বারাসাত হাসপাতাল

North 24 Parganas News: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা! এই হাসপাতালে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডের পর এবার নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলা সদরে অবস্থিত বারাসাত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। হাসপাতাল চত্বরে গুরুত্বপূর্ণ কোন জায়গায় যাতে নজর এর বাইরে না থাকে তার জন্য বসানো হচ্ছে আরও অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই হাসপাতাল সুপার ডাক্তার সুব্রত মন্ডল এমন কড়া নজরদারির ব্যবস্থা করেছেন বলেও জানা গিয়েছে।

হাসপাতালের আউটডোর, ইন্ডোর সহ যেখানে রোগীদের থাকার জায়গা, চিকিৎসা করানোর জায়গা, ইমারজেন্সি সহ ইতিমধ্যেই ৩২টি সিসিটিভি লাগানো ছিল আগেই। এবার আরও ৪৮ টি সিসিটিভি বসানো হচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায়। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, নার্সিং স্টাফদের হোস্টেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে বসানো হচ্ছে এই অত্যাধুনিক ক্যামেরা। এছাড়াও হাসপাতাল এর আশপাশের এলাকায়ও আলো বাড়ানো হয়েছে বলে জানান সুপার।

বারাসাত থানার তরফ থেকেও পেট্রোলিং ভ্যান রাখা হচ্ছে। এর সাথেই, রাত ১০ টা থেকে ভোর ৪টে পর্যন্ত বারাসাত থানার পক্ষ থেকে সাদা পোশাক এর পুলিশ টহল দিচ্ছে হাসপাতাল এলাকায়। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানির কর্তব্যরত নিরাপত্তারক্ষীদেরও বারাসাত জেলা পুলিশের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নজরদারির পাশাপাশি হাসপাতাল এলাকায় চলছে সংস্কারের কাজও।

আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: কবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কোথায় বসবে আসর? সামনে এল বড় আপডেট

সন্ধ্যার পর যাতে বহিরাগতদের প্রবেশে আটকানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখতে পুলিশকে জানানোর ব্যবস্থা করা হয়েছে। যাতে আরজি করের মতো আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য, এখন এমনই কড়া নিরাপত্তা জেলার এই গুরুত্বপূর্ণ হাসপাতালে। রোগীর পরিজনরাও এই বিষয়টিকে সমর্থন জানাচ্ছেন।

Rudra Narayan Roy