Tag Archives: Ghatal

West Medinipur News: ভোটের আগে দিয়েছিলেন কথা, ভোট মিটতেই কথা রেখে মন জিতে নিলেন দেব

পশ্চিম মেদিনীপুর: কথা দিয়ে কথা রাখলেন তিনি। শুধু ভোট জিতে রাজনীতি নয়, পরিবেশ বাঁচাতে অভিনব ভূমিকা নিলেন নব নির্বাচিত এই সাংসদ। ভোটের নমিনেশন জমা করেছিলেন রক্তদান করে। সেদিন ঘোষণা করেছিলেন যত ভোটে তিনি পাবেন তার লোকসভা এলাকায় তত গাছ লাগাবেন। তবে অবশ্য জয় পেয়ে কিছুটা সিদ্ধান্ত বদল করলেন। যত ভোট পড়েছে লোকসভা এলাকায় ঠিক তত গাছ তিনি লাগাবেন।

রবিবাসরীয় সকাল থেকে বিশেষ এই ভাবনাকে ফলপ্রসূ করলেন অভিনেতা তথা তৃতীয়বার নির্বাচিত সাংসদ দেব। আক্রমণ, পাল্টা আক্রমণ নয়, গাছ লাগিয়ে ভোটে জয়ের বিজয় উৎসব পালন করলেন সাংসদ। কথায় নয়, কাজে বরাবর এগিয়ে দেব। শেষ দশ বছরে উত্তপ্ত বাক্য বিনিময় নয়, বরং শান্ত, ধির-স্থির দেবকে দেখেছে ঘাটালবাসী। তবে এবারে বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। টাফ লড়াই হলেও প্রায় এক লক্ষ বিরাশি হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি।

মনোনয়নের দিন সিদ্ধান্ত নিয়েছিলেন যত ভোট তিনি পাবেন লোকসভা এলাকায় তত গাছ রোপন করবেন। তবে কিছুটা সিদ্ধান্ত বদল করলেন দেব। যত মানুষ ভোট দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রকে সবুজ করতে তত গাছ লাগাবেন তিনি।প্রথম দিনে রবিবার তার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন সবং থেকে। সবং-এ প্রায় ৬০০ এর বেশি গাছ লাগিয়ে শুরু করলেন এই কর্মসূচি।

আরও পডুনঃ Knowledge Story: এই মুরগির লেগ পিসের ওজন দেড় কেজি, স্বাদে অতুলনয়ী! খেয়েছেন কখনও? জেনে নিন কোথায় পাবেন

প্রথম দিনে দশ হাজারের বেশি টার্গেট রয়েছে। এদিন ৭ টা বিধানসভায় কর্মসূচি ছিল দেবের।এদিন ডেবরা ক্ষীরপাই দাসপুর সহ একাধিক জায়গায় বৃক্ষরোপণ করেন তিনি। জয়, পরাজয় কেন্দ্র নয় সব জায়গায় তিনি গাছ লাগাবেন। দেবের এই উদ্যোগ, এবং পরিবেশ বাঁচাতে একজন সাংসদের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ

Lok Sabha Election Results 2024-Dev: “বলেছিলাম ভালবাসা দিয়ে জেতা যায়!” হ্যাটট্রিক জয়ের পরেই নায়কের ভূমিকায় দেব

পশ্চিম মেদিনীপুর: জয়ের হ্যাটট্রিক ধরে রাখলেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণকে পরাজিত করে নিজের জয়ের হ্যাটট্রিক ধরে রাখলেন দীপক অধিকারী ওরফে তৃণমূলের দু’বারের সাংসদ দেব। যদিও তাঁর এই জয় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। তাদের পরিশ্রম এবং নিয়মিত মানুষের মধ্যে প্রচার করার ফল এটি। জয়লাভের পর ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তিক এলাকায় জলের সমস্যা, রাস্তার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ভোটে জেতার পর দেব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ।”

