কেউ ট্রাক্টরে চেপে, কেউ নৌকায়..বন‍্যা পরিস্থিতিতে হাসপাতালে ১১২ প্রসূতি! শাড়ি, ফল নিয়ে দেখা করলেন ডিএম এবং এসপি

Flood: কেউ ট্রাক্টরে চেপে, কেউ নৌকায়..বন‍্যা পরিস্থিতিতে হাসপাতালে ১১২ প্রসূতি! শাড়ি, ফল নিয়ে দেখা করলেন ডিএম এবং এসপি

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন‍্যা পরিস্থিতির জেরে দুর্ভোগ প্রচুর মানুষের। হাসপাতালে পৌঁছানোই দায়। এমন পরিস্থিতিতে ঘাটাল হাসপাতালের মাদারস হাব এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করেন জেলা শাসক ডিএম খুরশিদ আলি কাদরী এবং এসপি ধৃতিমান সরকার।

মাদার্স হাব এবং প্রসূতি বিভাগে ভর্তি ১১২ জন মহিলার হাতে শাড়ি তুলে দেন। ৫ জন সদ্যজাত শিশুর মায়ের হাতে ফল ও বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করেন।

আরও পড়ুন: সম্পূর্ণ এসি, প্রতি কিমির ভাড়া ১ টাকারও কম! দেশের ‘সবচেয়ে সস্তা ট্রেন’ কোনটি বলুন তো? গতিতে টেক্কা দেয় রাজধানী, বন্দে ভারতকেও

বন্যা পরিস্থিতির মধ্যে ঘাটাল হাসপাতালে বিভিন্ন বন্যা প্রবণ এলাকা থেকে ১১২ জন সন্তান সম্ভবা মাকে বন্যার জল পেরিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। কেউ ট্রাক্টর চেপে কেউ সিভিল ডিফেন্স ও এস ডি আর এফ এর নৌকা চেপে বিপদ সঙ্কুল পরিস্থিতির মধ্যে ভর্তি হয় হাসপাতালে।

আশা কর্মী, চিকিৎসক, সিভিল ডিফেন্সের কর্মী প্রশাসন সবাই মিলে ভাল কাজ করেছেন বলে আজ সবাই সন্তানের মুখ দেখতে পেরেছেন। কোনও জীবনহানি হয়নি।

আরও পড়ুন:  গুণের ভাণ্ডার, রোজ খাচ্ছেন দই? সাবধান, কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের দফারফা হওয়ার আগেই জানুন

১১২ জন মহিলার মধ্যে, ৫৬ জনের ডেলিভারি হয়ে গেছে, তাঁরা বাড়ি ফিরেছেন নিরাপদে, জল কমে যেতে তাঁরা ফিরে গেছেন। ২৪ জন মা সদ্যোজাত সন্তানকে নিয়ে ভর্তি আছেন হাসপাতালে, তাঁদের বাড়িতে এখনও জল রয়েছে। ৩০ জনের বেশি মা এখন রয়েছে মাদারস হাবে।