ছবি-পিটিআই

Mamata Banerjee: ‘তৃণমূল যেদিন জিতবে, তারপর সন্দেশখালি যাব’, সভা থেকে বার্তা মমতার

বসিরহাট: উত্তাল সন্দেশখালি নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বসিরহাটের নির্বাচনী সভা থেকে বললেন, ‘হাজি নুরুল যেদিন জিতবে, আমি তারপরের দিনই প্রথম ভিজিটে সন্দেশখালি যাব৷ আমি দেখতে যাব৷’ ভেড়ি দখলদারি বন্ধ করার পাশাপাশি, আইন করে ভেড়ির মালিকানা সঠিক মানুষের হাতে নিরাপদে রাখার বিষয়েও এদিন স্পষ্ট কথা বলেন মমতা৷ যে কোনওরকম অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি মনে করেন, কারওর উপর রাগ আছে আপনারা বাড়িতে চিঠি পাঠিয়ে দেবেন৷ আমি দেখে নেব৷ জরুরি ভিত্তিতে দেখে নেব৷ আমরা বাড়িতে লক্ষ-লক্ষ চিঠি আসে৷’

বসিরহাটের পর এ দিন বারাসতে সভা করেন মমতা৷ সেখানেও অনেক বিষয়ের মতো আলোচনায় উঠে আসে সন্দেশখালি ইস্যুও৷ তিনি বলেন, ‘সন্দেশখালি নিয়ে ওঁরা আবার প্ল্যান করছে৷ বাবুরা আবার যাচ্ছেন৷ হিংসা ছড়ানোর পরিকল্পনা করছেন৷ যে দাঙ্গা লাগাবে, তাঁকে ছাড়ব না৷ ভোটের আগে বিজেপির প্ল্যান ছিল সন্দেশখালি৷৷ বিজেপির পার্টি অফিস থেকে কোটি-কোটি টাকা উদ্ধার করল৷ আর যে ধরল তাঁকে ইলেকশন কমিশন বদলি করে দিল, বাহ্ কী সুন্দর ব্যবস্থা!’

তিনি আরও বলেন, ‘আপনাদের এখানে অনেক মাছের ভেড়ি আছে৷ অনেকে সেই ভেড়িগুলো দখল করে রেখেছে৷ মাছের ভেড়ি নিয়ে পলিসি করছি৷ যার ভেড়ি, সেই চাষ করবে৷ কারওর ভেড়ি জোর করে কেড়ে নেওয়া যাবে না৷ আর সরকারকে রেভিনিউটা দিতে হবে৷ সন্দেশখালির যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মা-বোনেদের সন্মান নিয়ে খেলছে বিজেপি৷৷’

পাশাপাশি, সন্দেশখালি নিয়ে তিনি বলেন, ‘সন্দেশখালির মা বোনেদের জন্য বলব, যা ঘটেছে, যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমি মর্মিত ও লজ্জিত৷ এই জিনিসগুলো বাইরে না এলে জানা যেত না৷ সবাইকে বলব, ভোটের আগে বিজেপি প্ল্যান করে সন্দেশখালি করতে চয়েছে, মা-বোনেরাই বাতিল করে দিয়েছে সেই প্ল্যান৷’