বাঁকুড়া: ছোট্ট একটি মোম রংকে কেটে মূর্তি তৈরি করলেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এর আগে পেন্সিলের লিড কেটেও তৈরি করেছেন বিভিন্ন শিল্পদ্রব্য। পুজো শেষ হওয়ার পরই শুরু করে দেন মোম রং কেটে কাজ। তারপর একটি সুচ ব্যবহার করে তৈরি করে ফেলেন মূর্তিটি। মাত্র আড়াই ইঞ্চি দৈর্ঘ্য। দেখলে অবাক লাগবে।
মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মা লক্ষ্মীকে। রয়েছে পেঁচাও। এছাড়াও করেছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কার এবং প্রদর্শনীর জন্যও মিনিয়েচার আর্ট করে থাকেন এই শিল্পী।
আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
বাঁকুড়ার একজন “মিনিয়েচার আর্টিস্ট” রয়েছেন যিনি পেশায় একজন চিত্রশিল্পী এবং আঁকার শিক্ষক। বাঁকুড়া শহরের পাঠকপাড়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীর্ঘদিন ধরে চিত্রশিল্পর পাশাপাশি করছেন “মিনিয়েচার আর্ট”।
“মিনিয়েচার আর্ট” কি? কোনও একটি ছোট্ট ক্ষুদ্রবস্তুর উপরে শিল্পকলা ফুটিয়ে তোলাকে বলে “মিনিয়েচার আর্ট”। এই শিল্পে প্রয়োজন হয় ধৈর্য, সময়, পরিশ্রম এবং চোখের জোর। দুঃখভাবে অল্প অল্প করে তৈরি করতে হয় শিল্পদ্রব্যটি।
ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল মৌলিক কিছু করার। সেই কারণে নিজের শিল্প জীবনের প্রথম লগ্ন থেকেই বোতল আর্ট এবং মিনিয়েচার আর্টের উপর কাজ করেছেন তিনি। নিজের মিনিয়েচার আর্ট দেখিয়েছেন সৌরভ গাঙ্গুলীকে।
প্রশংসা কুড়িয়েছেন শিল্পী মহলে। তার এই শিল্পকলা শেখাচ্ছেন নতুন প্রজন্মকেও। সাম্প্রতিক তৈরি করা মোম রং-এর উপরে মূর্তিটি নজর কেড়েছে বাঁকুড়াবাসীর।
আরও পড়ুন: ধনতেরাসেই ধন-সম্পদের বৃষ্টি! রাজযোগে কপাল খুলবে ৫ রাশির, সোনা-দানায় উপচে পড়বে ঘর
আড়াই ইঞ্চির মূর্তি, অর্ধেক ইঞ্চির মা কালী, আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা। সবই বাঁকুড়ার এই শিল্পী সৃষ্টি। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বানিয়েছিলেন, বোতলবন্দী বিরাট কোহলিকে। এক দশক আগে সৌরভ গাঙ্গুলীকে উপহার দিয়েছেন “বোতলবন্দী দাদা”। প্রান্তিক বাঁকুড়া থেকেও কীভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী।
নীলাঞ্জন ব্যানার্জী