ভারতের কোচ হতে পারেন এই বিদেশি! বড় নাম, এখন ধোনির হাতে সব কিছু

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ নির্বাচনের ক্ষেত্রে এমএস ধোনির হাতেই এখন সব কিছু! তিনিই এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন।

আইপিএল থেকে বাদ পড়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে নিজের বাড়ি রাঁচিতে ফিরেছেন ধোনি। এদিকে মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিসিসিআই।

ভারতীয় বোর্ড স্টিফেন ফ্লেমিংকে পরবর্তী প্রধান কোচ করতে চায়। সেই জন্য ধোনির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিসিসিআই এবং সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারেন মাহি।

আরও পড়ুন- কোহলির হাতে ওটা কী? ঘড়ির মতো দেখতে, কিন্তু ঘড়ি নয়! বড় কাজ করে এটি

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, স্টিফেন ফ্লেমিং ৩০৩টি ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। রাহুল দ্রাবিড়ের পরে ভারতীয় প্রধান কোচ হওয়ার জন্য বোর্ডের প্রথম পছন্দ তিনি। সূত্র বলছে, স্টিফেন ফ্লেমিং নিজেই আইপিএলের প্রাথমিক আলোচনায় দীর্ঘ এবং ক্লান্তিকর সময়সূচী সম্পর্কে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন।

টি-টোয়েন্টিতে ছোট কোচিংয়ে খুব খুশি তিনি। ফলে বিসিসিআই-এর প্রস্তাবে রাজি হচ্ছেন না। জাস্টিন ল্যাঙ্গার, গৌতম গম্ভীর এবং মাহেলা জয়বর্ধনের সাথেও যোগাযোগ করেছে বোর্ড। আবার ফ্লেমিংয়ের সঙ্গেও আলোচনা চলছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে ২০০৮ সাল থেকে রয়েছে ফ্লেমিং। ২০০৯ থেকে দলের কোচিং শুরু করেছিলেন তিনি।

শুধু তাই নয়, আইপিএল ছাড়াও তিনি চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি, মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস (ইউএসএ) এবং SA20 (দক্ষিণ আফ্রিকা) জোবার্গ সুপার কিংসের দায়িত্বে রয়েছেন। তিনি দ্য হান্ড্রেড-এ সাউদার্ন ব্রেভের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন- ওয়াসিম আক্রমের বড় ভবিষ্যদ্বাণী, যে দুটি দল খেলবে এবার আইপিএল ফাইনাল…

বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘ফ্লেমিং না বলেননি, তিনি চুক্তির দৈর্ঘ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী রাহুল দ্রাবিড়ও শুরুতে আগ্রহী ছিলেন না। পরে তিনি আশ্বস্ত হন। স্টিফেন ফ্লেমিং-এর ক্ষেত্রেও তেমনটা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।’ উল্লেখ্য, আইপিএলের শুরু থেকেই ধোনি ও ফ্লেমিং ঘনিষ্ঠ।

—- Polls module would be displayed here —-