পান গাছ

Beatel Leaf Price Hike: প্রবল বৃষ্টিতে নষ্ট হচ্ছে পান গাছ! জেলায় হু হু করে বাড়ছে পান পাতার দাম

কোচবিহার: কোচবিহারে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে রয়েছে বেশিরভাগ চাষ জমি। ফলে ক্ষতি হচ্ছে ফসলের। এই পরিস্থিতিতে চাপের মুখে পড়েছেন পান চাষিরা। পান গাছের গোড়ায় জল জমে যাওয়ার কারণে পচন ধরে যাচ্ছে পান গাছে। ফলে ক্রমশ দাম বেড়েই চলেছে বাজারে বিক্রি হওয়া পানের। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই অসুবিধায় পড়েছেন এই দাম বৃদ্ধির কারণে। জেলার এই বৃষ্টিপাতের পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে আগামী দিনে পানের দাম আরোও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে তিনটি পানের দাম ১০ টাকা করে নেওয়া হচ্ছে বাজারে।

দীর্ঘ সময়ের প্রবীণ পান চাষি নির্মল দে জানান,”বহু বছর ধরে পান চাষের সঙ্গে যুক্ত রয়েছি। তবে এই প্রথম জেলায় এত বিপুল পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে ক্ষতি হচ্ছে পান চাষের। পানের বরজের ভেতরে জল জমে যাওয়ার কারণে নষ্ট হচ্ছে পান গাছ। মূলত এই কারণেই বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন পানের। তবে এতে কৃষকদের কোন লাভ হচ্ছে না। সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদেরকেও। চলতি বছরে পান চাষের ক্ষেত্রে অনেকটাই বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি না কমে তবে এই অসুবিধা আরোও অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করছেন তিনি।”

কোচবিহারের বাজারের এক পান বিক্রেতা প্রদীপ পাল জানান,”বর্তমান সময়ে বেশিরভাগ পানের পাতা পঁচে যাচ্ছে। বেশকিছু পানের পাতা কালো হয়ে যাচ্ছে। ফলে ক্রেতারা পান কিনতে চাইছেন না। ক্ষতি হচ্ছে দোকানের। বাজারে পানের যোগান কম থাকায় পানের দাম বৃদ্ধি হয়েছে অনেকটাই। এক্ষেত্রে বৃষ্টির প্রভাব না কমা পর্যন্ত পানের দাম কমার কোন লক্ষণ নেই। তবে যদি বৃষ্টি কমে সেক্ষেত্রেও পানের দাম কবে কমবে, তাও নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে পান-প্রেমীদের অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে বাজারের দাম বৃদ্ধির কারণে।”

আরও পড়ুনঃ Team India: সুপার এইটের আগে ভারতীয় দলে বড় বদল? শেষ ম্যাচে ৩ পরিবর্তন দলে! জেনে নিন বিস্তারিত

আবহাওয়ার এই খামখেয়ালিপনা শেষ না হওয়া পর্যন্ত জেলার পান চাষের ক্ষেত্রে অসুবিধা বহাল থাকবে। এক্ষেত্রে সকল পান চাষিদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দাম বৃদ্ধির ফলে ক্রেতারা পান কিনতে সঠিক আগ্রহ প্রকাশ করছেন না। বিক্রি কমে যাওয়ার ফলে পানের পাতা বিক্রির ব্যবসায় অনেকটাই মন্দা পরিস্থিতি দেখা দিয়েছে।

Sarthak Pandit