বসিরহাট লোকসভা কেন্দ্র

Basirhat Lok Sabha Results Update: সন্দেশখালিও ঘাসফুলের পাশে…, বসিরহাটে রেকর্ড ভোটে এগিয়ে TMC! গণনা কেন্দ্র ছাড়তে ছাড়তে কী বললেন রেখা পাত্র?

কলকাতা: সন্দেশখালি। গত জানুয়ারি মাস থেকে বাংলা তথা দেশের শিরোনামে উঠে আসে বাংলার এই অঞ্চল। ২০২৪ এর লোকসভা ভোটে শাহজাহান শেখ-খ্যাত উত্তর ২৪ পরগণার এই অঞ্চলই বাংলার ফলাফলে হয়ে উঠেছে বড় ফ্যাক্টর। এবার ফলাফলেও এল চমক।

ট্রেন্ড অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে ৬ রাউন্ডের শেষে ১,৫৪,৬১৯ ভোটে এগিয়ে হাজি নুরুল ইসলাম। তৃণমূল প্রার্থীর এখনও পর্যন্ত প্রাপ্ত নম্বর ২৭৭৮১৫। বিজেপির রেখা পাত্রের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ১২৩১৯৬। কার্যত মুছড়ে পরেই কী ভোটকেন্দ্র ছাড়লেন রেখা পাত্র? শুনুন কী বললেন।

বসিরহাট লোকসভা আসনের অন্তর্গত সন্দেশখালি কাণ্ডের পর বসিরহাটের প্রার্থী কারা হবেন, তা নিয়েও প্রথম থেকেই চর্চা ছিল। প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা যায় বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলামকে লড়াইয়ে নামিয়েছে তৃণমূল। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। অন্যদিকে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের উপরই ভরসা রেখেছেন বামেরা। মঙ্গলবার সকালে ভোট গণনার পর থেকেই বসিরহাট কেন্দ্রের দিকে তাকিয়ে গোটা বাংলা।