রানীগঞ্জে দামোদরে দুর্ঘটনা স্থল।

West Bardhaman News : স্বস্তির স্নানে ভিলেন দামোদর, কেড়ে নিচ্ছে প্রাণ! নেপথ্যে কি অসাবধানতা নাকি অন্য কিছু?

আসানসোল, পশ্চিম বর্ধমান : গরম থেকে শান্তি পেতে অনেকেই গিয়ে সোজা ডুব দিচ্ছেন দামোদরে। মিলছে খানিক স্বস্তি। কিন্তু আবার এই স্বস্তির দেখা পেতে গিয়ে ঘনিয়ে আসছে বড় বিপদ। স্বস্তির স্নানে ভিলেন হয়ে দাঁড়াচ্ছে দামোদর নিজেই। কেড়ে নিচ্ছে প্রাণ। স্নান করতে গিয়ে অকালে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। বিগত কয়েক দিনে এমন ঘটনা সামনে এসেছে জেলা থেকে।

কিন্তু কেন স্নান করতে গিয়ে এইভাবে মৃত্যু হচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে দামোদরের উপর অবস্থিত রনডিহা ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে যান দু’জন। বহু সময় বাদে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। আবার গত মঙ্গলবার রানীগঞ্জে দামোদরে তলিয়ে গিয়েছেন আরও একজন। যে ঘটনার পর থেকে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যে। কিন্তু বারবার কেন এমন দুর্ঘটনা হচ্ছে, সেই প্রশ্ন ঘুরছে অনেকের মাথায়।

আরও পড়ুন : নিরাপত্তায় ফাঁকফোকর রাখতে চায় না অন্ডাল বিমানবন্দর! হল বড় কাজ, পরিকল্পনা আরও বড়

বিশেষজ্ঞদের কথায়, দামোদরে এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ অসাবধানতা। তারা বলছেন, অনেকেই গরম থেকে স্বস্তি পেতে দামোদর স্নান করতে নামছেন। আর স্নান করতে নেমে ভুলে যাচ্ছেন সাবধানতার কথা। জলকেলি করতে করতে তারা নদীর গভীরে চলে যাচ্ছেন। আর তার ফলেই এমন বিপদ ঘনিয়ে আসছে। যার ফল হচ্ছে মারাত্মক। হচ্ছে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা।

আরও পড়ুন : টাইম কলে জল পড়ে না, আসছে না ট্যাঙ্কার, হাহাকার কুলটিতে

এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, যারা নদীতে স্নান করতে নামছেন, তাদের আরও সাবধান থাকতে হবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পাশাপাশি যদি প্রশাসন আরও সতর্ক নজরদারি চালায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নয়ন ঘোষ