তত্ত্ব হাতে পড়ুয়ারা 

Bengali News: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গায়ে হলুদ! সরস্বতী পুজোর পরেরদিন তত্ত্ব দেওয়া-নেওয়ার উৎসব

পূর্ব বর্ধমান: ফুল ফুটুক না ফুটুক গোলাপবাগ ক্যাম্পাসে আজ রঙিন বসন্ত। নতুন সাজে সেজে উঠেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক পড়ুয়ারা। সরস্বতী পুজোর দিন সকলে আনন্দে মেতে ওঠেন। তবে পুজোর পরের দিন এক অন্য মেজাজে ধরা দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়ারা। ছেলে থেকে মেয়ে সকলেই এইদিন সেজেগুজে একদম ফিটফাট থাকে।

আরও পড়ুন: গরমেও শীতের মত বাগান ভর্তি রঙিন ফুল পেতে এই কাজটা করুন

সরস্বতী পুজোর পরের দিন তত্ত্ব আদান-প্রদানের সুদীর্ঘ প্রথা চলে আসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়াদের মধ্যে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সত্তরের দশকে বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে চালু হয়েছিল তত্ত্ব দেওয়ার রীতি। প্রথা মেনে সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করত। সেই প্রথা চলে আসছে বছরের পর বছর। যার অন্যথা এবার‌ও হয়নি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রথা মেনে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি আদান-প্রদান করেন। এই বিষয়ে সায়নী মণ্ডল নামে এক পড়ুয়া বলেন, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে এই প্রথা চলে আসছে। এদিন সকাল থেকেই গার্গী, নিবেদিতা, সরোজিনী, মিরাবাঈয়ের আবাসিক ছাত্রীরা বিয়ের মত গায়ে হলুদের সাজে তত্ত্বের ডালা সাজিয়ে রং-বেরঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন অরবিন্দ, নেতাজি, চিত্তরঞ্জন, বিবেকানন্দ ও রবীন্দ্র ছাত্রাবাসে। একইভাবে ছেলেদের ছাত্রাবাস থেকেও উপহারের ডালি সাজিয়ে বাদ্যযন্ত্র সহকারে ছাত্ররা যান ছাত্রীদের আবাসনে। বিয়ের ডালির মত সাজানো তত্ত্বের ডালিতে ছিল বিভিন্ন ধরনের উপহার। নতুন জামা-কাপড় থেকে কসমেটিক্স, চকোলেট থেকে ফল, বিভিন্ন রকমের মিষ্টি, সন্দেশ সবকিছুই সাজানো ছিল এই উপহারের ডালিতে।

বনোয়ারীলাল চৌধুরী