বিহারের নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল বসিরহাটের স্কুল

North 24 parganas News: পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বসিরহাটে, স্কুলের উদ্যোগে বাড়ি ফিরলেন বিহারের বাসিন্দা!

বসিরহাট: বিহারের নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল বসিরহাটের স্কুল। স্কুলের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয়হীন এক ব্যক্তি। গত ১ মাস ধরে মাঝে মাঝেই তাকে দেখা ‌যেত। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের পিফা রামনগর প্রাথমিক বিদ্যালয় ও এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ঘটনাটি নজর এড়ায়নি স্কুল শিক্ষক শিক্ষিকাদের। কে তিনি? কোথায় থেকে এসেছেন? ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। অবশেষে এক সময় পরিবারের মোবাইল নং জানায় ও পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

আরও পড়ুন: পুলিশের জালে ব্যারাকপুরের অর্জুন সিং! এই ঘটনার কথা জানলে রীতিমতো চমকে উঠবেন

জানা যায়, দীর্ঘ কয়েকমাস আগে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৫০ এর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রবি কুমার। কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হয় নি। এভাবেও পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের পিফা রাম নগর এলাকায়। বেশ কয়েকমাস ধরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। স্কুল থেকেই মিড ডে মিলের খাবার খেতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিহারের ভাগলপুর এলাকায়। অনেক চেষ্টায় ওই ব্যক্তি পরিবারের মোবাইল নম্বর জানালে, স্কুলের শিক্ষকরা ওই ফোন নম্বরে কল ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন বিহার থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা বসিরহাটে এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।

জুলফিকার মোল্যা