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির জোর টক্কর হয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করেছেন হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে হাড্ডাহাড্ডি টক্কর চলেছে দুই প্রার্থীর মধ্যে। কখনও হিরণ এগিয়ে তো আবার কখনও দেব। তবে দুপুর গড়াতে নিজের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।

ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনবার নির্বাচিত হলেন দেব। গ্রামীন এলাকায় উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা সহ একাধিক সমস্যার প্রতিশ্রুতি আশ্বাস দিয়েছেন তিনি। যদিও এই জয় মানুষের পরিশ্রমের জয় এমনই মন্তব্য দেবের ।

আরও পড়ুন: ঘুরতে ভালবাসেন? গান শোনেন? তাহলে এই বিদেশিনী আপনাকেই বিয়ে করবেন! টাকা না থাকলেও চলবে

প্রসঙ্গত প্রথম দিন থেকেই রাজনীতির বাইরে অন্য দেবকে দেখেছে রাজনৈতিক মহল। একদিকে যেমন তিনি সুপারস্টার, তেমনি মানুষের মধ্যে যাতে হানাহানি এবং হিংসাত্মক রাজনীতি না হয় তার দিকে সদা নজর রেখেছিলেন দু’বারের সাংসদ। তাঁর মুখে থাকত না কোনও কুকথা। এদিন হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।ঘাটাল মানুষের কতটা প্রত্যাশা পূরণ হয়, কতটা কাজ করবেন হ্যাটট্রিক করা দেব? তা বলবে সময়।

রঞ্জন চন্দ

Lok Sabha Elections 2024: ভোটের দিনেই সবুজ আবির খেলায় মাতলেন দেব ও কর্মীরা! পিংলায় নতুন ছবি

পশ্চিম মেদিনীপুর: ফলাফল ঘোষণা হতে অনেকদিন বাকি। চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া আর সেই দিন আনন্দে মাতলেন তৃণমূল কর্মীরা। ভোটদানের দিন আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীর সমর্থকরা, তাও প্রার্থীর সামনে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব পিংলা আসার পর প্রার্থীর সামনে সবুজ আবির খেললেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ঠিক যেন বিজয় উল্লাসের ছবি।

ষষ্ঠ দফা নির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এলেও ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা এলাকায় দেখা গেল বিজয় উল্লাসের ছবি। জোর টক্কর হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে।সকাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: কালো না সাদা তিলের তেল শরীরের জন্য ভাল? বেশি তেল কোন তিল থেকে পাওয়া যায়? জানুন

তিনি এদিন বিকেলে পিংলা আসতেই কর্মী সমর্থকদের বিজয় উল্লাসের ছবি সামনে আসে। সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মাতেন কর্মী সমর্থকেরা। এরপর দেব স্থানীয় একটি চন্ডী মন্দিরে পুজো দেন। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্যরা। তবে দেব মন্তব্য করেছেন এই উল্লাস মানুষজনের পরিশ্রমের ফল। তবে ভোটের দিন বিজয় ছবি রাজনৈতিকভাবে দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে।

রঞ্জন চন্দ

Dev-Ghatal: ‘সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!’ ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন

পশ্চিম মেদিনীপুর: আমাদের প্রথম লক্ষ মানুষকে শান্তিতে রাখা মানুষকে আগলে রাখা। সবুজ আবির লাগিয়েছি মানে ভোটে জিতে গেছি তা নয়, এটা মানুষের তিন মাসের আবেগ পরিশ্রমের উল্লাস। ভোট পর্ব মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শনিবার ছিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন। এই নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী হিরণ এবং দেব।

এদিন সকাল থেকে ঘাটাল থেকে সবং, পিংলা থেকে কেশপুর ছুটেছেন দেব। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুপারস্টার দেবকে পাশে পেয়ে সেলফিও তুলতে দেখা যায় বেশ কয়েকজনকে। তবে মানুষের ভোট নিয়ে জয়ের বিষয়ে আশাবাদী থাকলেও শনিবার ছিল দুই প্রার্থী অগ্নিপরীক্ষা।সামনে রয়েছে সিনেমার শুটিং, সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। ফলাফল ঘোষণার পর দুমাস পর তিনি রাজনীতির বিভিন্ন কাজকর্ম করবেন, তারপরে তিনি আবার সিনেমায় অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন দেব।

