলে আপাতত তা স্থগিত রাখা হয়েছে।

ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ৷ আজ সকাল থেকে কার্ফু তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে ঢুকছেন মানুষজন। এক ব্যক্তি, নদিয়ার ভারত-বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তার হার হিম করা অভিজ্ঞতা।

আরও পড়ুনBangladesh Protest Update: বাংলাদেশ থেকে বন্ধ আমদানি রফতানি, ১ দিনে ভারতের কত কোটি টাকা ক্ষতি?

কার্ফুর কারণে বাংলাদেশে আটকে পড়া একাধিক ভারতীয় নাগরিকেরা জানালেন এই কদিনে তাঁদের অভিজ্ঞতার কথা। কিভাবে ছিলেন তাঁরা, এছাড়া বাড়ির লোক কতটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সমস্ত কিছুই জানালেন তাঁরা।

এছাড়াও চিকিৎসা জনিত কারণে বাংলাদেশ থেকে ভিসা এবং পাসপোর্ট সহযোগে ভারতবর্ষে এসে কার্ফুর কারণে একইভাবে আটকে পড়ে যাওয়া একাধিক মানুষ কার্ফু উঠে যাওয়ার কারণে পুনরায় বাংলাদেশে ফিরছে। যদিও দুই দেশের নাগরিকেরাই চাইছেন হিংসা বন্ধ হয়ে সমস্ত সমস্যার সমাধান হোক শান্তি বজায় রেখে।

Mainak Debnath