নদী তীরের এলাকার বর্ষাকালের অবস্থা 

West Medinipur News: প্রতিবছরই বন্যা! বানভাসি নদীতীরের মানুষরা চরম সঙ্কটে, ভোটের আগে কী দাবি তাদের?

পশ্চিম মেদিনীপুর: দিন আসে দিন যায়, সময় এলে নির্বাচনও হয়। কিন্তু যে তিমিরে থাকেন নদীতীরের মানুষ, সেই তিমিরেই পড়ে থাকেন তারা। ভোট এলে মেলে প্রতিশ্রুতি। কিন্তু প্রতি বছর বন্যায় বানভাসি হতে হয় নারায়ণগড় এবং সবং-এর নদীতীরের মানুষজনকে। মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। নির্বাচনের আগে সাধারণ মানুষের দাবি দ্রুত নদীর পূর্ণাঙ্গ সংস্কার এবং শাখা খাল সংস্কার করা হোক, যে ক্ষেত্রে অন্ততপক্ষে রেহাই পাবেন সাধারণ মানুষ।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক, সবং ব্লক এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু ব্লকের মধ্য দিয়েই গিয়েছে কেলেঘাই নদী। নদীর পাড়েই রয়েছে একাধিক গ্রাম। বর্ষার সময় বৃষ্টি হলেই বানভাসি হয় নারায়ণগড় ব্লকের খুড়শি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। শুধু তাই নয়, সবং ব্লকের কেলেঘাই নদীর তীরে একাধিক গ্রামও প্লাবিত হয়। শুধু ঘরবাড়ি ভেসে যাওয়া নয়, ক্ষয়ক্ষতি হয় চাষের জমিরও। বন্যায় বেশ কিছু জায়গায় গৃহপালিত পশু এমনকি মানুষেরও প্রাণহানি ঘটে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সাধারণ মানুষের অভিযোগ, নদীর উপরের দিকে সংস্কার হলেও নদীর নিচে বরাবর পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। গ্রামের মধ্যে অবস্থিত নদী কেন্দ্রিক শাখা খাল গুলিও সংস্কার না হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই প্লাবিত হয় এলাকা। তাদের দাবি দ্রুত এই কেলেঘাই নদী পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। যার ফলে রক্ষা করা যাবে বসত বাড়ি থেকে চাষযোগ্য জমিও।লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের দাবি ফের জোরাল হচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান করে মুক্তি দিতে হবে নদী তীরের মানুষজনকে। তবে কতটা এই সমস্যার সমাধান হয় তা বলবে সময়। নাকি এই সামনের বৃষ্টিতেও প্লাবিত হবে এলাকা?

রঞ্জন চন্দ