আরও পড়ুন: দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল! আসছে ঘূর্ণিঝড় রিমল! কতদিন, কী কী ট্রেন চলবে না? জানুন

নির্বাচনের দিন ঘোষণার পর বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তিনি। কাউকে ব্যক্তিগত আক্রমণ নয় এবং বিভিন্ন সময়ে এলাকায় শান্তির বার্তা দিয়েছেন তিনি। ফের একবার জয়লাভ করার পর প্রথমে ঘাটাল মাস্টারপ্ল্যান এবং চন্দ্রকোনা রেললাইন নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে জেলা জুড়ে। এর আগে কেশপুরে মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে এবারে রক্ত ঝরেনি এই বিধানসভা থেকে। সে বিষয়ে মুখ খুলেন দেব। স্বাভাবিকভাবে মোটের উপর নির্বিঘ্নে শেষ হল নির্বাচন, কে জয় পায় তা বলবে সময়!

রঞ্জন চন্দ

Dev: আচমকা ঘাটালের বুথে দেব, তারকা প্রার্থীকে দেখামাত্র ভোটার লাইনে ‘ফিসফিস’ শুরু! কী হল তারপর? দেখুন

দলপতিপুর নব প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
দলপতিপুর নব প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
প্রিয় অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থীকে দেখে ভোটের লাইনে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
প্রিয় অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থীকে দেখে ভোটের লাইনে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
বুথের ভিতরে ঢুকতেই ক্যামেরা নিয়ে ছবি তোলেন ভোটকর্মীরাও। বৃদ্ধা ভোটারের আশীর্বাদও পান দেব।
বুথের ভিতরে ঢুকতেই ক্যামেরা নিয়ে ছবি তোলেন ভোটকর্মীরাও। বৃদ্ধা ভোটারের আশীর্বাদও পান দেব।
ঘাটালের বিজেপি প্রার্থী আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রশ্ন করলে দেব কোনও কথাই বলতে রাজি হননি।
ঘাটালের বিজেপি প্রার্থী আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রশ্ন করলে দেব কোনও কথাই বলতে রাজি হননি।
দেবের কটাক্ষ, গত তিন মাস ধরে অনেক কিছু শুনেছি, বলেছি। আজ কিছু বলব না। নামও করব না। ও আজও সংবাদ শিরোনামে আসার জন্য নিশ্চয়ই কিছু করবে।
দেবের কটাক্ষ, গত তিন মাস ধরে অনেক কিছু শুনেছি, বলেছি। আজ কিছু বলব না। নামও করব না। ও আজও সংবাদ শিরোনামে আসার জন্য নিশ্চয়ই কিছু করবে।
গোটা ঘাটালে কেমন ভোট হচ্ছে তা খতিয়ে দেখতে বিভিন্ন বুথে ঢুঁ মারেন দেব।
গোটা ঘাটালে কেমন ভোট হচ্ছে তা খতিয়ে দেখতে বিভিন্ন বুথে ঢুঁ মারেন দেব।
তারকাকে হাতের সামনে পেয়ে সেলফি তোলার আবদার করেন ভোটাররা।
তারকাকে হাতের সামনে পেয়ে সেলফি তোলার আবদার করেন ভোটাররা।
কখনও বাইকে চড়ে, কখনও টোটো চড়ে ভোটের বুথে পৌঁছন দেব।
কখনও বাইকে চড়ে, কখনও টোটো চড়ে ভোটের বুথে পৌঁছন দেব।
ঘাটালের লোকসভার বিভিন্ন কেন্দ্রে পৌঁছনোর সরু রাস্তায় গাড়ি ঢুকবে না বলে বাইক বা টোটো চড়েই সেখানে যান তারকা প্রার্থী।
ঘাটালের লোকসভার বিভিন্ন কেন্দ্রে পৌঁছনোর সরু রাস্তায় গাড়ি ঢুকবে না বলে বাইক বা টোটো চড়েই সেখানে যান তারকা প্রার্থী।

