মুর্শিদাবাদ জেলার সেরা কিছু কালীপুজো 

Kali Puja 2024: বহরমপুর থেকে কান্দি সর্বত্রই আলোর উৎসব! দেখুন জেলার সেরা ৬ কালী পুজো

মুর্শিদাবাদ: আলোর উৎসব, শক্তির উৎসব দীপাবলি। ভূত চতুর্দশীতেই বহরমপুরে কালী পুজোর সূচনা হয়। এবছর কান্দি থেকে বহরমপুর সর্বত্রই আলোর উৎসবে মেতে উঠেছে জেলাবাসী। কোথাও তৈরি করা হয়েছে ভূতের বাড়ি। কোথাও আছে আলোর থিমের চমক এমনকি নারী শক্তি।

প্রতি বছরই মুর্শিদাবাদবাসীর নজর থাকে বহরমপুরের ‘স্যান্টাফোকিয়া’ র পুজোয়। আলোকসজ্জা থেকে, প্রতিমা, মণ্ডপে এবছরও থিমের ছোঁয়া। নারী শক্তির আরাধনায় নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধার আহ্বানে, নারী শক্তির উত্থান চাইছে শহর বহরমপুর। সাম্প্রতিক সময়ে ঘটে চলা একাধিক ঘটনায় পথে নেমে প্রতিবাদে গর্জে উঠেছেন নারীরা। আলোর উৎসবে তাই সমাজকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখানোর বার্তা। আর সেই বার্তা দিতেই তৈরি হয়েছে মণ্ডপ, সেজেছে মাতৃ প্রতিমা। বহরমপুরের জজ কোর্ট মোড়ে ‘স্যান্টাফোকিয়া’ কমিটির কালী পুজো বহু প্রাচীন। জেলা তথা শহরের অন্যতম বড় কালী পুজো এটি। এই পুজোকে অধীর চৌধুরীর পুজো হিসাবেও জানেন অনেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের কালী আরাধনায় নারী শক্তিকেই তুলে ধরা হয়েছে। নারী শক্তির প্রতি সম্মান জানিয়ে পুজো মন্ডপের সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এক অনন্য চিত্র। বর্তমান সমাজে নারীদের প্রতি যে ধরনের অবমাননা ও অত্যাচারের ঘটনা ঘটছে, তা থেকে মুক্তির এক আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে মন্ডপের থিমে।

অন্যদিকে, বহরমপুর শহরের গোরাবাজার গোয়ালপাড়া কালীপুজো কমিটি। এবারে তাদের পুজো ৬৩ তম বর্ষ।তবে এবছর এই পুজোতে আলোর রোশনাই সাজানো হয়েছে চত্বর।বহরমপুর শহরের অন্যতম কালীপুজো মধ্যে শক্তি মন্দির ক্লাব। এবারে তাদের পুজো ৮৯ তম বর্ষে পর্দাপন করেছে। তাদের ভাবনা মধুর বন।মধুর বনের আদলে মন্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে।

বহরমপুর শহরের অন্যতম কালীপুজো হল ক্যান্টনমেন্ট ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় সার্বজনীন শ্যামা পুজো। এবারে তাদের ভাবনা বিষ্ণুপুর কালিবাড়ি মন্দিরের আদলে ২৪ তম বর্ষ। বহরমপুর শহরের অন্যতম কালীমন্দির বিষ্ণুপুর কালীমন্দির। আর সেই কালী মন্দিরের আদলেই করা হয়েছে মন্ডপসজ্জা। যা দেখতে দর্শকরা ভিড় ছিল চোখে পড়ার মতো। বহরমপুরের অন্যতম মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পরিবর্তন কমিটি কালীপুজো, এবারে তাদের পুজো ১০ তম বর্ষে পর্দাপন ।সাবেকি থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপসজ্জা।

আরও পড়ুন: IND vs NZ 3rd Test: ফের ব্যর্থ রোহিত-কোহলি! ওয়াংখেড়েতে প্রথম দিনেই চাপে টিম ইন্ডিয়া

এছাড়াও মুর্শিদাবাদের কান্দি শহরের মধ্যে অবস্থিত কান্দি থানা পাড়া কালীপুজো। এবছর ভাবনা ভুতের বাড়ি। ভুতের বাড়ির আদলে মন্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি, আছে বাহারি আলোকসজ্জা। যা নজরকাড়ছে দর্শকদের। এই প্রথম কান্দি থানা পাড়া কালীপুজোতে থিমের চমক দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। ভিতরে বিভিন্ন রকমের নরকঙ্কাল এবং মাকড়সার জাল ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপসজ্জাতে। এখানে দীর্ঘদিনের মা এখানে তারা রুপে পুজিতা হন। কালীপুজোতে মা তারাকেই পুজা করা হয় মন্দিরে।

কৌশিক অধিকারী