অপরদিকে, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে বাংলাদেশেরও সব আশা শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের পয়েন্ট শূন্য। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় ও বাংলাদেশ যদি আফগানদের হারায় তাহলে ৩ দলের পয়েন্ট হবে ২। তখন আসবে রানরেটের খেলা। তবে বাংলাদেশের রানরেট খুব খারাপ। তাই অলৌকিক কিছু না ঘটলে শাকিবদের কোনও সম্ভাবনা নেই।

ICC T20 World Cup 2024: শেষ আটে উঠেও শান্তি নেই বাংলাদেশের, আইসিসির শাস্তির কোপে বাংলাদেশি পেসার

সেন্ট ভিনসেন্ট: শেষ আটে উঠেও শান্তিতে নেই বাংলাদেশ। আইসিসির শাস্তির কোপে পড়লেন তানজিম হাসান সাকিব। শাস্তির হিসাবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশি পেসারকে।

জানা গিয়েচে ঘটনাটি বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের। নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। জানা গিয়েছে বিশ্বকাপে নেপালের ম্যাচে আইসিসির আদর্শ আচরণবিধির লেভেল ১ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি পেসার। শুধু তাই নয়, তানজিমের প্রোফাইলে এই ঘটনার জন্য একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে বাংলাদেশি পেসারকে।

আরও পড়ুন: আজ ইডি দফতরে হাজিরা দিতে পারেন ঋতুপর্ণা, সিজিওর বাইরে জোরদার নিরাপত্তা

জানা গিয়েছে, আইসিসির আদর্শ আচরণবিধির ২.১২ ধারায় অপরাধ করেছেন তানজিম সাকিব। এই ধারা অনুযায়ী, অবৈধ ভাবে হাতাহাতি অন্য কারও সঙ্গে হাতাহাতি সেটা খেলোয়াড় হোক, সাপোর্ট স্টাফ, আম্পায়ার,ম্যাচ রেফারি যে কেউ হতে পারে।

—- Polls module would be displayed here —-

নেপালের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচে নেপালের ব্যাট করার সময়ে তৃতীয় ওভারের ঘটনা। তানজিম, সেই ওভারে বল করার পরে নেপালের অধিনায়ক পৌডেলের সঙ্গে তর্কাতর্কি করেন সাকিব। তারপর শেষ পর্যন্ত তা হাতাহাতির রূপ নেয়। শেষ আম্পায়াররা এবং সতীর্থরা এলে দুই খেলোয়াকে থামান। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সঙ্গে কাথে নিজের দোষ স্বীকার করেছেন তানজিম সাকিব।