বিজেপির নতুন কর্মসূচি

Bengal Bjp: ‘মিসড কলে’ হবে বাজিমাত? লোকসভার আগে বিজেপির নতুন টার্গেট! বাংলায় মিলবে সাফল্য?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লক্ষ্য লোকসভা ভোট। নতুন ভোটারদের মন পেতে কৌশলী বঙ্গ বিজেপি। এবার ফের ‘মিসড কল’ কৌশল পদ্ম শিবিরের। অতীতে ‘মিসড কল’- এর মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিল রাজ্য বিজেপি। কিন্তু ‘মিসড কল’ এর মাধ্যমে সদস্য হলেও বর্তমানে সিংহভাগ সদস্যই কার্যত ‘বেপাত্তা’ বলে বিজেপি সূত্রের খবর।

এবার যুব সমাজকে বিজেপি শিবিরে টানতে “নব মতদাতা সম্মেলন” করার পথে গেরুয়া শিবির। বিধানসভা পিছু এক হাজার জন করে নতুন ভোটার টার্গেট বঙ্গ বিজেপির। আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল নব মতদাতা সম্মেলনে এ রাজ্যের নতুন ভোটারদেরও যুক্ত করতে এখন মরিয়া রাজ্য বিজেপি।

আরও পড়ুন: সন্তান রইল বাবার কাছেই, চুক্তি করে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন ধূপগুড়ির যুবক!

বিশেষ এই কর্মসূচি সফল করতে দলের যুব মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, রেলস্টেশন সহ জনবহুল এলাকা সহ ডিজিটাল মাধ্যমেও নতুন ভোটারদের টার্গেট করে পথে নামছে গেরুয়া শিবির। বাংলায় ৩৫ আসনের টার্গেট পূরণে এবার নতুন ভোটারদের দলে টানতে বিশেষ উদ্যোগ বঙ্গ পদ্ম শিবিরের বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। 7820078200 এই নম্বরে ‘মিসড কল’ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে প্রচার চালানোর পাশাপাশি ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা এলাকায় পদযাত্রাও করবে যুব মোর্চা।

আরও পড়ুন: শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় এই শাক, স্বাস্থ্যের জন্যও যা উপকারী, জানলে প্রতিদিন খাবেন

বলাবাহুল্য, নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযান চলবে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ ও মোর্চার ইনচার্জ তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আগামী ২৫ জানুয়ারি ভার্চুয়ালি এই নব মতদাতা সম্মেলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি বলে জানান ইন্দ্রনীল খাঁ। দেশজুড়ে নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে বাংলার নতুন ভোটারদেরও যুক্ত করার বিষয়ে এখন কোমর বেঁধেছে গেরুয়া শিবির। বাংলার দুশোটিরও বেশি এলাকায় বিশেষ নব মতদাতা সম্মেলনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি পালন করবে যুব মোর্চা বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ২৫ জানুয়ারি ন্যাশনাল ভোটারস ডে উপলক্ষে বাংলার নতুন ভোটারদের সঙ্গেও ভার্চুয়ালি মিলিত হবেন নরেন্দ্র মোদি বলে জানান যুব মোর্চা নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে,’ সামনে লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি নতুন ভোটারদের মন পেতেই এই কর্মসূচি পালন করতে চলেছে।’