রঙিন মাছের খোঁজে ছাত্রছাত্রী 

North 24 Parganas News: স্কুলেই বিরাট অ্যাকোরিয়াম! রঙিন মাছের টানে স্কুলে ফিরছে পড়ুয়ারা

উত্তর ২৪ পরগনা: রঙিন মাছের টানে স্কুলে ফিরছে পড়ুয়ারা। স্কুলে ছাত্র-ছাত্রীদের মনের প্রশান্তির পাশাপাশি স্কুল কি আরও সুন্দরভাবে সাজাতে অভিনব উদ্যোগ দেখা গেল বসিরহাটের গ্রামের স্কুলে। নানা মানুষের নানা শখ। আর এই শখের লম্বা তালিকায় অত্যন্ত জনপ্রিয় রঙিন মাছ পোষা। তবে শুধু রঙিন মাছ নয়, একাধিক লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পাশাপাশি অনেক মাছ ছাত্রছাত্রীদের কাছে অচেনা। অচেনা মাছ ছাত্র-ছাত্রীদের চেনার পাশাপাশি বিশেষ উদ্যোগ দেখা গেল বসিরহাটের মালতিপুর হাই স্কুলে।

চিকিৎসক থেকে মনোবিজ্ঞানীরা বলছেন, রঙিন মাছেদের পাখনা মেলে খেলে বেড়ানোর দৃশ্য অবসাদ কাটাতে সাহায্য করে। মন ভালেকরে দেয়। তবে এবার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ দেখা গেল। স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিশেষ চৌবাচ্চা আর তাতেই দেখা মিলবে রঙিন মাছ, পাশাপাশি সেখানেই দেখা মিলছে পদ্ম, শালুকের। গ্রাম্য প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি ছাত্রছাত্রীরাও স্কুলে গিয়ে মাছের সহাবস্থানে খুশি। স্কুল থেকে খাবার নিয়ে নিজেরাই মাছদের দেখাশোনা করা কিংবা খাবার দেওয়া সবটাই নিজেরা করে।

আরও পড়ুন: অবিকল সেই কালজয়ী কণ্ঠ যেন! মহালয়ায় কাউন্সিলরের চণ্ডীপাঠে মুগ্ধতা চরমে

আরও পড়ুন: জেলায় ১০৭ ফুটের ‘সবচেয়ে বড় দুর্গা’! সোদপুরের এই পুজো না দেখলেই বড় মিস

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের মালতিপুর হাই স্কুলে এমন অভিনব উদ্যোগ দেখা গেল। স্কুলে প্রায় তিন হাজারধিক ছাত্রছাত্রী। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এমন অভিনব উদ্যোগের ফলে কমছে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। স্কুলের চৌবাচ্চায় রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা নিজ হাতে খাবার দেন। স্কুলে এমন অভিনব উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা।

জুলফিকার মোল্লা