স্কুল ভাসছে জলে

Alipurduar News: টানা বৃষ্টিতে ভুটান পাহাড়ের জলে ভাসছে বারবিশা স্কুল! বন্ধ পঠনপাঠন

আলিপুরদুয়ার: টানা বৃষ্টির ফলে ভুটান পাহাড়ের জল প্রবেশ করেছে আলিপুরদুয়ারের বারবিশা উচ্চবিদ্যালয়ে। পড়াশুনা বন্ধ স্কুলে। ভেঙে গিয়েছে স্কুলের সীমানা প্রাচীর। এই স্কুল থেকেই ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রায়ডাক নদী। কাজেই টানা বৃষ্টিতে ভুটান পাহাড়ের জল রায়ডাক নদীতে মিশতে উত্তাল হয়ে ওঠে নদী।

নদীর জল সীমানা প্রাচীর ভেঙে স্কুলে প্রবেশ করেছে। বর্তমানে স্কুল দিয়ে বয়ে যাচ্ছে নদীর জল। স্কুল ময়দানে এক কোমড় জল রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্লাস রুমে হাঁটু জল ঢুকে পড়েছে। রীতিমতো জলের সঙ্গে প্রচুর কাদা এই ক্লাস রুমে ঢুকে যায়। এই ঘটনায় হতবাক স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা।

আরও পড়ুন:কেন পুড়ে গেল ঐতিহ্যের হলং বন বাংলো? সামনে এল চাঞ্চল্যকর কারণ, শুরু গভীর তদন্ত

প্রধান শিক্ষক জানিয়েছেন,”পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কিভাবে স্কুলে আসতে বলতে পারি। স্কুল দিয়ে নদী বইছে। একটা দুর্ঘটনা ঘটে গেলে নিজেকে ক্ষমা করতে পারব না। জেলা শিক্ষা দফতরে জানিয়ে ছুটি রেখেছি স্কুল।”এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন এলাকার উপ প্রধান রাজীব তির্কি। তিনি জানান জেলা পরিষদে বিষয়টি জানানো আছে। কিন্তু বৃষ্টি না থামলে কিছুই সম্ভব না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey