ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন, এতদিনে সেই তারকার বায়োপিক! আসছে বড় পর্দায়

অনেকেই এক কথায় স্বীকার করবেন, ভারতীয় দলের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে সব থেকে বড় অবদান রেখেছিলেন যুবরাজ সিং। অথচ যুবির জীবন কাহিনী বড় পর্দায় দেখানোর আগ্রহ এতদিন দেখাননি কোনও পরিচালক! অবশেষে যুবির ভক্তদের জন্য সুখবর।
অনেকেই এক কথায় স্বীকার করবেন, ভারতীয় দলের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে সব থেকে বড় অবদান রেখেছিলেন যুবরাজ সিং। অথচ যুবির জীবন কাহিনী বড় পর্দায় দেখানোর আগ্রহ এতদিন দেখাননি কোনও পরিচালক! অবশেষে যুবির ভক্তদের জন্য সুখবর।
২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক এম এস ধোনির বায়োপিক দর্শকরা দেখেছেন। সেই সিনেমা হিট হয়েছে। তবে এতদিন পর্যন্ত যুবির বায়োপিক নিয়ে কেন ভাবা হয়নি! সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না। এবার ভূষণ কুমার ও ভগচানকা এই সিনেমার প্রযোজক।
২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক এম এস ধোনির বায়োপিক দর্শকরা দেখেছেন। সেই সিনেমা হিট হয়েছে। তবে এতদিন পর্যন্ত যুবির বায়োপিক নিয়ে কেন ভাবা হয়নি! সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না। এবার ভূষণ কুমার ও ভগচানকা এই সিনেমার প্রযোজক।
যুবরাজ সিং একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বায়োপিক কখনও হলে সিদ্ধার্থ চতুর্বেদীকে নাম ভূমিকায় দেখতে চান। সিদ্ধার্থ এর আগে ইনসাইড এজ ওয়েব সিরিজে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
যুবরাজ সিং একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বায়োপিক কখনও হলে সিদ্ধার্থ চতুর্বেদীকে নাম ভূমিকায় দেখতে চান। সিদ্ধার্থ এর আগে ইনসাইড এজ ওয়েব সিরিজে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যুবরাজ সিংয়ের বায়োপিকে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তাঁর অভিনয় দক্ষতার উপর ভরসা রাখছেন পরিচালক। যদিও যুবির বায়ােপিকের নাম এখনও ঠিক হয়নি বলেই খবর।
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যুবরাজ সিংয়ের বায়োপিকে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তাঁর অভিনয় দক্ষতার উপর ভরসা রাখছেন পরিচালক। যদিও যুবির বায়ােপিকের নাম এখনও ঠিক হয়নি বলেই খবর।
এর আগে ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার ধোনির বায়োপিকে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। তবে যুবির বায়োপিকে শেষ পর্যন্ত রণবীর অভিনয় করেন কি না তা এখন দেখার বিষয়।
এর আগে ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার ধোনির বায়োপিকে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। তবে যুবির বায়োপিকে শেষ পর্যন্ত রণবীর অভিনয় করেন কি না তা এখন দেখার বিষয়।
কিছুদিন আগে যুবরাজের রাজনীতিতে আসার খবর ভাইরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত যুবি জানান, তিনি নীর্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
কিছুদিন আগে যুবরাজের রাজনীতিতে আসার খবর ভাইরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত যুবি জানান, তিনি নীর্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।