Lok Sabha Election 2024: ‘হিরণ যত আক্রমণ করবে…’, ঘাটাল নিয়ে নিশ্চিন্ত, প্রতিপক্ষকে পরামর্শ দেবের

উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর তার আগেই তৃণমূলের প্রচারে ঝড় তুলতে প্রার্থীদের হয়ে এ দিন ওই দুই কেন্দ্রে রোড শো করতে আসলেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রচারের ফাঁকেই অবশ্য নিজের কেন্দ্র ঘাটাল নিয়েও মুখ খোলেন দেব৷ প্রধান প্রতিপক্ষ বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে দেবের জবাব, ‘ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷’

এ দিন পার্থ ভৌমিকের হয়ে ব্যারাকপুরের আমডাঙার দত্তপুকুরে রোড শো করেন বাংলার এই সুপারস্টার। এরপর, বনগাঁ লোকসভা কেন্দ্রের গোবরডাঙায় পৌঁছন অভিনেতা। সেখানেও সারেন রোড শো। সিনেমার পর্দায় দেখা অভিনেতাকে চাক্ষুষ একবার দেখতে যেন জনসমুদ্র তৈরি হয় জেলার নানা জায়গায়।

দত্তপুকুরের বল খেলার মাঠে নামে দেবের হেলিকপ্টার। তারপর সেখান থেকে গাড়িতে উঠে অগণিত ভক্তদের মাঝে রোড শো করেন দীর্ঘ কয়েক কিলোমিটার। সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকও। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্ক মানুষজনও অভিনেতা দেবকে দেখতে নামেন রাস্তায়।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এরপর, গোবরডাঙা কালী মন্দির মাঠে বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারেন দেব। হেলিকপ্টার থেকে নেমেই মাঠের চারপাশে থাকা অগণিত ভক্তদের উন্মাদনা দেখে সারা মাঠ প্রদক্ষিণ করেন অভিনেতা এই সাংসদ। কেউ মেলালেন হাত, কেউ আবার গোলাপ দিয়ে বরণ করলেন দেবকে। অনেকেই আবার খাতা পেন নিয়ে সুযোগ পেতেই নিলেন অটোগ্রাফ। তারপরই গাড়িতে উঠে রোড শোয়ে বেরোন তৃণমূলের এই অভিনেতা সাংসদ।

এ দিন ভালবাসা দিয়ে ভোট জয়ের কথাই শোনা গেল অভিনেতা সংসদ দেবের গলায়। পাশাপাশি এই দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে কটাক্ষ করে দেব বলেন, ‘হিরণ যত প্রচার করছে তত আমার লাভ হচ্ছে। ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷ কারণ আমি বিশ্বাস করি কটূ কথা বলে ভোটে জেতা যায় না৷ অন্তত ঘাটালে তো নয়৷ তবে এটা ওর দোষ না, হিরণ ভাবছে হয়তো এ ভাবেই ভোটে জেতা যায়৷ ‘ পাশাপাশি এ দিন দেব জানান আগের থেকেও আরও অনেক বেশি মার্জিনে জিতবেন তিনি। দেবের এ দিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা তৈরি করা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে এ দিনের তারকা প্রচারে রীতিমতো হিট তৃণমূল কংগ্রেস।

Rudra Narayan Roy

Dev Campaign: দেব বাস্তবের নায়ক! মনোনয়ন জমা দেওয়ার আগে করলেন এই কাজ! জানলে অবাক হবেন

মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদান। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব। বৃহস্পতিবার, মনোনয়ন জমা দেওয়ার আগে দিলেন রক্ত। ঘাটাল মহকুমা হাসপাতালে। ভোটে জিতলে গাছ লাগানোর প্রতিশ্রুতি। যত ভোট, তত গাছ লাগানোর প্রতিশ্রুতি। বিরোধী দলের প্রার্থীদেরও এমনই আবেদন দেবের।

Dev in Ghatal: ‘আমি রাজনীতি ছেড়ে দেব’, ভোটের মাঝেই এক শর্ত দিলেন অভিনেতা দেব! প্রবল চাঞ্চল্য

ঘাটাল: ‘‘২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ যদি শুরু না হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।’’ এভাবেই নিজের প্রচারে এক সভা থেকে ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী তথা সুপারস্টার দীপক অধিকারী। শুধু তা-ই নয়, তিনি বলেন, ”যদি মাস্টারপ্ল্যান না হয় তাহলে আপনারাও তৃণমূলকে ভোট দেবেন না।”

বুধবার ঘাটালের শ্রীমন্তপুর বাস স্ট্যান্ডে একটি প্রচার সভায় গিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বলেন, ‘‘আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। অনেকেই বলছেন যে, ভোটের প্রতিশ্রুতি, মাস্টারপ্ল্যান হবে না, আপনারা বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। যদি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’’

বুধবার বিকালে ঘাটালের শ্রীমন্তপুর, মনসুকা, বরদা বাণীপীঠ-সহ একাধিক প্রচারসভা করেন দেব ওরফে দীপক অধিকারী।

সুকান্ত চক্রবর্তী

Dev Tmc Candidate: এই একটি কারণেই ঘাটালের মন জিতে ফেলেছেন তৃণমূল প্রার্থী দেব? জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: রাজনীতি নয়, এক অন্য ভূমিকায় দেখা গেল অভিনেতা তথা বিদায়ী সংসদ দেবকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সুবিশাল রোড শো করলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তবে বক্তব্য রাখতে গিয়ে তার প্রধান নজর ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। বন্যায় বানভাসী ঘাটালের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন ঘাটাল মাস্টারপ্ল্যান। তবে অবশ্য বক্তব্য রাখতে গিয়ে সকলের মন কাড়েন দেব। রাজনীতির মধ্যে যেন এক অন্য মনের মানুষকে খুঁজে পেলেন সকলে। দেব স্বল্পকথায় বক্তব্য রাখলেন আর মন জয় করলেন হাজারো মানুষের।

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। জেলায় দ্বিতীয়বার তারকা প্রার্থীর প্রচারে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বেলদায় সভা করার কিছুদিন পর রবিবাসরীয় বিকেলে অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেবের সমর্থনে তিনি রোড শো করেন। রবিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে ঘাটাল কলেজের সামনে হুডখোলা গাড়িতে উঠে রোড শো করেন। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালে, ঘাটাল লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: এত ভালবাসেন, কিন্তু কুকুর কোন দেশের জাতীয় প্রাণী জানেন কি? শুনলে কিন্তু চমকে না উঠে পারবেন না

একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দীপক অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া, শিউলি সাহা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত। ঘাটাল কলেজ বিবেকানন্দ মোড় পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটারেরও বেশি রোড শো করেন। তবেই এইদিন দেবের বক্তব্যে মোহিত হয়েছেন সকলে। তার বক্তব্য ছিল না কোনও রাজনৈতিক রঙ চটা কথাবার্তা। মানুষের বিশ্বাস নিয়েই আগামীতে যে কোনও প্রার্থী ভোটে জয়লাভ করবে। যে বেশি বিশ্বাস অর্জন করতে পেরেছে সেই জয় পাবেন নির্বাচনে। অবশ্য এই বক্তব্য নজর কেড়েছে সকলের । তবে তার লক্ষ্য ঘাটালবাসীর উন্নয়ন। কথা দিয়ে কথা রাখার পক্ষে দেব।

এদিন বহু মানুষের সমাগম হয়েছিল ঘাটালে। হুড খোলা গাড়িতে প্রচার থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ফুল ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেন, ৩১ ডিসেম্বর এর আগে যদি কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান এর টাকা না দেয়, তাহলে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে । দুই তারকা প্রার্থীর মধ্যে জয় কার ভাগ্যে যায় তা সময় বলবে।

—– রঞ্জন চন্দ